ad
ad

Breaking News

Political Bias

Political Bias: বঞ্চনার আসল কারণ রাজনীতি

একশো দিনের কাজ ও আবাসন প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র (Political Bias)। মানুষের কাছে দায়বদ্ধ বাংলার সরকার অবশ্য সেই সব প্রকল্প চালিয়ে আসছে।

Political Bias: Centre Withholds Funds Amid Political Tensions

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে (Political Bias)। বিজেপি শাসিত রাজ্যগুলিতে তাও আটকায়নি কেন্দ্রের বরাদ্দ টাকা। নিরদিস্তি সময়ের মধ্যে রাজ্যগুলি পেয়ে যাচ্ছে কেন্দ্রের টাকা। শুধুমাত্র বঞ্চনা হচ্ছে বাংলার সঙ্গে। কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ পাচ্ছে না কেন্দ্রের কাছ প্রাপ্য টাকা। ফলে আটকে যাচ্ছে নানা প্রকল্প (Political Bias)

[আরও পড়ুন: Gariahat: গড়িয়াহাটে ভিনরাজ্যের পুলিশকর্মীর রহস্যমৃত্যু, ভাড়া বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ]

একশো দিনের কাজ ও আবাসন প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র (Political Bias)। মানুষের কাছে দায়বদ্ধ বাংলার সরকার অবশ্য সেই সব প্রকল্প চালিয়ে আসছে। যেখানে কেন্দ্রের টাকা ব্যয় হওয়ার কথা, সেখানে নিজের তহবিলের টাকার এই সব প্রকল্প চালাচ্ছে বাংলার সরকার। এই টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে একাধিকবার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেও কর্ণপাত করছে না কেন্দ্র। দিচ্ছে না বাংলার প্রাপ্য টাকা। আবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘ওনারা (কেন্দ্রীয় সরকার) আমাদের টাকা দেবেন না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত।’ বিধানসভায় গ্রামোন্নয়ন দফতর নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত চার বছরে গ্রামীণ রাস্তা, একশো দিনের কাজ ও আবাসন প্রকল্পে আমাদের এক পয়সাও দেওয়া হয়নি। আমাদের টাকা অন্যদের দিয়ে দেওয়া হয়েছে। এটা অন্যায়। এই সময়ে ১৫৫ থেকে ১৫৬টি টিম পাঠানো হয়েছে। সব ক্লারিফিকেশন দেওয়া সত্ত্বেও তারা আমাদের বঞ্চিত করেছে। অভিযোগ মধ্যপ্রদেশে, গুজরাটে, উত্তরপ্রদেশে ও রয়েছে।

FB POST: https://www.facebook.com/share/r/12MCkM9MNZn/

সেখানে কটা টিম গিয়েছে? অথচ তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে (Political Bias)। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা কিন্তু সবার টাকা দিয়ে দিয়েছি। ওনারা আমাদের টাকা দেবেন না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত।’ এই রাজ্যে বিজেপির অনেক সাংসদ আছেন। তাঁদের কেউ কেউ আবার কেন্দ্রের মন্ত্রী। তাঁরা কেউ এই রাজ্যের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে কোনওদিন আবেদন করেননি। বরং কেউ কেউ রাজ্যকে টাকা না দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন করছেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জন্য কেন্দ্র টাকা দিচ্ছে না বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন, তা যে একেবারেই সত্যি সেটা প্রমাণ হয়ে যাচ্ছে এই বঞ্চনায়।