ad
ad

Breaking News

News

এক নজরে দিনের সেরা

দিনের সেরা খবর

Best News Of The Day

Bangla Jago Desk : ১। শুক্রবার বর্ধমানে জোড়া সভা মুখ্যমন্ত্রীর। পূর্বস্থলী দক্ষিণ বিধান সভা এলাকার সমুদ্রগড়ে এবং রায়নায় সভা তাঁর। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার আগে ভোট প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রীষ্মের এই প্রখর রোদ্দুর উপেক্ষা করে টানা জনসভা করছেন মুখ্যমন্ত্রী।

২। তৃতীয় দফার ভোটের আগে শুক্রবার মেগা সভা রাজ্যে। বোলপুর লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রীর সভার আগে বোলপুরে ভোট প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৩ মে বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগে এই দুই কেন্দ্রকে পাখির চোখ তৃণমূল কংগ্রেসের।

৩। রাজ্যে ফের ভোট প্রচারে মোদী। শুক্রবার ৩ টি জায়গায় জনসভা তাঁর। বর্ধমান, বোলপুর ও কৃষ্ণনগরে ভোটপ্রচারে প্রধানমন্ত্রী। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেহট্টে জনসভা প্রধানমন্ত্রীর।





৪। হাওড়ায় গুলি চালানোর ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার ২ দুষ্কৃতি। বৃহস্পতিবার বাঁকড়া তিন নম্বর  পঞ্চায়েত অফিসের ভেতরে গুলি চালানোর ঘটনা ঘটে। ওই দুই অভিযুক্তের নাম ভোলা চক্রবর্তী ও নবাব। অভিযুক্তদের হাওড়া জেলা আদালতে তোলা হয়।

৫। ভোটের আগে বনগাঁয় ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হানা আয়কর দফতরের। উদ্ধার হয়েছে প্রায় ২২ লক্ষ টাকা। টাকার উৎস জানার চেষ্টা করছেন আয়কর আধিকারিকরা। বনগাঁ থানার পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে এসে তল্লাশি শুরু করে। ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাচন কমিশনের কয়েক জন আধিকারিক।

৬। একটি বহুতল বাড়ির ছাদ থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের। মৃতের নাম মিঠুন রায়। বয়স মাত্র ১৯ বছর। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

৭। প্রবল দাবদাহের মাঝেই পাঁচ মিনিটের ঝড় দক্ষিণ ২৪ পরগনায়। লন্ডভন্ড হয়ে গেছে মথুরাপুর ১ ও ২ নম্বর ব্লকের বহু বাড়ি। বহু মানুষ বাড়ি ছাড়া হয়েছেন। খবর পেয়ে শুক্রবার দুর্গতদের পাশে দাঁড়াতে পৌঁছে যান রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা।

৮। তীব্র গরম থেকে পশু পাখিদের বাঁচাতে বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। পশু, পাখিদের খাঁচার ভিতরে স্নান এবং খাবারের জন্য প্রয়োজনীয় জল দেওয়ার পাশাপাশি ওআরএস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুদের খাঁচার সামনে ও ভিতরে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে।

৯। ফের হাতির হানা ডুয়ার্সে। বাড়িতে ঢুকে এক মহিলাকে পিষে দিল হাতি। হাতির হানায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই মহিলার।  মৃত মহিলার নাম মৃতের নাম মাংরি ওরাওঁ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মহাবাড়ি বস্তি এলাকায়। ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।

১০। গরমের পুড়ছে গোটা বাংলা। এবার এলো সুখবর। আগামী সোমবার থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে তাপপ্রবাহের পূর্বাভাস নেই রাজ্যে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা।

১১। আমেঠী থেকে নয়, উত্তরপ্রদেশে কংগ্রেসের পুরনো গড় রায়বরেলী থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। শুক্রবার সকালে কংগ্রেসের তরফ থেকেই এই ঘোষণা করা হয়। শুক্রবারই মনোনয়ন জমা তাঁর।

১২। মহিলা কুস্তিগীরদের হেনস্তাকারীর ছেলে করণভূষণকে লোকসভায় প্রার্থী করায় হতাশ কুস্তিগির মহল। বিজেপির সিদ্ধান্তে হার হল দেশের ময়েদের, জয় হল হেনস্থাকারী ব্রীজভূষণের। মন্তব্য সাক্ষী মালিকের।

১৩। লেনদেনে অস্বচ্ছতা থেকে শুরু করে নিয়ম লঙ্ঘনের অভিযোগে আদানির ৬ সংস্থাকে নোটিশ দিল সেবি। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের ভিত্তিতেই দুটি শোকজ নোটিশ জারি করেছে সেবি।

১৪। উত্তরাধিকার কর প্রসঙ্গে কংগ্রেস-বিজেপি বিতর্কে মুখ খুললেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজীব কন্যার জবাব – আমার বাবা উত্তরাধিকার সূত্রে সম্পদ পাননি, শহীদ হয়েছিলেন।

১৫। কোভ্যাক্সিনের নিরাপত্তার রেকর্ড নিয়ে গর্ব করল কোভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ভারতবায়োটেক। কোভিড ১৯ টিকাদান কর্মসূচীতে কোভ্যাক্সিনই একমাত্র যা ভারতে কার্যকারিতা পরীক্ষা চালিয়েছিল, জানিয়েছে ভারতবায়োটেক।

১৬। আচমকাই হাসপাতালে ভর্তি ভারতী সিং। এইমুহূর্তে তিনি ‘ডান্স দিওয়ানে সিজন ৪’ সঞ্চানলার দায়িত্বে রয়েছেন। তবে বিগত তিন দিন ধরে অসহ্য পেট ব্যথার জেরে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘কমেডি ক্যুইন’কে।

১৭। ‘সিংহম এগেইন’ এর শ্যুটিং করছেন দীপিকা পাডুকোন। এর আগেও তাঁর একটি ছবি ভাইরাল হয়েছিল। এবার আরও একটি ছবি ভাইরাল হল। প্রকাশ্যে আসা ছবিতে দেখা যাচ্ছে তাঁর চোখে মুখে ছাপ রয়েছে গর্ভাবস্থার।

১৮। ফের শিরোনামে উরফি জাভেদ। কালো পোশাকে সকলকে চমকে দিলেন তিনি। একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন উরফি। সেখানেই কালো পোশাকে প্রজাপতির থিম যুক্ত একটি গাউন পরেন। উরফির এই সাজ আকর্ষণ করেছে তাঁর ভক্তদের।

১৯। চলতি আইপিএলে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এবার জবাব দিলেন অজিত আগারকার।আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কে গুলিয়ে ফেললে হবে না। এমনকি বিরাটের স্ট্রাইক রেট নিয়ে আলোচনার প্রয়োজন বোধ করেনি নির্বাচকেরা।

২০। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় মূল দলে অপ্রত্যাশিতভাবে নেই রিঙ্কু সিং।নির্বাচকেরা অতিরিক্ত স্পিনার রাখতে চেয়েছে যে কারণে যুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব রা জায়গা পেয়েছে দলে। এবার রিঙ্কু প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার।