ad
ad

Breaking News

Election Campaign

Election Campaign: ২১৩২ কিমি দূরে থেকেও বঙ্গ জয়ের হুঙ্কার শাহের

কলকাতা হোক বা মুম্বাই, চেন্নাই কিংবা গোয়া। স্ব-গর্বে ঘোষণা ছিল ২০০-র বেশি আসন নিয়ে বঙ্গ জয়ের।

Election Campaign: Shah's Renewed Bengal Push from Tamil Nadu

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: সুদূর তামিলনাড়ুর মাদুরাই থেকে কলকাতার দূরত্ব ২১৩২ কিলোমিটার। সেখানেও বাংলার উপস্থিতি। বিজেপির কর্মী সম্মেলনের মধ্যেও বিজেপির শীর্ষ নেতার গলায় বাংলার কথা (Election Campaign)। বাংলায় ক্ষমতা দখলের হুঙ্কার। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় কর্মী সম্মেলনে সেই একই হুঙ্কার দেখা গিয়েছিল। ২১৩২ কিলোমিটার দূরে গিয়েও সেই একই কথার প্রতিধ্বনি। অবশ্য এটা নতুন নয়। ২০২১ সালে একই রকম প্রতিধ্বনি শোনা যেত তাঁর গলায়। তা কলকাতা হোক বা মুম্বাই, চেন্নাই কিংবা গোয়া। স্ব-গর্বে ঘোষণা ছিল ২০০-র বেশি আসন নিয়ে বঙ্গ জয়ের।

#DashaharaFestival, #UnityInDiversity #PaharpurFestival #CulturalHarmony #IndianFestivals #BirbhumHeritage #TribalCulture #FestivalsOfIndia #RuralIndia #CommunityCelebration

[আরও পড়ুন: Rain Forecast: দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস! কবে মিলবে স্বস্তি?]

বিজেপির অন্যতম দোর্দাণ্ডপ্রতাপ নেতা অমিত শাহের সেই স্বপ্ন পূরণ হয়নি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গজযয়ের স্বপ্নও পূরণ হয়নি (Political Strategy)। ২০২১ সালে বঙ্গে বিধানসভা ভোটের পর ২০২৪ সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজ্যে গেরুয়া শিবিরের দখলে থাকা একাধিক আসন হাতছাড়া হয় এই নির্বাচনে। কোচবিহার, বাঁকুড়া, হুগলি, ঝাড়গ্রামের মত আসন গুলি বিজেপির হাত থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। বাংলার জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েও আবারও বঙ্গ জয়ের হুঙ্কার (Election Campaign)। ঠিক বিধানসভা নির্বাচনের আগে আগে। অনেকেই প্রশ্ন তুলছেন, এতদিন কোথায় ছিলেন?

নির্বাচন এলেই কেন এই আনাগোনা (Election Campaign), বাংলার নাম মুখে আনা? সে ভারতের যে প্রান্তেই হোক না কেন বাংলার কথা বলা। বিজেপির দিল্লির নেতারা ভোট ছাড়া কি আর বাংলাকে মনে রাখেন না! বাংলার জনগণের অনেকের প্রশ্ন এ রাজ্যের একজন বিজেপি সাংসদও কি কেন্দ্রের পূর্ণ মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না? কেন বাংলা থেকে একজনকেও মোদির মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে রাখা হল না? জনগণের একাংশের প্রশ্ন, কেন বাংলার প্রাপ্য টাকা গায়ের জোরে আটকে রাখা হয়। কেন ১০০ দিনের কাজের টাকা বা আবাস যোজনার টাকা থেকে বঞ্চনা করা হয় বাংলাকে।

FB Post: https://www.facebook.com/share/p/16h5ppCgP9/

বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করা হয় কেন? যে বাংলার জনগণকে ভাতে মারার চেষ্টা সেই বাংলা দখলের দুঃসাহস আসে কোথা থেকে? জনগণ কি সেই জবাবটাই দিচ্ছেন গেরুয়া শিবিরকে (Election Campaign)! যেমনভাবে ২০২১ এর বিধানসভা ভোটে জবাব দিয়েছিলেন বাংলার জনগণ। যে জবাবটা দিয়েছিলেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে। এবার কেন ২০০ টার্গেট বাঁধলেন না! তামিলনাড়ু থেকে অমিত শাহ বাংলা জয়ের ফেরি করেছেন (Election Campaign)। নির্বাচন যত এগিয়ে আসবে ততই এর বহর বাড়তে থাকবে। দেশের অন্যান্য প্রান্ত থেকেও আগামী দিনে এই প্রতিধ্বনি শোনা যাবে। বাঙালি মনীষীদের স্মরণ করতে দেখা যাবে। ঠিক যেমনটা বাংলার মানুষ এর আগে বেশ কয়েকবার দেখেছেন।