Bangla Jago Desk: তৃণমূল নেতাকে ঘিরে ধরে গুলি করে খুন করল কয়েকজন দুষ্কৃতী। সাতসকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। মৃত তৃণমূল নেতার নাম সইফুদ্দিন লস্কর। তিনি ছিলেন বামনগাছি অঞ্চলের তৃণমূল সভাপতি। তাঁর স্ত্রী বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান।
স্থানীয় সূত্রের খবর, আজ ভোর পৌনে ৫টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তৃণমূল নেতা। বাড়ির কাছেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল অঞ্চল সভাপতিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
রাজনৈতিক কারণ? নাকি ব্যক্তিগত শত্রুতা? কী কারণে খুন হতে হল তৃণমূল অঞ্চল সভাপতিকে, খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ। ইতিমধ্যেই জয়নগর থানার পুলিশ দুই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জয়নগর থানায়। গোটা ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Free Access