ad
ad

Breaking News

By-elections

By-election: চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, শাসক-বিরোধী জমজমাট লড়াই

আগামী বুধবার রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের পর এই চার কেন্দ্রের উপনির্বাচন বেশ তাৎপর্যপূর্ণ।

By-elections in four assembly constituencies

নিজস্ব ছবি

Bangla Jago Desk: আগামী বুধবার রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের পর এই চার কেন্দ্রের উপনির্বাচন বেশ তাৎপর্যপূর্ণ। ২০২১-এর বিধানসভা নির্বাচনে চারটির মধ্যে তিনটি কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপি। একমাত্র মানিকতলা কেন্দ্রে জয় পায় তৃণমূল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করেছে তৃণমূল কংগ্রেস। ফলে জমি ধরে রাখাই চ্যালেঞ্জ বিজেপির কাছে। লোকসভা নির্বাচন শেষ হয়েছে মাত্র কয়েকদিন আগে। যার রেশ এখনও রয়ে গিয়েছে। এরই মধ্যে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। আগামী ১০ জুলাই বিধানসভার উপনির্বাচন হতে চলেছে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। এই চার কেন্দ্রের উপনির্বাচন কিন্তু নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির কাছে এই চারটি কেন্দ্রের নির্বাচন আলাদা তাৎপর্য বহন করছে।

একদিকে বিজেপির কাছে বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ আসন ধরে রাখার চ্যালেঞ্জ। তেমনই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চাইবে লোকসভার ফলের ধারা অব্যাহত রেখে চারটি কেন্দ্রে জয়লাভ করতে। নিছকই উপনির্বাচন হলেও কোনও পক্ষ তাই ঢিলেমি দিতে চাইছে না। এই উপনির্বাচনে বিশেষ নজরে থাকবে বাগদা ও রানাঘাট আসন দুটি। কারণ এখানে ফ্যাক্টর মতুয়া ভোট। মতুয়া ভোটাররাই নির্ণায়ক শক্তি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাগদায় ২০ হাজার এবং রানাঘাট দক্ষিণে ৪০ হাজারের বেশি ভোটে এগিয়ে আছে বিজেপি৷ লোকসভার ফলে দেখা যাচ্ছে, এই দুটি কেন্দ্রে এখনও মতুয়ারা বিজেপির দিকে ঝুঁকে আছে। তবে নাগরিকত্ব-সহ নানান বিষয়ে মতুয়ারা এখন কেন্দ্রের ওপর খুব একটা সন্তুষ্ট নয়। এমন অবস্থায় রাজ্যের শাসক দল চাইবে মতুয়া ভোট নিজেদের দিকে এনে বিজেপিকে পরাস্ত করতে। অন্যদিকে, উত্তরবঙ্গের রায়গঞ্জ আসনটিতেও বিজেপি ৪৬,৮০০ ভোটে এগিয়ে আছে। সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিতে পেরেছে রাজ্যের শাসক দল।

কোচবিহারের ফল সামনে রেখে এবার রায়গঞ্জ আসনটি জেতার জন্য ঝাঁপিয়ে পড়তে চলেছে তৃণমূল। এই তিনটি আসনে বিজেপি এগিয়ে থাকলেও লোকসভা ভোটের নিরিখে একমাত্র মানিকতলা কেন্দ্রে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূল এখানে এগিয়ে থাকলেও আগের বিধানসভা নির্বাচনের তুলনায় এবারের লোকসভা নির্বাচনে ভোট বাড়াতে সক্ষম হয়েছে রাজ্যের বিরোধী দল। মানিকতলায় ২০২১ সালে বিজেপি পেয়েছিল ৪৭,৩৩৯টি ভোট। ২০২৪-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি পেয়েছে ৬৩,৩৮৯টি ভোট। দেখা যাচ্ছে, বেশ অনেকটাই ভোট বাড়িয়ে নিয়েছে বিজেপি। এতগুলি ফ্যাক্টর বিজেপির অনুকূলে থাকছে। তাই স্বাভাবিক ভাবেই স্বস্তিতে থাকার কথা বিজেপির। তবে বিজেপি কিন্তু স্বস্তিতে নেই। লোকসভা ভোটে যে সমীকরণ কাজ করে, বিধানসভা ভোটে আবার সেই সমীকরণ কাজ করে না। আবার রীতি বলছে, যে কোনও উপনির্বাচনে সাধারণত শাসক দলের দিকে পাল্লা ভারী থাকে। তা ছাড়া এবারের লোকসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করেছে তৃণমূল কংগ্রেস। ফলে রাজনৈতিক মহল মনে করছে, রাজ্যের শাসক দলের অনুকূলে লোকসভা ভোটের ফলের ধারাই বজায় থাকবে।