চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মুক্তি পেয়েছে আমির খান প্রযোজিত ও অভিনীত ছবি ‘সিতারে জমিন পর’। মুক্তির পর থেকেই ছবিটি ইতিবাচক সাড়া ফেলেছে দর্শকমহলে। আমির এই ছবির ডিজিটাল স্বত্ব বিক্রি না করে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন—এবং তা নিয়েই এখন উত্তাল সিনে মহল। জানা গিয়েছে, ছবিটির জন্য *প্রায় ১২০ কোটি টাকার ডিজিটাল রাইটসের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন আমির। অভিনেতার মতে, এই ছবি ওটিটিতে নয়, দর্শককে হলে এসেই দেখতে হবে। সম্ভবত ভবিষ্যতে তাঁর প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে ছবিটি মুক্তি পেতে পারে, তবে ওটিটি প্ল্যাটফর্মে নয় (Aamir Khan)।
আরও পড়ুন: Odisha Flood: জলমগ্ন ওড়িশার বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত ৫০ হাজারের বেশি মানুষ
এই সাহসী সিদ্ধান্তের প্রশংসা করলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমির খুবই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ও যে ওটিটিতে মুক্তি না দেওয়ার মতো সাহস দেখিয়েছে, সেটা খুবই প্রশংসনীয়। আজকাল খুব কম মানুষই এমন সিদ্ধান্ত নিতে পারেন। ও জানে দর্শকের মানসিকতা কী, ওর দীর্ঘ অভিজ্ঞতা এই সিদ্ধান্তে সাহায্য করেছে (Aamir Khan)।”
তবে প্রসেনজিৎ মনে করছেন, শুধুমাত্র এই সিদ্ধান্তে সিনেমা জগতের ব্যবসায়িক খাতে বড়সড় কোনও পরিবর্তন আসবে না। তাঁর কথায়, “সাধারণত একটা ছবি হলে মুক্তির পর আসে ওটিটিতে, তারপর আসে টেলিভিশনে। এটাই এখন চেনা পদ্ধতি। এই রাস্তাতেই আমরা দেশজুড়ে বিভিন্ন শ্রেণির দর্শকের কাছে পৌঁছতে পারি। এখন দেখা যাক, ‘সিতারে জমিন পর’ এই প্রথা ভাঙতে পারে কিনা (Aamir Khan)।”
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
তিনি আরও আশাবাদী স্বরে বলেন, “আমার মনে হয়, এই ছবি বক্স অফিসে ভালোই সাড়া ফেলবে।” প্রসেনজিতের মতের সঙ্গে সহমত প্রকাশ করছেন অনেকেই। ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়োতে শুরু করেছে ‘সিতারে জমিন পর’। এখন দেখার, এই ছবির ঝড় ঠিক কতটা জোরালো হয় বক্স অফিসে।