ad
ad

Breaking News

বিজেপি

ব্যবসায়ীকে বেধরক মারধর! অভিযোগের তির বিজেপি নেতার বিরুদ্ধে

Bangla Jago Desk: বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ার বয়রায় সভা ছিল বিজেপির।সভার জন্য এলাকাবাসীর কাছে মোটা টাকা চাঁদা চাওয়া হয়। এক ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, বাঁশতলাপাড়ায় মণ্ডল সভাপতি প্রদীপ সরকারের নেতৃত্বে ব্যবসায়ী সুজন জোয়ারদারের ওপর হামলা চালানো হয়। মারের চোটে ব্যবসায়ীর চোখ-মুখ ক্ষতিগ্রস্ত হয়। ইট-বাঁশ-লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধরে গুরুতর অসুস্থ […]

BJP West Bengal: %%title%% %%page%% %%sep%% %%sitename%%

Bangla Jago Desk: বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ার বয়রায় সভা ছিল বিজেপির।সভার জন্য এলাকাবাসীর কাছে মোটা টাকা চাঁদা চাওয়া হয়। এক ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, বাঁশতলাপাড়ায় মণ্ডল সভাপতি প্রদীপ সরকারের নেতৃত্বে ব্যবসায়ী সুজন জোয়ারদারের ওপর হামলা চালানো হয়। মারের চোটে ব্যবসায়ীর চোখ-মুখ ক্ষতিগ্রস্ত হয়। ইট-বাঁশ-লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ব্যবসায়ী সুজন জোয়ারদার। তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

শান্তিপুর থানায় প্রদীপ সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে্ছেন আক্রান্ত বিজেপি নেতা। প্রহৃত ব‌্যবসায়ীর স্ত্রী মৌসুমী জোয়ারদার বলেন, ‘‘শুধু আমার স্বামী নয়, এই এলাকায় অনেক ব্যবসায়ীর কাছ থেকে টাকা তুলেছে বিজেপির ওই নেতা। বিষয়টি নিয়ে আমরা যথেষ্ট আতঙ্কে রয়েছি। বিজেপি নেতারা প্রশ্নের মুখে পড়ে মুখ লোকাতে চায়।কেন বিজেপি গায়েরজোরে টাকা তুলছে ? কেন তোলাবাজির গেরুয়া সংস্কৃতি এই রাজ্যে আমদানি করা হচ্ছে,এই প্রশ্ন তুলে তৃণমূল নেতারা সোচ্চার।

তৃণমূলের আরও প্রশ্ন,ভয়ের পরিবেশ তৈরি করে মোটা টাকা তোলার নজির আছে গুজরাট-উত্তরপ্রদেশে,বাংলায় ব্যবসায়ীরা যেখানে নির্ভয়ে ব্যবসা করছে সেখানে কেন এই পথ তাঁরা নিচ্ছে ?    নদিয়া জেলা তৃণমূল নেতৃত্ব   জানান, ‘‘ছোট   বা বড় যে কোনও প্রোগ্রামে বিজেপি যে টাকা খরচ করে তার দশগুণ টাকা তোলে। ব্যবসায়ীর অভিযোগ পেয়ে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারে বলে প্রশাসনিক স্তরে জানা গেছে।