Bangla Jago TV Desk : একের পর এক তলব। এবার আয়কর দপ্তরের তরফে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ও শুধু তাই নয় তার ছেলে সুপ্রকাশ গিরিকেও ১৩ ই নভেম্বর আয়কর দপ্তরের তরফে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। ইমেইল মারফত এই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। যদিও যতই নোটিশ পাঠানো হোক না কেন তদন্তের সম্পূর্ণ সহযোগিতা করবেন এমনটা জানিয়েছেন মন্ত্রীপুত্র। প্রসঙ্গত একাধিক জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কারামন্ত্রী কে নিশানা করে বহুবার মন্তব্য করেছেন। বলেছিলেন তিনি নাকি জানতে পেরেছেন আয়কর দপ্তরের তদন্তে উঠে এসেছে মন্ত্রী এবং মন্ত্রী পুত্রের আয় ব্যয়ে নাকি ৫ কোটি টাকার গোলমাল রয়েছে। এরপরেই নাকি মন্ত্রী ও তার ছেলেকে আইকন নোটিশের বিষয়টি প্রকাশ্যে এলো। উক্ত প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলে সংবাদমাধ্যমকে মন্ত্রীপুত্র তথা কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি জানান, ‘ইমেইল মারফত নোটিশ পাঠানো হয়েছে। ১৩ তারিখ দপ্তরে দেখা করতে বলেছেন। তদন্তে সহযোগিতা করব। যে গাইডলাইন দেবে তা মেনে কাজ করব”। তবে আবার রাজনৈতিক প্রতিহিংসাকেও আবার খোঁচা দিতে ছাড়েননি মন্ত্রীপুত্র। তিনি বলেন, “আমার কোন গাফিলতি থাকলে নিশ্চয়ই গাইডলাইন মেনে চলবো। কিন্তু এটা যেন রাজনৈতিক স্বার্থে পরিচালিত না হয়। একটা দল করি, আরেকটা দল করি না বলে যেন ডেকে না পাঠানো হয়”। যদিও এই বিষয়টা যথেষ্ট ভাবনার যে শুভেন্দু অধিকারীর যে হুংকার তার মাঝেই কারামন্ত্রী ও তার পুত্রকে আয়কর দপ্তরের তলব, এই বিষয়টি বেশ ওতপ্রোতভাবে জড়িত বলে মনে করছেন অনেকেই। এই বিষয়ে উঠছে প্রশ্ন।
FREE ACCESS