Bangla Jago Desk: নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির মামলার তদন্তেই এই নিয়ে একাধিকবার অভিষেককে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু ব্যস্ততার কারণে কখনই যেতে পারেননি।
নিয়োগ তদন্তে নেমে গত ৩ অক্টোবর অভিষেককে ইডি ডেকেছিল। কিন্তু রাজধানী দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে সে বার তিনি যাননি। গত ৯ অক্টোবর তাঁকে তলব করা হলেও হাজিরা এড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে গত ১০ অক্টোবর আদালতের নির্দেশে নিজের সম্পত্তির খতিয়ান ইডিকে দেন তিনি। তার পর পুজোপর্ব মিটতেই আবার ইডির তলব পেলেন অভিষেক। এই যাত্রায় তিনি ইডির দফতরে যেতে পারেন বলে জানিয়েছে তৃণমূল।
এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ শানিয়েছে শশী পাঁজা। রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে ষড়যন্ত্র করছে বিজেপি, এমনটাই অভিযোগ মন্ত্রীর। যদিও এই নিয়ে খোদ অভিষেক এখনও কোনও মন্তব্য করেননি।
Free Access