ad
ad

Breaking News

Kangana Ranaut

শুরু নতুন ইনিংস, নিজের রেস্তোরাঁ খুললেন হিমাচলী ভূমিকন্যা কঙ্গনা

অভিনয় থেকে রাজনীতি সবেতেই সফল কঙ্গনা রানাউত। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা।

A new innings begins, Himachali native Kangana opens her own restaurant

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: অভিনয় থেকে রাজনীতি সবেতেই সফল কঙ্গনা রানাউত। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা। নিজের রেস্তোরাঁ খুললেন তিনি। তবে কঙ্গনার এই রেস্তোরাঁয় প্রাধান্য পাবে হিমাচলী খাবার। হিমাচলী ভূমিকন্যা তাঁর রেস্তোরাঁ খুলেছেন হিমাচলের বুকে। রেস্তোরাঁর নাম রেখেছেন ‘দ্য মাউন্টেন স্টোরি’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Mountain Story ( Restaurant ) (@themountainstorytms)

কঙ্গনা তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে রেস্তোরাঁর অন্দরসজ্জার একটি ভিডিও ভাগ করে নিয়েছেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “হিমালয়ের বুকে আমার ছোট্ট একটা ক্যাফে থাকবে, শৈশব থেকে যে স্বপ্ন দেখতাম, তা পূরণ হল। ‘দ্য মাউন্টেন স্টোরি’ আসলে এক ভালোবাসার গল্প। আমার মজ্জায় পাহাড়-পর্বত। নদী আমার শিরায়। এখানকার ঘনজঙ্গল ঘিরে আমার ভাবনাচিন্তা। এবার পাহাড় আমায় ডাকছে, আমায় তো সাড়া দিতেই হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি উদ্বোধন হবে আমার রেস্তরাঁ।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Mountain Story ( Restaurant ) (@themountainstorytms)

কঙ্গনার শেয়ার করা ভিডিওতে ফুটে উঠেছে তাঁর ছোট্ট পাহাড়ি রেস্তরাঁর অন্দরসজ্জা। ভিডিওতে দেখা যাচ্ছে, বরফে মোড়া একটুকরো জমির উপর তাঁর সুসজ্জিত রেস্তরাঁ। এখানে ঢুঁ মারলেই পেয়ে যাবেন মায়ের হাতের খাঁটি হিমাচলী রান্নার স্বাদ। রেস্তোরাঁর অন্দরসজ্জাতেও হিমাচলের হস্তশিল্পের ছোঁয়া।

প্রাদেশিক নানা ধরণের শৈল্পিক জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে কঙ্গনার রেস্তরাঁ। জানলা খুললেই দেখা যাবে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য। সবমিলিয়ে হিমাচলের বুকে কঙ্গনার এই রেস্তোরাঁ যে পর্যটকদের অন্যতম গন্তব্য হতে চলছে আগামীতে বলাই যায়। ১৪ই ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে হিমাচলী ভূমিকন্যার রেস্তোরাঁ ‘দ্য মাউন্টেন স্টোরি’র।