ad
ad

Breaking News

কেন্দ্রীয় অর্থমন্ত্রক

দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারের থেকে কর বাবদ বকেয়া টাকা পেল রাজ্য

Bangla Jago TV Desk : কর বাবদ রাজ্যগুলিকে টাকা পাঠানোর বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ পাচ্ছে ৫ হাজার ৪৮৮ কোটি টাকা। দেশের ২৭টি রাজ্যের জন্য সব মিলিয়ে প্রায় ৭২,৯৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রত্যেক রাজ্যই কেন্দ্রীয় করের একাংশ করে পেয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ পাচ্ছে ৫৪৮৮ কোটি টাকা। পঞ্চদশ অর্থ […]

Bangla Jago TV Desk : কর বাবদ রাজ্যগুলিকে টাকা পাঠানোর বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ পাচ্ছে ৫ হাজার ৪৮৮ কোটি টাকা। দেশের ২৭টি রাজ্যের জন্য সব মিলিয়ে প্রায় ৭২,৯৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রত্যেক রাজ্যই কেন্দ্রীয় করের একাংশ করে পেয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ পাচ্ছে ৫৪৮৮ কোটি টাকা। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী আদায় হওয়া কেন্দ্রীয় করের ৪১ শতাংশ রাজ্যের প্রাপ‌্য।

সেই শর্তেই কেন্দ্র পশ্চিমবঙ্গের জন‌্য বরাদ্দ করল ৫ হাজার ৪৮৮ কোটি টাকা। মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ‌্যগুলিকে চিঠি দেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তবে অন্য খাতে রাজ্যের প্রাপ্য বকেয়া এখনও বাকি আছে। সেই টাকা কবে মিলবে তার কোনও উল্লেখ নেই | পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী, কেন্দ্রীয় কর বাবদ আদায় হওয়া অর্থের ৪১ শতাংশ অর্থ রাজ্যের পাওনা হয়ে থাকে। আবার কোন রাজ্য কত টাকা পাবে সেটা নির্ভর করে সেই রাজ্যের আয়তন এবং জনসংখ্যার ওপর।

সেক্ষেত্রে উত্তরপ্রদেশের আয়তন এবং জনসংখ্যা বাংলার তুলনায় বেশি। তাই উত্তরপ্রদেশ অনেক বেশি টাকা পেয়েছে বাংলার থেকে। কর বাবদ রাজ্যের প্রাপ্য টাকা মেটানো হলেও এখন ১০০ দিনের কাজ, আবাসও সড়ক যোজনার টাকা দেওয়া হয়নি। রাজ্যের প্রাপ্য বহু টাকা আটকে রেখেছে কেন্দ্র। সেই টাকা আদায়ে বারেরবারে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধর্নাও দেওয়া হয়েছে। তাও প্রাপ্য টাকা পাচ্ছে না বাংলা। সেই টাকা কবে মিলবে সেই উত্তর না পাওয়া গেলেও আপাতত কর বাবদ ৫ হাজার ৪৮৮ কোটি টাকা মিটিয়েছে কেন্দ্র।

 

FREE ACCESS