ad
ad

Breaking News

Lok Sabha Election 2024

বহু চর্চিত বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্রে কংগ্রেসের ধাক্কায় চাপে বিজেপি

এবারের লোকসভার লড়াই জমে উঠেছে

The much sought after Bangalore Central center is very close to your doorstep

Bangla Jago Desk : কর্ণাটকে অন্যতম নজরকাড়া কেন্দ্র বেঙ্গালুরু সেন্ট্রাল। ২০০৯ সালে আসনটি গঠিত হওয়ার পর এই আসনটি নিজেদের দখলে রেখেছে বিজেপি। ২০২৩ সালে হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে ক্ষমতা দখল করে কংগ্রেস। এবার এখানে বিজেপির বিরুদ্ধে লড়াই কংগ্রেসের। এই কেন্দ্রে আগের বিধানসভা ভোটের নিরিখে এগিয়ে আছে কংগ্রেস। ফলে এবারের লোকসভার লড়াই জমে উঠেছে।

গত বছর হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে ক্ষমতা দখল করেছে করেছে কংগ্রেস। যদিও বিজেপি ক্ষমতায় এসেছিল বিধায়ক ভাঙিয়ে সরকার ফেলে দিয়ে। লোকসভা নির্বাচনের আগে দক্ষিণের একমাত্র রাজ্য কর্ণাটক থেকে বিজেপিকে সাফ করে দেওয়ায় এবার লড়াই জমে উঠেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যে মাত্র একটি আসন জিততে পেরেছিল কংগ্রেস। সেই কংগ্রেস কার্যত একার লড়াইয়ে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করে।

রাজনৈতিক দিক থেকে দক্ষিণের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য কর্ণাটক। বিধানসভা ভোটে হারার পর একদিকে লোকসভায় জমি ধরে রাখার চেষ্টায় বিজেপি। অন্যদিকে, বিধানসভার মতো লোকসভায় বিজেপিকে বিদায় করে দেওয়ার লড়াই। বিজেপি জোটের সঙ্গে কংগ্রেস জোটের লড়াই জমে উঠবে দ্রাবিড়ভূমে। গো-বলয়ের পার্টি বিজেপি অনেকদিন আগে থেকে দাক্ষিণাত্যে জমি তৈরি করতে চেষ্টা চালিয়ে আসছে। কোনও রাজ্যে সফল না হওয়ায় গেরুয়া শিবির বেশি করে মনোনিবেশ করে কর্ণাটকে। হিন্দুত্বের জিগির তুলে কর্ণাটকে সংগঠন বিস্তারে কিছুটা সফল হয়েছে বিজেপি।





২০১৮ বিধানসভা নির্বাচনে ফলাফল ত্রিশঙ্কু হয়েছিল। সেবার অনেক কম আসন পেয়েও কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কুমারস্বামী। পরে ২০১৯ সালে বিজেপি শুরু করে অপারেশন লোটাস। বিরোধীদের বিধায়ক ভাঙিয়ে পেছনের দরজা দিয়ে কর্ণাটকের ক্ষমতা দখল করে বিজেপি। সেই বছর রাজ্যের ২৮ আসনের লোকসভা নির্বাচনে কর্ণাটকে দারুণ ফল করে কেন্দ্রের শাসক দল। এবার বিজেপির জন্য কঠিন লড়াই অপেক্ষা করে আছে। এই রাজ্যের অন্যতম লোকসভা কেন্দ্র হল বেঙ্গালুরু সেন্ট্রাল।

২০০৯ সালে তৈরি হওয়া আসনটি পরপর তিনবার জিতে এসেছে বিজেপি। পিসি মোহন সেখানকার তিনবারের সাংসদ। এই লোকসভা কেন্দ্রের মধ্যে আছে ৮টি বিধানসভা কেন্দ্র। গত বিধানসভা নির্বাচনে যার মধ্যে পাঁচটি দখল করে কংগ্রেস। এবার সেখানে কংগ্রেসের হয়ে লড়ছেন মনসুর আলি খান। এবারের নির্বাচনে এই কেন্দ্রে উল্লেখযোগ্য লড়াই হতে চলেছে। লড়াই বিজেপির সঙ্গে কংগ্রেসের। একের বিরুদ্ধে এক লড়াই হবে এবার।

২০১৯ সালে এখানে ২৩ জন প্রার্থী লড়াই করেছিলেন। বিজেপির পিসি মোহন ও কংগ্রেসের রিজওয়ান আরশাদের মধ্যে মূল লড়াই হলেও নির্দল প্রার্থী হিসেবে নজর কেড়েছিলেন কন্নড় অভিনেতা প্রকাশরাজ। আগের বিধানসভা নির্বাচনে জয়, তার ওপর দ্বিমুখী লড়াই। সব মিলিয়ে বলাই যায় বিজেপির পক্ষে এই আসনটি এবার ধরে রাখা কঠিন। বিরাট অঘটন না ঘটলে কংগ্রেসের জয় সময়ের অপেক্ষা।