ad
ad

Breaking News

IPS

গর্ভবতী অবস্থায় IPS অফিসার শাহনাজ

UPSC পরীক্ষা  হল ভারতের অন্যতম কঠিন পরীক্ষার মধ্যে অন্যতম কঠিনতম পরীক্ষা । এই পরীক্ষা দেশের প্রায় অনেক স্টুডেন্ট । আর এই পরীক্ষা পাস করে অল্প কিছু ছাত্র-ছাত্রী ।

IPS officer Shahnaz while pregnant

Bangla Jago Desk : UPSC পরীক্ষা  হল ভারতের অন্যতম কঠিন পরীক্ষার মধ্যে অন্যতম কঠিনতম পরীক্ষা । এই পরীক্ষা দেশের প্রায় অনেক স্টুডেন্ট । আর এই পরীক্ষা পাস করে অল্প কিছু ছাত্র-ছাত্রী । তবে আজ এমন এক সফল UPSC  ছাত্রীর গল্প বাংলা জাগোতে রইলো যা আপনাকে অনুপ্রেরিত করবে ।

মাতৃত্বকালীন হল এমন একটা সময় যখন প্রতিটা মেয়েকে খুব সাবধানে থাকতে হয়। তবে এই মাতৃত্বকালীন সময়  দেশের অন্যতম কঠিন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে নজির করলেন শাহনাজ লিয়াজ। সূত্রের খবর , ৯ মাসের অন্তঃসত্ত্ব থাকা গেলে তিনি এই সিভিল সার্ভিস পরীক্ষা দেন । মধ্যবিত্ত ঘরে বড় হয়ে ওঠে শাহনাজ লিয়াজ। ছোটবেলা থেকে তিনি বরাবরই চেয়েছেন সরকারি চাকরি করতে। আর তাই স্নাতক করার পর তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন । উল্লেখ্য , স্নাতক পাস করার পর তিনি আইডি সেক্টরে যোগদান করেন। আর আইটি সেক্টরে দীর্ঘ পাঁচ বছর কাজ করেন তিনি ।  আইটি সেক্টরে কাজ করার পরও তিনি  তার স্বপ্ন কোথাও গিয়ে পূরণ করতে পারেননি। আর নিজের স্বপ্নকে পূরণ করার জন্য শাহনাজ সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন    ।

শাহনাজ এই সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময়  গর্ভবতী থাকায় তার শরীর ও মনের ওপরে যথেষ্ট পরিমাণ চাপ পড়ে। তবে তিনি তার এই প্রেগনেন্সির বিষয়টিকে কখনই বাধা হিসাবে দেখেননি। বরং সম্পূর্ণ নিজের মনের জোরে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যান।  প্রথমদিকে রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় প্রস্তুতি নিলেও , তিনি বুঝতে পারেন আরেকটু প্রস্তুতি নিলেই তিনি কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষাও ক্র্যাক করতে পারবেন । আর নিজের ওপর ভরসা রেখে তিনি পড়াশোনার উপর আরও জোর দেন। পরীক্ষার প্রস্তুতি নিয়ে প্রথমবার পরীক্ষায় বসেন তিনি। আর প্রথমবার পরীক্ষায়  বসে উত্তীর্ণ হন শাহনাজ। সারা দেশের মধ্যে তিনি ২১৭ তম স্থান অধিকার করেন ।  এই পরীক্ষায় পাশ করার পর তিনি জানান,  তিনি যখন এই সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেন তখন তিনি অন্তঃসত্ত্বায় ছিলেন। তবে সত্য থাকাকালীন দিনে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনাও করতে। তিনি আরও  জানান তার এই সময়  তার পাশে পরিবার সবসময় ছিলেন ।