ad
ad

Breaking News

Muri Ganga River

সেতু হলে বদলে যাবে সাগরদ্বীপ

এবার জানিয়ে দিলেন কতদিনের মধ্যে সেই সেতু তৈরি হবে। কত টাকা ব্যয় হবে।

Sagardwip will change if there is a bridge.

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: আগেই সেতু তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জানিয়ে দিলেন কতদিনের মধ্যে সেই সেতু তৈরি হবে। কত টাকা ব্যয় হবে। সাগরে মুড়িগঙ্গার ওপরে দীর্ঘ চার-পাঁচ কিলোমিটার সেতু তরি করতে গেলে বিপুল টাকা দরকার। যা রাজ্যের একার পক্ষে দেওয়া কঠিন। সেই জন্য এই সেতু তৈরির জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন। কেন্দ্রীয় সরকার বলেছিল টাকা দেবে। তার জন্য তিন-চার বছর অপেক্ষা করেছিল রাজ্য।

এখন সেই টাকা দেওয়ার ব্যাপারে কেন্দ্র কোনও উদ্যোগ নিচ্ছে না। আদৌ টাকা দেবে কিনা তা নিয়ে কোনও উচ্চবাচ্য করছে না। মুনিশ্রেষ্ঠ কপিল মুনির দর্শন পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। মুড়ি গঙ্গার ওপর একটা সেতু তৈরি করতে পারলে এই অঞ্চল আধ্যাত্মিক পর্যটনে নয়া দিগন্ত খুলে যাবে। সাগরে আসা মানুষের বিরাট সুবিধা হবে। তখন শুধু আর সাগর মেলার সময় ভিড় হবে না। সারা বছর ভিড় লেগে থাকবে। সেই জন্য এখানে সেতু তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেন্দ্র ইতিবাচক সাড়া না দেওয়ায় রাজ্য সিদ্ধান্ত নিয়েছে নিজের টাকার সেতু তৈরির। সোমবার গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ‘১৫০০ কোটি টাকা খরচ হবে। তিন চার বছর সময় লাগবে। টাকা আমাদের রাখা আছে।’ সেতু তৈরি নিয়ে ইতিমধ্যেই ডিটেইল প্রজেক্ট রিপোর্ট তৈরি করে টেন্ডার হয়ে গিয়েছে। এবার কাজ শুরু হওয়ার অপেক্ষা। এই সেতু তৈরি হয়ে গেলে তখন আর সাগরদ্বীপ মূল ভূখণ্ড বিচ্ছিন্ন থাকবে না।

সরাসরি যুক্ত হয়ে যাবে স্থলভাগের সঙ্গে। সেতু তৈরি গেলে সাগরদ্বীপের মানুষের জীবনযাত্রার মান যেমন উন্নত হবে, তেমনই সাগরমেলার আরও অনেক গুরুত্ব বেড়ে যাবে। এখন ভেসেলে নদী পার হয়ে লক্ষ লক্ষ মানুষ আসে মেলায়। সেতু হয়ে গেলে সেই সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। তখন কুম্ভমেলার সঙ্গে সমানতালে উচ্চারিত হবে সাগর মেলার নাম। রাজ্য সরকারের উদ্যোগে এখন পরিকাঠামো সহ সব কিছুতে অনেক উন্নত হয়েছে। মুখ্যমন্ত্রীর নিজস্ব উদ্যোগে সেই কাজ হয়েছে। এবার সেই মুখ্যমন্ত্রী সাগরদ্বীপকে আরও কাছে আনার জন্য সেতু তৈরিতে উদ্যোগী হলেন।