সংগৃহীত
Bangla Jago Desk: এখন গোটা নেটপাড়া জুড়ে চর্চার কেন্দ্রে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। ইতিমধ্যে তাঁদের ডিভোর্সের খবরে ছেয়ে গেছে নেটদুনিয়া। আম্বানিদের বিয়েতে অভিষেককে তাঁর গোটা পরিবারের সঙ্গে হাজির হতে দেখা গেলেও ঐশ্বর্য আর আরাধ্যাকে আলাদা আসতে দেখা গিয়েছিলেন। শুধু তাই নয়, আম্বানিদের বিয়ের একদিন পরেই প্রায় ১৭ দিনের জন্য ঐশ্বর্য তাঁর মেয়েকে নিয়ে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন মার্কিন মুলুকে।
[ আরও পড়ুন: US Election 2024 : প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে কেন সরে দাঁড়ালেন? এ নিয়ে মুখ খুললেন জো বাইডেন]
সেই ফ্যামিলি ভ্যাকেশনে মিসিং ছিলেন বচ্চনের ছেলে। আর এরই মধ্যে অভিষেককে বিচ্ছেদ নিয়ে মুখ খুলতে দেখা গেল। আর এরই মধ্যে অভিষেকের একটি ভিডিও মুহূর্তে ভাইরাল হতে দেখা গেল। যেখানে অভিষেককে বলতে শোনা যাচ্ছে,‘গত জুলাইতেই আমি আর ঐশ্বর্য বিবাহ-বিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। বিগত কয়েক বছর আমাদের একসঙ্গে বিশেষ ভালো কাটেনি। তাই আমরা শেষপর্যন্ত আলাদা হওয়ার পথেই হাঁটছি। এখন প্রশ্ন আমাদের মেয়ে আরাধ্যার…।’
তবে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই, মুখ খুললেন অভিষেক বচ্চন। তবে এক সাক্ষাৎকারে নিজের বিয়ের আংটি দেখিয়ে অমিতাভ-পুত্র বলে ওঠেন, ‘এখনও বিবাহিত…’। এরপরই ঐশ্বর্যর সঙ্গে ঝামেলার গুঞ্জনে মুখ খুলে অভিষেক বলেন, ‘এই বিষয়ে আমার আপনাদের কিছু বলার নেই। আপনারা সবাই বিষয়টি নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছেন। যা খুব দুঃখের। আমি যদিও বুঝতে পারছি, কেন আপনারা এমনটা করেছেন। আপনাদের কিছু গল্প তো ফাইল করতেই হবে। ঠিকই আছে, আমরা তারকা, আমাদের সহ্য করতেই হবে।’ অর্থাৎ স্পষ্ট, নিজের মুখে ডিভোর্সের গল্প বলা ভিডিয়োটি ছিল AI-এর সাহায্য নিয়ে তৈরি করা।