ad
ad

Breaking News

korba

ছত্তিশগড়ের কোরবা কেন্দ্রে আছে পালাবদলের ইতিহাস, আসন ধরে রাখতে পারবে কংগ্রেস?

লড়াই জমে উঠেছে

Chhattisgarh's Korba center has a history of change, can Congress retain the seat?

Bangla Jago Desk : বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। লোকসভায় ১১ আসনের মধ্যে আগেরবার ৯টি আসন জিতেছিল বিজেপি। কংগ্রেস যে দুটি আসন জিতে ছিল, তার মধ্যে একটি হল কোরবা কেন্দ্র। এই কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। বিজেপি আসনটি ছিনিয়ে নিতে চাইবে। আবার কংগ্রেস যে কোনও মূল্যে দখলে রাখতে চাইবে আসনটি। ফলে লড়াই জমে উঠেছে।

২০০০ সাল পর্যন্ত ছত্তিশগড় মধ্যপ্রদেশের অংশ ছিল। তারপর ছত্তিশগড় পৃথক রাজ্য হিসাবে মর্যাদা লাভ করে। বিভিন্ন উপজাতি এবং সম্প্রদায়ের আবাসস্থল হিসেবে পরিচিত রাজ্য। রাজ্যটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং আকর্ষণীয় প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত জলপ্রপাতের দেশ হিসেবে। ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত আছে এই রাজ্যে। সেইসঙ্গে মাওবাদের প্রভাব এই রাজ্যটিকে বারবার খবরের শিরোনামে নিয়ে আসে। রাজনৈতিক দিক থেকে এই রাজ্যটি বেশ উল্লেখযোগ্য। গত বছরের শেষদিকে হওয়া বিধানসভা নির্বাচনে পালাবদল হয়েছে। কংগ্রেসর হাত থেকে শাসন ছিনিয়ে নিয়েছে বিজেপি। ২০১৩ সালের বিধানসভা ভোটে বিজেপি ৯০ আসনের ছত্তিশগড় বিধানসভার ৪৯টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল। সেবার কংগ্রেস পেয়েছিল ৩৯টি আসন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির থেকে ছত্তিশগড় ছিনিয়ে নেয় কংগ্রেস। ২৯টি আসন বাড়িয়ে পৌঁছে গিয়েছিল ৬৮-তে। বিজেপি ৩৪টি আসন খুইয়ে ১৫টি আসন পেয়েই সন্তুষ্ট থাকে। নানা দুর্নীতিতে অভিযুক্ত কংগ্রেস সরকারকে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে হারিয়ে দেয় বিজেপি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১১ আসনের মধ্যে ৯টি আসন পেয়েছিল বিজেপি। বাকি ২টি আসন পেয়েছিল কংগ্রেস। এবার এই রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই। এই রাজ্যের অন্যতম একটি কেন্দ্র হল কোরবা। ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেসের জ্যোৎস্না চরণদাস মহন্ত ৪৬ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন। বিজেপির জ্যোতি নন্দ দুবে পেয়েছিলেন ৪৩.৭০ শতাংশ ভোট। তার আগেরবার অর্থাৎ ২০১৪ সালে এখানে জিতেছিল বিজেপি। অর্থাৎ পালা বদলের একটা ধারা আছে এখানে। আবার খারাপ সময়েও কংগ্রেস আসনটি দখল করতে পেরেছিল। এখন রাজ্যটি দখল করেছে বিজেপি। তাই এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই কেন্দ্রে। গত পাঁচ বছরে আদিবাসী অঞ্চলগুলিতে ধর্মান্তরণের অভিযোগ তুলে বিজেপির লাগাতার প্রচারের প্রভাব পড়েছিল ইভিএমে। জিতে যায় বিধানসভায়। আসন্ন লোকসভা নির্বাচনে গোটা রাজ্যের পাশাপাশি কোরবা কেন্দ্রে কি সেই ধারা বজায় রাখতে পারবে বিজেপি?