ad
ad

Breaking News

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

“মুখ্যমন্ত্রীর ডাকা নেতাজি ইন্ডোরের মেগা বৈঠকে থাকছেন না’ অভিষেক!

Bangla Jago TV Desk : নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক। পাখির চোখ লোকসভা ভোট। সেই লোকসভা ভোটের রণকৌশল স্থির করতেই মেগা বৈঠকের ডাক দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে সেই বৈঠকে সশরীরে উপস্থিত থাকছেন না অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বদলে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন অভিষেক। চোখে চোট, তাই সভায় যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে ফের নতুন […]

Bangla Jago TV Desk : নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক। পাখির চোখ লোকসভা ভোট। সেই লোকসভা ভোটের রণকৌশল স্থির করতেই মেগা বৈঠকের ডাক দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে সেই বৈঠকে সশরীরে উপস্থিত থাকছেন না অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

বদলে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন অভিষেক। চোখে চোট, তাই সভায় যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে ফের নতুন করে সমস্যার কারণে ওনাকে বাড়িতেই থাকতে হচ্ছে। নতুন করে সংক্রমণ ছড়িয়েছে, যে কারণে গতকালই বিজিবিএস শেষে তাঁকে দেখতে যান তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপরই আজ জানা গিয়েছে, চোখে সমস্যার কারণে নেতাজি ইন্ডোরের মুখ্যমন্ত্রীর ডাকা মেগা বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তিনি বলেই সূত্রের খবর।

FREE ACCESS