ad
ad

Breaking News

Covid Preparedness

Covid Preparedness: সতর্কতার মার নেই

এখন আবার দেশের বেশ কিছু রাজ্যে করোনা দেখে দিচ্ছে (Covid Preparedness)।

Covid Preparedness: CM Urges Caution, Not Panic

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: করোনা অতিমারিতে গোটা দেশ যখন বিপর্যস্ত হয়ে পড়েছিল, সেই সময় বিশেষ উদ্যোগ নিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Covid Preparedness)। সরকারি ভাবে মানুষের জন্য যেমন নানা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে টানা কাজ করে যায় রাজ্য সরকার।

[আরও পড়ুন: Astrology Prediction: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেমন কাটবে দিন? পড়ুন বুধের রাশিফল]

আবার পুলিশের ভূমিকা ছিল লক্ষ্যণীয়। ফলে বেশ কয়েকটি রাজ্যে অতিমারি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও বাংলায় পরিস্থিতি যায়নি হাতের বাইরে। এখন আবার দেশের বেশ কিছু রাজ্যে করোনা দেখে দিচ্ছে (Covid Preparedness)। তবে তা নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার নেই বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। তবে এমন আশ্বাসবাণী থাকা সত্ত্বেও সতর্ক থাকার কথা বলা হচ্ছে।

এমন পরিস্থিতিতে বিশেষ নজর রাখছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। গোটা দেশের সঙ্গে করোনা আক্রান্তের তালিকায় পশ্চিমবঙ্গের বেশ কিছু মানুষ রয়েছেন। অন্য রাজ্যের কয়েকটি জায়গায় করোনা আক্রান্তের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে। এমন অবস্থায় রাজ্য সরকার করোনা সংক্রান্ত বিষয় নিয়ে কতটা প্রস্তুত তা নিয়ে সোমবার রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক হয় (Covid Preparedness)।

যা নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘আমরা আশা করছি প্যান্ডেমিক আর হবে না। তবে সমস্ত দফতরকে নিয়ে বৈঠক করে প্রস্তুতি সেরে রাখছে রাজ্য সরকার।’ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘এমন পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ করোনা সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট পৌঁছেছে মুখ্যমন্ত্রীর দফতরে। সরকারিভাবে যে তথ্য এসে পৌঁছেছে তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এমন উচ্চপর্যায়ের বৈঠক নিয়ে মানুষ যাতে কিছু না ভাবে তাঁর জন্য আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

FB POST: https://www.facebook.com/share/p/1AZePsG7xk/

তিনি জানিয়েছেন, ‘প্যানিক করার জন্য নয়, যদি তেমন কিছু হয় তার জন্যই প্রস্তুত থাকা যায়, সেই কারণেই বৈঠক করা হয়েছে।’ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেটা হল, চিকিৎসক দেখানোর পরিস্থিতি হলে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে। কারণ তাতে কোনও টাকা খরচ কার্যত হবে না।