ad
ad

Breaking News

Net-Ug

৫ মে হবে নিট-ইউজি পরীক্ষা, কী কী নির্দেশিকা জারি করল এনটিএ

আগামী ৫ মে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট মেডিক্যাল এন্ট্রান্স বা নিট-ইউজি মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে। ২৪ লাখের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন।

NET-UG exam will be held on May 5, NTA has issued some guidelines

Bangla Jago Desk, মৌ বসু: আগামী ৫ মে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট মেডিক্যাল এন্ট্রান্স বা নিট-ইউজি মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে। ২৪ লাখের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। পরীক্ষা চলবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত। সারা দেশের ৫৫৭টি শহরে এবং ভারতের বাইরে ১৪টি শহরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছে।পরীক্ষার ফল বেরোবে ১৪ জুন।
পরীক্ষা শুরুর আগে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে কয়েকটি নির্দেশিকা জারি করেছে।

নির্দেশিকায় কী বলা হয়েছে,

১) পরীক্ষা কেন্দ্রে মোবাইল, ব্লুটুথের মতো বৈদ্যুতিক গ্যাজেট, গয়না, অ্যাকসেসরিজ, খাবার, পরীক্ষার সঙ্গে সম্পর্কিত নয় এমন কিছু নিয়ে ঢোকা যাবে না।





২) পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেই ভালো করে অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীদের
ছবি, স্বাক্ষর এবং রোল নম্বর, বারকোড আছে কিনা দেখে নিতে হবে। এগুলো পরীক্ষার সময় যাচাই করা হবে।

৩) পরীক্ষার্থীদের অবশ্যই তাদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে সময়মতো পৌঁছোতে হবে। পরীক্ষা হলে পরীক্ষক ছাড়া আর কারোর সঙ্গে কথা বলা যাবে না।

৪) সেন্টার সুপারিন্টেন্ডেন্টের দেওয়া নির্দিষ্ট উত্তরপত্রেই লিখবেন।

৫) পরীক্ষা শেষ হলে, OMR শিট (মূল এবং অফিস কপি উভয়ই) পরিদর্শকের হাতে তুলে দিতে হবে। পরীক্ষার্থীরা তাঁদের সঙ্গে কেবল আনসার বুকলেট নিয়ে যেতে পারেন। পরীক্ষার্থীকে অবশ্যই দেখে নিতে হবে যে তার দ্বারা জমা দেওয়া OMR শিটে তাঁর স্বাক্ষরের পাশাপাশি পূর্ব-নির্ধারিত স্থানে পরিদর্শকের স্বাক্ষর যেন একই থাকে।

৬) পরীক্ষা শুরুর পর প্রথম এক ঘণ্টা এবং পরীক্ষার শেষের আধ ঘণ্টার মধ্যে কোনো শিক্ষার্থীকে বায়ো-ব্রেকে অর্থাৎ শৌচাগারে যেতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াও পরীক্ষার্থীদের আবার বায়োমেট্রিক হাজিরা নেওয়া হবে।