ad
ad

Breaking News

IAS SAIMA

UPSC মেধা তালিকায় কলকাতার মেয়ের জয় জয়কার, সাইমার স্থান হল ১৬৫

ছোটবেলার থেকে পড়াশোনায় মোটামুটি ছিল। উত্তর প্রদেশের মেয়ে হলেও। ছোট বেলার থেকে বড় হয়ে উঠেছে কলকাতাতে ।উত্তর প্রদেশের গাজিপুরে রয়েছে তার অসংখ্য আত্মীয়। কিন্তু তার বাবার কর্মসূত্রের জন্য তাদের কলকাতাতে থাকতে হত

In the UPSC merit list, Kolkata girl wins, Saima's rank is 165

Bangla Jago Desk : UPSC পরীক্ষাকে ভারতের অন্যতম কঠিন পরিক্ষার মধ্যে অন্যতম  পরীক্ষা হিসাবে ধরা হয় । আর এই UPSC পরীক্ষা দেয় বেশ কয়েক লক্ষ পরীক্ষার্থী । কিন্তু সফল হয় গুটি কয়েক ছাত্র ছাত্রী । আজ বাংলা জাগোতে এমনই এক সফল ছাত্রীর গল্প।

ছোটবেলার থেকে পড়াশোনায় মোটামুটি ছিল। উত্তর প্রদেশের মেয়ে হলেও। ছোট বেলার থেকে বড় হয়ে উঠেছে কলকাতাতে ।উত্তর প্রদেশের গাজিপুরে রয়েছে তার অসংখ্য আত্মীয়। কিন্তু তার বাবার কর্মসূত্রের জন্য তাদের কলকাতাতে থাকতে হত। ছোট বেলার থেকে যৌথ পরিবারে বড় হয়ে উঠেছে তিনি। তবে প্রথম কলকাতায় এসে তাকে সেন্ট পলস স্কুলে ভর্তি হয়েছিল। তবে তার বাবার কর্মসূত্রে তাকে একসময় মুম্বাইতে পাড়ি দিতে হয়েছিল। আর মুম্বাইতে তিনি তার দশম শ্রেনী পাস করেন । দশম শ্রেণী পাস করার পর তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়  ।  তবে ছোটবেলার থেকে বড় কিছু করতে চাইলেন ।

দশম শ্রেণী পাস করার পর তিনি আবারও কলকাতা তে ফিরে আসেন । কলকাতা তে ফিরে এসে ভর্তি হন অশোকা হলে। দ্বাদশ শ্রেণী পাশ করার পর তিনি  সেন্ট জেভিয়ার্স   কলেজ ভর্তি হন। তিনি সোসিওলজি নিয়ে স্নাতক পাস করেন ।  স্নাতক পাশ করার পর  তিনি  সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন ।তবে তিনি একেবারে এই সফলতা পান নি। একটি ইন্টারভিউতে তিনি জানান প্রায় ৪ বার পরীক্ষা দিয়ে তিনি এই পরীক্ষা পাস করেন । তিনি আরও জানান , তিনি তৃতীয়বারে মাত্র ৩০ নম্বরের জন্য মেইনস ক্লিয়ার করতে পারেন নি। তবে তিনি কখনোই হাল ছাড়েননি।