ad
ad

Breaking News

WBCHSE Results

West Bengal HS Result:একদিন পরেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কিভাবে চেক করবেন মার্কশিট,রইল লিংক

বুধবার প্রকাশিত হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। বেলা ১টার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আনুষ্ঠানিক ভাবে পরীক্ষার ফল ঘোষণা করবেন।

West Bengal HS Class 12 Result:After one day higher secondary result, how to check mark sheet, link here

Bangla Jago Desk ,Mou Basu: বুধবার প্রকাশিত হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। বেলা ১টার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আনুষ্ঠানিক ভাবে পরীক্ষার ফল ঘোষণা করবেন। বিদ্যাসাগর ভবনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দফতরে আট তলায় রবীন্দ্র মিলন মঞ্চে সাংবাদিক বৈঠক হবে। বুধবার বেলা ৩টে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অনলাইনে তাঁদের ফল দেখতে পারবেন। যে সব ওয়েবসাইটে ফল দেখা যাবে সেগুলি হল—

https://wbresults.nic.in, www.results.shiksha, www.indiaresults.com, www.jagranjosh.com, www.technoindiagroup.com, https://wb12.abplive.com, https://indianexpress.com, https://aajkaal.in, https://bangla.hindustantimes.com, https://www.indiatoday.in/education-today/results, https://www.fastresult.in, https://www.sangbadpratidin.in, https://timesofindia.indiatimes.com।

এছাড়াও গুগল প্লে স্টোর থেকে WBCHSE Results app ডাউনলোড করে নিও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে। তবে দিনের দিন অর্থাৎ বুধবারই পরীক্ষার্থীরা পরীক্ষার মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন না। ১০ মে সকাল ১০টা বিভিন্ন ক্যাম্প থেকে তা স্কুল কর্তৃপক্ষের হাতে বিতরণ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। স্কুল থেকে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।