চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: আমির খান অভিনীত সিনেমা ‘সিতারে জমিন পর’ (Aamir Movie) বড় পর্দায় মুক্তি পাচ্ছে আগামী ২০ জুন। ছবি মুক্তির আগে থেকেই শুরু হয়েছে প্রি-বুকিং। তবে সেটা আশানুরূপ নয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ‘সিতারে জমিন পর’ ছবির অগ্রিম বুকিং সবে ১ কোটি টাকা ছাড়িয়েছে। আর তাতেই একাংশ মনে করছে, এবারও মুখ থুবড়ে পড়বে আমিরের ছবি ‘সিতারে জমিন পর’।
[আরও পড়ুন: Handicraft Jobs: সুখবর! রাজ্য সরকারে এই দফতরে চলছে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?]
ট্রেড এক্সপার্টদের ধারণা, আমিরের সিতারে জমিন পর ছবিটি ভারতে প্রথম দিনে ৫-৬ কোটি টাকার নেট অতিক্রম করতে পারবে হয়তো। আর সেই আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে আমিরের আগের ছবি ‘লাল সিং চাড্ডা’ ৩ বছর আগে প্রথম দিনে যা আয় করেছিলেন, এবারে তাঁর অর্ধেক করবেন সিতারে জমিন পর দিয়ে। সত্যিই কি তাই, সেটা অবশ্য ছবি মুক্তির পরই জানা যাবে (Aamir Movie)।
FB POST: https://www.facebook.com/share/r/16Rc77PtFn/
আরএস প্রসন্ন পরিচালিত ‘সিতারে জমিন পর’ ছবি নিয়ে প্রথম থেকেই উৎসাহিত অনুরাগীরা। কারণ এই ছবি দিয়ে বহুদিন পরে বলিউডে কামব্যাক করছেন আমির খান। তাই স্বাভাবিকভাবেই ছবি নিয়ে প্রত্যাশা অনেক বেশি। এই ছবিতে আমির খানের সঙ্গে স্ক্রিন ভাগ করেছেন অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা। উল্লেখ্য, ২০২২ সালের আগস্ট মাসে মুক্তি পেয়েছিল লাল সিং চাড্ডা। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবি। বিগত কয়েক বছরে আমির খানের একের এক ছবি ফ্লপ হয়েছে। এখন দেখার ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘দঙ্গল’-এর মতো সিনেমা উপহার দেওয়া আমির খানের পরবর্তী ছবি বক্স অফিসে কতটা ঝড় তুলবে পারে (Aamir Movie)।