ad
ad

Breaking News

News

এক নজরে দিনের সেরা

দিনের সেরা খবর

Best News Of The Day

Bangla Jago Desk : ১। বৃহস্পতিবার রাজ্যে জোড়া প্রচারসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটি সভা ছিলো পূর্ব বর্ধমানের মেমারিতে। অন্যটি নদিয়ার তেহট্টে। মঙ্গলবার মেমারিতে এসে বর্ধমান পূর্ব লোকসভা আসনে বিজেপি প্রার্থী অসীম সরকারের হয়ে প্রচার করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার ৪৮ ঘণ্টা পর সেই মেমারিতেই জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২। চতুর্থ দফার ভোটের কৌশল সাজানো শুরু করে দিয়েছে তৃণমূল। সেই লক্ষ্যে দুর্গাপুরে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাচার সারেন। ওই লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করেন তিনি।

৩। রাজ্যে ১০০ শতাংশ বুথে নজরদারি কমিশনের। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে ভোটে নজরদারি। রাজ্যের বুথ গুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নজরদারি কমিশনের। রাজ্যে রিগিংয়ের অভিযোগ রুখতেই উদ্যোগ কমিশনের।





৪। রাজ্যের বুথ গুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নজরদারি কমিশনের। এআই টিমে মোট ১৫ জন থাকবেন। এআই টিমের নেতৃত্বে থাকবেন ৬’জন অফিসার। বুথে ১৫ জনের বেশি হলেই অ্যালার্ট পাবে এআই।

৫। তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের হাত ধরে প্রায় বিজেপির ৩০০ কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। সোনামুখীতে দাবি তৃণমূলের। সোনামুখীতে তৃণমূল বলতে কিছু নেই দাবি বিজেপি বিধায়কের।

[ আরও পড়ুন : কোভিশিল্ডের ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া! সুপ্রিম কোর্টের দায়ের করা হলো জনস্বার্থ মামলা]

৬। ৮০ দিনের মাথায় প্রকাশিত চলতি বছরের মাধ্যমিকের ফল। সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পাশের হারের নিরিখে প্রথমে কালিম্পং। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। তৃতীয়ে কলকাতা। পরীক্ষার্তীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৭। মাধ্যমিকে প্রথম কোচবিহারের রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন। প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। প্রাপ্ত নম্বর ৬৯২। যুগ্মভাবে তৃতীয় বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋতরঞ্জন পাল ও বীরভূমের পুষ্পিতা বাসুরি। প্রাপ্ত নম্বর ৬৯১। মেয়েদের মধ্যে প্রথম পুষ্পিতা।

৮। আকাশ থেকে পড়েছে ভারী বস্তু। ঘরের ছাদ ফেটে মাটিতে গর্ত করেছে বস্তি টি। জামুড়িয়ার একাধিক বাড়িতে ও মাঠে পড়েছে বস্তুটি। আতঙ্কে এলাকাবাসী।

৯। দাবদাহের মধ্যে মাঝ রাতে তৃষ্ণা মেটাতে নাকা পয়েন্টে হানা দাঁতালের। বেশ কিছুক্ষণ চলে নাকা পয়েন্টে দাঁতালের তল্লাশি। নাকা চেকিং পয়েন্টে ডিউটি করার সময় হঠাৎ ঢুকে পড়ে রামলাল নামক একটি হাতি। শেষমেষ জল খেয়ে স্থানীয় জঙ্গলে ঢুকে পড়ে হাতিটি।

১০।  তাপদাহের মাঝে স্বস্তির খবর। শনিবারের মধ্যে কিছু জেলার তাপমাত্রা নামবে। মেঘলা আকাশ ও অস্বস্তিকর পরিবেশ যা ভোগাবে শহরবাসীকে। শনিবার বিকেলের পর কিছুটা হাওয়া বদল হবে। রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।

১১। দিল্লি মহিলা কমিশনে বেআইনি ভাবে নিয়োগের অভিযোগ। তাই ভোটের মধ্যে চাকরি খোয়ালেন প্রায় ২২৩ জন কর্মী। এত সংখ্যক কর্মীকে ছাঁটাই করেছেন দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। প্রয়োজনীয় অনুমতি না নিয়েই চাকরিতে নিয়োগ করার অভিযোগ ডিডব্লিউসি র চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালার উপর৷

