ad
ad

Breaking News

Abhishek Bachchan

Abhishek Bachchan: ‘কালীধর লাপাতা’-এ ছকভাঙা অভিষেক, ফের ছেলের সাফল্যে গর্বিত অমিতাভ

প্রসংশা করেছেন অভিষেকের। আর ছেলের এই প্রসংশায় খুশির শেষ নেই বাবা অমিতাভ বচ্চনের। নিজের এক্স হ্যান্ডেলে এই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন শাহেনশা।

Abhishek Bachchan Shines in Kalidhar Lapata

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বিগত কয়েক বছর ধরে বদলেছে তাঁর ছবির ধরন, একের পর এক ছক ভাঙ্গা চরিত্রে অভিনয় করে চলেছেন তিনি (Abhishek Bachchan)। চরিত্রের খাতিরে বারবার ভাঙছেন গড়ছেন নিজেকে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘কালীধর লাপতা’ ছবিতে নিজেকে আবারও প্রমাণ করলেন অভিষেক বচ্চন। ছবির মুক্তির পরই অভিষেকের প্রসংশায় পঞ্চমুখ সকলে। ছবিতে অভিষেকের অভিনয় দেখে মুগ্ধ পরিচালক টিনু আনন্দ। প্রসংশা করেছেন অভিষেকের। আর ছেলের এই প্রসংশায় খুশির শেষ নেই বাবা অমিতাভ বচ্চনের। নিজের এক্স হ্যান্ডেলে এই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন শাহেনশা।

এদিন অভিষেকের অভিনয় দেখে মুগ্ধ হয়ে টিনু আনন্দ অমিতাভ বচ্চনকে একটি মেসেজ পাঠান এবং তাতে তিনি লেখেন ‘স্যার জি, আমার কাছে অভিষেকের ফোন নম্বর নেই। তাই আমি ওঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছি না। আমার তরফ থেকে আপনি ওঁকে অভিনন্দন জানিয়ে দেবেন দয়া করে। ওঁকে ‘কালীধর লাপতা’ ছবিতে অসাধারণ লেগেছে। দারুণ অভিনয় করেছে ও।’ টিনু আনন্দের এই মেসেজ অমিতাভ তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘যখন বন্ধু ও বিশিষ্ট চিত্রপরিচালক টিনু আনন্দ এমন শুভেচ্ছা পাঠান তখন তার আনন্দ এতটাই হয় যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় (Abhishek Bachchan)।’

স্বাভাবিকভাবেই ছেলে কাজে ছেলের সাফল্যে বাবা অমিতাভ যে গর্বিত সেটা স্পষ্ট। উল্লেখ্য, ‘কালীধর লাপাতা’ ছবিতে অভিষেক কালীধর নামের এক মধ্যবয়সী ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন যিনি মাঝেমধ্যেই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। ঘটনা চক্রে এরপর এক ৮ বছর বয়সী শিশুর সঙ্গে তার দেখা হয়, যে কালীধরকে আবার বাঁচতে শেখায় (Abhishek Bachchan)।

দুজনের মধ্যে গড়ে ওঠে এক নিষ্পাপ বন্ধুত্ব। ছবিতে ট্রেলারে অভিষেকের সঙ্গে সেই ছোট ছেলেটির বন্ধুত্বের ঝলক ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। আগামী ৪ জুলাই জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে অভিষেক অভিনীত ‘কালীধর লাপাতা’। ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে এই ছবি।