ad
ad

Breaking News

ICSE ISC Result

ICSE, ISC Result Announced : প্রকাশিত হল আইসিএসই-দশম ও আইএসসি-দ্বাদশ পরীক্ষার ফল, বাড়ল পাশের হার,ফলাফলে এগিয়ে মেয়েরা

প্রকাশিত হল আইসিএসই-দশম ও আইএসসি-দ্বাদশ পরীক্ষার ফল। ৩৭দিনের মাথায় আইসিএসই-দশম ও ৪৮দিনের মাথায় আইএসসি –দ্বাদশ পরীক্ষার ফলাফল প্রকাশিত হল

ICSE, ISC Result Announced : ICSE-10th and ISC-12th exam results published

Bangla Jago Desk : প্রকাশিত হল আইসিএসই-দশম ও আইএসসি-দ্বাদশ পরীক্ষার ফল। ৩৭দিনের মাথায় আইসিএসই-দশম ও ৪৮দিনের মাথায় আইএসসি –দ্বাদশ পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। এবার আইসিএসই-দশম ও আইএসসি-দ্বাদশ পরীক্ষায় ছেলেদের টেক্কা দিয়ে ভালো ফল করেছে মেয়েরা।

[ আরও পড়ুন : Meghalaya:ঝড়ে লণ্ডভণ্ড পাহাড়ি এলাকা,৪০০-র ওপর ঘর উড়ে যাওয়ার সমস্যায় চিন্তায় মানুষ]

আইসিএসই-দশমের পরীক্ষার পাশের হার ৯৯.৪৭ শতাংশ। আগের বছর যেখানে   পাশের হার ছিল ৯৮.৯৪ শতাংশ।আইএসসি –  দ্বাদশের পরীক্ষার পাশের হার ৯৮.১৯ শতাংশ।গত বছর এই পাসের  ছিল ৯৬.৯৩ শতাংশ।   পশ্চিমবঙ্গে পাশের হার ৯৭.৮০ শতাংশ।   ছাত্রীদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ, ছাত্রদের পাশের ৯৯.৩১ শতাংশ। দ্বাদশের পরীক্ষায়ও ছাত্রীরাই এগিয়ে, পাশের হার ৯৮.৯২ শতাংশ। ছাত্রদের পাশের ৯৭.৫৩ শতাংশ।  আইসিএসই-দশমে   মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৬১৭ জন, ছাত্র ১ লক্ষ ৩০, ৫০৬ জন  , ছাত্রী ১ লক্ষ ১৩ হাজার ১১১ জন  ।





উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৩২৮ জন।আইএসসি-দ্বাদশে  মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৯০১ জন, ছাত্র ৫২ হাজার ৭৬৫ জন  , ছাত্রী ৪৭ হাজার ১৩৬ জন  । পাশ করেছে ৯৮ হাজার ০৮৮ জন।  উল্লেখ্য , সারা দেশজুড়ে মেয়েদেরেই শিক্ষার  হার যে পরিমান বাড়ছে তা এই পরীক্ষার ফলাফল দেখে  মনে করছে অবিভাবক থেকে পরীক্ষার্থীরা ।