ad
ad

Breaking News

Madan Mitra Showcaused

Madan Mitra Showcaused: দলীয় অনুশাসনের ঊর্ধ্বে নন কেউ

এমন অবস্থায় দলকে অস্বস্তিতে ফেলে নানা মন্তব্য করছেন দলের একাধিক নেতা। তেমনই একটি মন্তব্যের জন্য মদন মিত্রকে শোকজ করেছে দল।

Madan Mitra Showcaused Over Kasba Rape Case Remark

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: কসবার ঘটনার সামনে আসার পরপরই শাসক দলের তরফে কড়া অবস্থান নেওয়া হয়। সেই সঙ্গে প্রশাসনে কড়া ভাবে ঘটনা তদন্ত করছে। এমন অবস্থায় দলকে অস্বস্তিতে ফেলে নানা মন্তব্য করছেন দলের একাধিক নেতা। তেমনই একটি মন্তব্যের জন্য মদন মিত্রকে শোকজ করেছে দল। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার পরিষ্কার করে দিয়েছেন যে, যিনি যত বড় নেতা হোন না কেন তাঁকে দলের অনুশাসন মেনে চলতে হবে। এমন কিছু করা যাবে না বা বলা যাবে না যাতে দলের ভাবমূর্তি খারাপ হয়। এর আগে একাধিক ক্ষেত্রে তাঁর কথার বাস্তব প্রতিফলন দেখা গিয়েছে (Madan Mitra Showcaused)।

আরও পড়ুনঃ Nadia: নবদ্বীপ বিদ্যালয়ে দুষ্কৃতি তাণ্ডব! লুট ল্যাপটপ-নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ নথি

সদ্য অনুব্রত মণ্ডলকেও ছাড় দেওয়া হয়নি। তাঁকেও শোকজ করা হয়েছিল। এছাড়া আরও একাধিক বড় নেতাকে নানা কারণে নানা সময় শোকজ করা হয়েছে। কসবার ঘটনায় আগেই দলের তরফে অবস্থান স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ‘মহিলাদের ওপর অপরাধের ক্ষেত্রে বরাবরই জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। যারা নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন কঠোর শাস্তি ব্যবস্থা করা হয়।’ অর্থাৎ, কসবার এই ঘটনা নিয়ে দলের নীতি কী সেটা সম্পর্কে সকলেই অবগত। তা সত্ত্বেও মদন মিত্র যে মন্তব্য করেছেন তা চূড়ান্ত অসংবেদনশীল। এতে ভাবমূর্তি খারাপ হয়েছে বলে মনে করছে দল (Madan Mitra Showcaused)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

সেই জন্য মদন মিত্রকে শোকজ করা হয়েছে। তাকে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। কসবার মতো ঘটনায় দলের শীর্ষ নেতৃত্ব কড়া অবস্থান নিয়েছে। সেখানে মদন মিত্র যা বলেছেন তা দলের নীতির সঙ্গে মানানসই নয়। রাজনৈতিক মহল মনে করে, এমন বক্তব্যে দল অস্বস্তিতে যেমন পড়ে তেমনই বিরোধীরা অস্ত্র পেয়ে যায়। দলকে বিড়ম্বনায় পড়তে হয় এমন কথা বলা দলের অনুশাসনের পরিপন্থী। এমন নয় যে কসবার ঘটনায় দল নীতি পরিষ্কার করেনি। সাফ জানিয়ে দেওয়া হয়েছে দলের অবস্থান। তা সত্ত্বেও মদন মিত্র যা বলেছেন তা ভাল ভাবে নেয়নি দল। কড়া অবস্থান নিয়ে তাঁকে শোকজ করা হল (Madan Mitra Showcaused)।