ad
ad

Breaking News

madrasa exam

কিছুক্ষণের অপেক্ষা, অনলাইনে কীভাবে দেখা যাবে মাদ্রাসার পরীক্ষার ফল 

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। শুক্রবার দুপুরেই প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ আয়োজিত হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফল।

Wait for a while, how to see madrasa exam result online
Bangla Jago Desk , Mou Basu : আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। শুক্রবার দুপুরেই প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ আয়োজিত হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফল। দুপুর দুটোয় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এর আধ ঘণ্টা পর অর্থাৎ দুপুর আড়াইটে  থেকে অনলাইনে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফল দেখা যাবে www.wbbme.org এবং www.wbresults.nic.in ওয়েবসাইটে। দুপুর ২ টো ৩০ মিনিট থেকে ওই দুটি ওয়েবসাইট থেকে রোল নম্বর দিয়ে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফল দেখা যাবে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ আগেই ঘোষণা করেছিল শুক্রবারই হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে।
অনলাইনে কীভাবে মাদ্রাসা পরীক্ষার ফল জানা যাবে? 
১) অনলাইনে দুটি ওয়েবসাইট www.wbbme.org এবং www.wbresults.nic.in থেকে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফল দেখা যাবে। তাই যে কোনও ওয়েবসাইটে যেতে হবে পড়ুয়াদের।
২) ‘www.wbbme.org’-তে গেলে হোমপেজে ‘RESULT 2024’ দেখতে পাবে পড়ুয়ারা। সেখানে ক্লিক করলে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট দেখার পেজে পৌঁছে যাবে। আর www.wbresults.nic.in ওয়েবসাইটের ক্ষেত্রে পড়ুয়ারা হোমপেজে ‘Result of High madrasah, Alim and Fazil Examination-2024’ দেখতে পাবে। তাতে ক্লিক করতে হবে।
৩) ‘www.wbbme.org’-র ক্ষেত্রে তিনটি লিঙ্ক থাকবে। ‘Alim’, ‘High Madrasah’ এবং ‘Fazil’। নির্দিষ্ট পরীক্ষার ফল জানতে পড়ুয়াদের নির্দিষ্ট পরীক্ষার লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর রোল নম্বর দিয়ে নিজের ফল জানতে পারবে পড়ুয়ারা।
৪) অন্যদিকে, যে পরীক্ষার্থীরা www.wbresults.nic.in ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে চায়, তারা রোল নম্বর এবং ক্যাপচা দিয়ে নিজের রেজাল্ট দেখতে পারবে।
কোন কোন ক্যাম্প অফিস থেকে হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করা হবে?
১) পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের কলকাতা অফিস (মৌলানা আবুল কালাম আজাদ ভবন, ডিডি-৪৫, সেক্টর-১, সল্টলেক, কলকাতা – ৭০০০৬৪)।
২) পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস (সংখ্যালঘু ভবন, ত্রিতল, ডিজি রোড, মালদা)।
৩) বহরমপুর বিতরণ কেন্দ্র (মুর্শিদাবাদ)।
৪) নদিয়া ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা (নদিয়া)।
৫) সামসিয়া হাই-মাদ্রাসা (দার্জিলিং)।
৬) কারিশাল এক্রামিয়া হাই-মাদ্রাসা (কোচবিহার)।
৭) পরমহংসপুর বরকাতিয়া হাই-মাদ্রাসা (পূর্ব মেদিনীপুর)।
৮) এস এম আই হাই মাদ্রাসা (পশ্চিম মেদিনীপুর)।
৯) বর্ধমান হাই-মাদ্রাসা (বর্ধমান)।
১০) কেঁথারডাঙা হাই-মাদ্রাসা (বাঁকুড়া)।
১১) হামিদিয়া হাই-মাদ্রাসা (বীরভূম)।
২০২৩ সালে হাই-মাদ্রাসায় পাশের হার ছিল ৮৮.০৯ %। আলিমে পাশের হার ছিল ৯০.৬৯ %। গতবার ফাজিলে পাশের হার ৯১.১৫ % ছিল।