ad
ad

Breaking News

প্যানারোমা

বেঙ্গলি প্যানারোমা বিভাগে ৭টি ছবি, স্থান পেল স্বস্তিকার দুটি ছবি

Bangla Jago TV Desk : ‘বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ’, এই মন্ত্রই এখন কলকাতার সিনেপ্রেমী বাঙালি দর্শকের মনে। কারণ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সাতদিন ব্যাপি সিনেমার সমারোহ, ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই বছর বেঙ্গলি প্যানারোমা বিভাগে স্থান পেয়েছে সাত-সাতটি বাংলা ছবি। যার মধ্যে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের ২টি ছবি রয়েছে। পরিচালক দেবপ্রতীম দাসগুপ্ত পরিচালিত আবার আসিব […]

Bangla Jago TV Desk : ‘বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ’, এই মন্ত্রই এখন কলকাতার সিনেপ্রেমী বাঙালি দর্শকের মনে। কারণ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সাতদিন ব্যাপি সিনেমার সমারোহ, ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই বছর বেঙ্গলি প্যানারোমা বিভাগে স্থান পেয়েছে সাত-সাতটি বাংলা ছবি। যার মধ্যে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের ২টি ছবি রয়েছে। পরিচালক দেবপ্রতীম দাসগুপ্ত পরিচালিত আবার আসিব ফিরে’ এই ছবিটিও দেখানো হবে এই বিভাগে।ইতিমধ্যেই বেশ কিছু চলচ্চিত্র উৎসবে নজর কেড়েছে ছবিটি। ছবিতে অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়,তুলিকা বসু প্রমুখ। ছবিটি রবীন্দ্রসদন ও নিউটাউনের নজরুল তীর্থে প্রদর্শিত হবে।

এই তালিকায় রয়েছে জাতীয় পুরস্কার জয়ী পরিচালকদ্বয় রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির মন পতঙ্গ। জীবনের আশা-আকাঙখার গল্প শোনাবে ‘মন-পতঙ্গ’। ছবির প্রধান চরিত্রে রয়েছেন জয় সেনগুপ্ত ও সীমা বিশ্বাস। এই ছবিটিও নজরুল তীর্থ টু ও রবীন্দ্রসদনে দেখানো হবে।

এই প্রথমবার কলকাতা চলচ্চিত্র উৎসবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবি প্রদর্শিত হতে চলেছে। তাও আবার একটা নয়, স্বস্তিকার দু-দুটো ছবি স্থান পেয়েছে এবারের বেঙ্গলি প্যানারোমা বিভাগে। রয়েছে রাজেশ রায়ের মাতৃপক্ষ। ছবিতে স্বস্তিকার সঙ্গে দেখা যাবে অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে।এই ছবিটি দেখানো হবে ৬ তারিখ নজরুল তীর্থে এবং ৯ তারিখ রবীন্দ্রসদনে। এছাড়া স্বস্তিকার আরেকটি সিনেমা বিজয়ার পরে স্থান পেয়েছে এবারের উৎসবে। ছবিটিতে স্বস্তিকা মুখোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছেন মীর, মমতাশঙ্কর, দীপঙ্কর দের মতোন বর্ষীয়ান অভিনেতারা। ছবির পরিচালক অভিজিৎ শ্রীদাস। ৭ ডিসেম্বর রবীন্দ্রসদনে সন্ধ্যে সাড়ে ছটায় ছবির প্রিমিয়ার হবে।

এই ছবিগুলি ছাড়াও পরিচালক রাজদীপ ঘোষের বনবিবি,অমর্ত সিনহার অসম্পূর্ণ ও আনিসুলের অনাথ রয়েছে এই বিভাগে। সবকটা ছবিই প্রদর্শিত হবে নজরুল তীর্থ ও রবীন্দ্রসদনে। এখন এই সাতটি ছবির মধ্যে কোন কোন ছবি দর্শকদের মন কাড়ল সেটাই দেখার বিষয়।

 

FREE ACCESS