১২। প্রশংসিত হওয়ার পরেও ফের নিন্দা পেতে হচ্ছে সোনিয়া পুত্রকে। এক পাক মন্ত্রী কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে কংগ্রেস নেতা কড়া সমালোচনা করছেন বিজেপির বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই তোপ দাগতে পিছপা হয়নি বিজেপিও। পাকিস্তানের সঙ্গে কংগ্রেসের বন্ধুত্ব আরও স্পষ্ট এমনই কটাক্ষ বিজেপির।

১৩। কোভি শিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিতর্কের মাঝে এবার নতুন বিতর্ক ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে। আচমকাই সার্টিফিকেট থেকে উধাও দেশের প্রধান মন্ত্রীর ছবি। সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি ঘিরে জোর বিতর্ক। ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করার পর সব থাকলেও উধাও মোদীর ছবি।

১৪। ৪৮ ঘন্টা নির্বাচনী প্রচার থেকে নিষিদ্ধ কেসিআর। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের জেরেই কমিশনের শাস্তির মুখে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইচ্ছাকৃতভাবে তার মন্তব্য কে অপব্যাখ্যা করা হয়েছে পাল্টা কংগ্রেসকে তোপ বিআরএস প্রেসিডেন্ট এর ।

১৫। ভারতীয় নৌবাহিনীর অস্ত্র ভাণ্ডারে যুক্ত হল আরও এক নতুন ও শক্তিশালী মিসাইল ‘SMART’। শত্রুপক্ষের ডুবোজাহাজ ভেঙে গুঁড়িয়ে দিতে সক্ষম এই মিসাইল। ওড়িশার বালাসোরে এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে ডিআরডিও এর পক্ষ থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই শক্তিশালী মিসাইল।

১৬। বন্দে ভারত ট্রেনের পর এবারবন্দে ভারত মেট্রো চালানোর প্রস্তুতি শুরু। ইতিমধ্যেই প্রকাশিত বন্দে ভারত মেট্রোর প্রথম ঝলক। চলতি বছরই এই বিশেষ মেট্রো ট্রেনর ট্রায়াল রান শুরু হতে চলেছে। তৈরি হয়েছে বন্দে ভারত মেট্রোর প্রথম কয়েকটি কোচও।

১৭। বুধবার পুলিশি হেফাজতেই আত্মঘাতি সলমনের বাড়ি ‘গ্যালাক্সি’তে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত অনুজ থাপান। অভিযুক্ত কারাগারের মধ্যেই আত্মহত্যা করেছেন বলে খবর। অনুজের এই মৃত্যুকে আত্মহনন হিসেবে মানতে নারাজ তাঁর পরিবার।

১৮। পুষ্প 2′ এর প্রথম গান প্রকাশিত হয়েছে। আল্লু অর্জুন একটি নতুন পা-ট্যাপিং সঙ্গীত নিয়ে ফিরেছেন। হিন্দি, তামিল, তেলুগু, মালায়লম ভাষার পর এবার বাংলাতেও মুক্তি পাবে ‘পুষ্পা ২’। এ খবর নতুন নয়। এমনকী, কয়েকদিন আগেই জানা যায় পুষ্পা ২-এ থাকবে একটি বাংলা গান।

১৯। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দল ঘোষণা। অধিনায়কের দায়িত্বে মিচেল মার্শ। তবে দল ঘোষণের নজর কারলো দুই খুদে।প্রাক্তন অজি ক্রিকেটারদের সঙ্গে দল ঘোষণা করল অ্যান্ড্রু সাইমন্ডসের দুই সন্তান।

২০। রোনাল্ডোর জাদুতে কিংস কাপের ফাইনালে উঠল আল নাসের।এ নিয়ে চলতি মরশুমে আল নাসরের জার্সিতে ৩৯ ম্যাচে রোনালদোর গোল হলো ৩৮টি।ফাইনালে এবারও আল নাসরের প্রতিপক্ষ আল হিলাল। ৩১ মে মুখোমুখি হবে দুই দল।