ad
ad

Breaking News

Ias

IAS: জীবনের কঠিন লড়াই অনাথ আশ্রম থেকে আইএএস হওয়ার গল্প জানুন এই নাগরিকের

পাঁচ বছর বয়সে বাবাকে হারান তিনি । বাবাকে হারানোর পরে জীবনে নেমে আসে গভীর অন্ধকার। সংসারের খরচ চালাতে যথারীতি হিমশিম খেতে হয় বি আবদুল নাহারের মাকে

IAS: Life's Tough Struggle Learn the story of this citizen from an orphanage to becoming an IAS

Bangla Jago Desk : সিভিল সার্ভিস পরীক্ষা দেয় বহু ছাত্র-ছাত্রী। আর সিভিল সার্ভিস পরীক্ষাকে ভারতের অন্যতম কঠিন পরীক্ষা গুলির মধ্যে একটি বলা হয় । আর এই পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য প্রতিটি ছাত্র-ছাত্রী দিনরাত এক করে লড়াই করে চলেছে। আর এই পরীক্ষার লড়াইয়ে জিততে পারলে সেই ছাত্র কিংবা ছাত্রী হতে পারে সফল আইএএস কিংবা আইপিএস অফিসার। আর আজ বাংলা জাগতে এমনই এক সফল আইএএস অফিসার বি আবদুল নাসারের।

ছোটবেলা থেকেই লড়াই শুরু হয়েছে তার। বি আবদুল নাসারে বড় হয়ে ওঠা অনাথ আশ্রমে। পাঁচ বছর বয়সে বাবাকে হারান তিনি । বাবাকে হারানোর পরে জীবনে নেমে আসে গভীর অন্ধকার। সংসারের খরচ চালাতে যথারীতি হিমশিম খেতে হয় বি আবদুল নাহারের মাকে । আর এই কারনে আব্দুল ও তার ভাই বোনদের বড় হতে হয় অনাথ আশ্রমে।

মাত্র ১৩ বছর বয়স থেকে অনাথ আশ্রমে থাকতে শুরু করেন বি আব্দুল নাসারে। অনাথ আশ্রমে থাকাকালীন তিনি হোটেল পরিষ্কার করার কাজও করতেন। হোটেল পরিষ্কার করার কাজ করার পাশাাপাশি তিনি পড়াশোনাও চালিয়ে যান। এই পড়াশোনা চলাকালীন তাকে পেরোতে হয়েছে বহু বাধাবিপত্তি । তবে স্কুল জীবনে পড়াশোনায় শেষ করে তিনি আবদুল থালাসেরি গভমেন্ট কলেজে ভর্তি হন। কলেজে পড়ার সাথে সাথে তিনি কাগজও বিক্রি করেছেন। উল্লেখ্য স্নাতক পাস করার পর তিনি ২০০৬ সালে রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন, আর সেই পরীক্ষাও ক্র্যাক করেন। রাজ্যের সার্ভিস পরীক্ষা ক্রাক করে তিনি প্রথমে ডেপুটি কালেক্টর হিসাবে নিযুক্ত হন । এরপর ২০১৭ সালে তিনি রাজ্যের আইএএস অফিসারের মর্যাদা পান।