চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: আরজি করের নারকীয় ঘটনায় সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত সঞ্জয় রাইকে। বেশ কিছু তথ্যপ্রমাণ জোগাড় করেছিল পুলিশ। এই ধরনের ঘটনায় পুলিশের যেমন সক্রিয় হওয়া উচিত, তেমনই সক্রিয় হয়েছিল কলকাতা পুলিশ। আদালতের নির্দেশ পরে এই ঘটনায় তদন্তভার হাতে পায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিশেষ আলাদা কিছু জোগাড় করতে পারেনি। অর্থাৎ, কলকাতা পুলিশ যেখানে তদন্তভার শেষ করেছিল, সেখান থেকে তদন্ত শুরু করে নতুন কিছু করতে পারেনি। আর কাউকে গ্রেফতারও করতে পারেনি। তাও কলকাতা পুলিশকে ব্যর্থ বলে দাবি করা হয় বিরোধীদের তরফে।( Police)
[আরও পড়ুনঃ Kasba Incident: কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিতের বিরুদ্ধে একাধিক ছাত্রীর অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ]
কসবার ধর্ষণের ঘটনায়ও প্রথম থেকেই কড়া মনোভাব নিয়ে এগিয়ে চলেছে কলকাতা পুলিশ। অভিযোগ দায়ের হতেই আসরে নেমে কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত-সহ আরও দু’জনকে। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। লালবাজারের তরফে সিট গঠন করা হয়। এখনও পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কোনও অবকাশ নেই। সেই পুলিশে এবার আস্থা রেখেছেন বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, ‘আরজি কর কেসে সিবিআই সফল নয়, এই বিষয়ে আমি একমত। তদন্ত এই পুলিশ করুক। আমরা সিবিআই চাই না।( Police)
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, যাঁদের বেতন হয় আমাদের করের টাকায়। আপনারাই তদন্ত করুন, সত্যিটা সামনে আসুক।’ রাজ্য বা কলকাতা পুলিশ সফল হলেও বিরোধীদের তরফে বারবার পুলশিকে নিশানা করা হয়। সাফল্য নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রায় সব ক্ষেত্রে সিবিআই তদন্ত দাবি করা হয়। এবার উলাটপুরাণ। বিজেপি নেত্রী চাইছেন কসবার ঘটনার তদন্ত করুক পুলিশ। আরজি করের ঘটনার তদন্তে সিবিআই কিছু করতে পারেনি। ফলে স্বাভাবিক ভাবেই সেই সিবিআই-এর ওপর আস্থা রাখতে পারছেন না বিজেপি নেত্রী। তাই তিনি কলকাতা পুলিশের ওপর আস্থা রাখছেন। এখন প্রশ্ন, তা হলে তাঁর দলের বাকি নেতারা কেন পুলিশকে বারবার নিশানা করেন?( Police)