ad
ad

Breaking News

News

এক নজরে দিনের সেরা

দিনের সেরা খবর

Best News Of The Day

Bangla Jago Desk : ১। উত্তর মালদায় জোড়াসভা মুখ্যমন্ত্রীর। তুলসিহাটা, তাঁতিপাড়া মাঠে জনসভা করেন মমতা। উত্তর মালদায় পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২। মঙ্গলবার একটিমাত্র প্রচারসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাথরপ্রতিমা বিধানসভায় সভা করেন তিনি। এই কেন্দ্রে যুবনেতা বাপি হালদারকে প্রার্থী করেছে তৃণমূল।

৩। লোকসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনেও আবারও নতুন চমক দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের জোড়া ফুলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। স্বামী ও বন্ধু দেরকে সঙ্গে নিয়ে সোমবার হুগলি জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেন জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী।





৪। বাগনানে আক্রান্ত তৃণমূল বিধায়ক। বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত বিধায়ক। দুস্কৃতীরা বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয় বিধায়কের উপর। বিধায়ককে বাঁচাতে গেলে দেহরক্ষীকে মারধর। দুস্কৃতীদের রডের আঘাতে মাথা ফাটে বিধায়কের দেহরক্ষীর।

৫। নাকা চেকিংয়ের সময় বিপুল পরিমাণ টাকা উদ্ধার। ১ লাখ ৩৫ হাজার টাকা সহ এক ব্যক্তি আটক। আটক করে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। বাংলা-ঝাড়খান্ড সীমানার রামপুরহাট থানার সুড়িচুয়া এলাকার ঘটনা।

৬। বর্ধমান শহরের বড় নীলপুরে আমবাগান কলোনী জাগরণী সংঘ এলাকায় জনসংযোগ দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ কে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূলের। পাল্টা বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগান।

৭। চাপড়া থানার গোয়ালডাঙ্গা এলাকায় গত দুদিন আগে চুরির অভিযোগ। অভিযোগের ভিত্তিতে চাপড়া থানার পুলিশ তদন্ত নেমে দুই যুবককে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার অলংকার নগদ টাকা ও মোবাইল ফোন।

৮। নির্বাচনের আগে মিছিল-সমাবেশ করা নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে পুলিশের বিবাদ কিঞ্চিৎ বেশি মাত্রায় হয়ে থাকে। তাই এ বার এমন পরিস্থিতিতে ঠিক কী ঘটেছে, তা রেকর্ড করে রাখতে ৭০০টি দেহ ক্যামেরা ভোটের আগেই পুলিশকর্নীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত লালবাজারের।

৯। রাতে ইডেনে ম‌্যাচ শেষ হওয়া পর্যন্ত আর ডিউটি দিচ্ছে না কলকাতা পুলিশের ঘোড়া। গত নভেম্বর মাসে ইডেনে বাজি ফাটানোর কারণে আতঙ্কিত হয়ে একটি পুলিশের ঘোড়ার মৃত্যু ও পাঁচটি ঘোড়ার আহত হওয়ার ঘটনার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।

১০। তাপপ্রবাহে পুড়ছে বঙ্গবাসী। শনিবার পর্যন্ত তাপপ্রবাহে পুর্বাভাস। আরও বাড়তে পারে তাপমাত্রা। আপাতত তাপপ্রবাহ থেকে নিস্তার নেই উত্তরের ২ জেলার। ৬ এবং ৭ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অস্বস্তিকর পরিস্থিতি।

১১। কংগ্রেসের সংরক্ষণ-তির মোকাবিলায় মরিয়া মোদী। রাজনৈতিক শিবিরের মতে, তৃতীয় দফার নির্বাচনে দেশের বিস্তীর্ণ অংশ জুড়ে বিভিন্ন আসনের ভাগ্য নির্ধারিত হবে দলিত, তফসিলি জাতি ও জনজাতির ভোটে। এমন সময়ে পিছিয়ে থাকা শ্রেণির প্রতি বার্তা দেওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে মোদীর কাছে।

১২। ভোট প্রচারে গিয়ে ধর্মের জিগির তোলায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ উঠেছিল। তার কৈফিয়ত চাওয়া হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কাছে। আজ বিজেপি এর উত্তর দিতে নির্বাচন কমিশনের কাছে আরও এক সপ্তাহ সময় চাইল।

১৩। সুপ্রিম কোর্টে গত কয়েকদিন ধরে তোপের মুখে পরতে হচ্ছে পতঞ্জলিকে। এমন অবস্থায় এবার পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করল উত্তরাখণ্ড সরকারের। যদি যুক্তিসঙ্গত কোনও অভিযোগ থাকে, তা হলে রামদেবের বিরুদ্ধে সেই অভিযোগ দায়ের করার অনুমতিও দেওয়া হয়েছে।

১৪। মিজোরামের চম্পাই জেলায় অসম রাইফেলস ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে ৩.১৭ কোটি টাকার হেরোইন-সহ উদ্ধার প্রায় ১০ কোটি টাকার মাদক। এই ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৫। গত কয়েকদিন ধরে বার্ড ফ্লু নিয়ে উদ্বেগের পরিস্থিতি ছড়িয়েছে একাধিক রাজ্যে। এতদিন বার্ড ফ্লু শুধু পাখির শরীরেই হতো বলে শোনা গিয়েছে। সম্প্রতি গরুর দুধেও বার্ড ফ্লু-এর ভাইরাসের অস্তিত্ব মেলে। আর তার পর থেকেই চিন্তা বাড়ে। মরসুমি যতরকমের ফ্লু রয়েছে, সবদিকেই নজর রয়েছে স্বাস্থ্যমন্ত্রকের।

১৬। জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের জেরে দেখা দিয়েছে ধস। বিচ্ছিন্নও যোগাযোগ ব্যবস্থা। ধসে গিয়েছে বাড়ি থেকে শুরু করে রাস্তা। দেখা দিয়েছে হড়পা বান। জলের তোরে ভেসে গিয়েছে ৪ জন। ভুমিধসের জেরে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে ১২ শিশু সহ ২২ জনের।

১৭। ডন-এর পর এবার রাক্ষস অবতারে আসতে চলেছেন রণবীর সিং। হনুমানখ্যাত পরিচালক প্রশান্ত বর্মার পরবর্তী ছবিতে এই অবতারেই দেখা যাবে তাঁকে।

১৮। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। সব কিছু ঠিক থাকলে নায়িকা মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন আগামি মাসে। এর আগে আর্টিকেল ৩৭০ করার সময় তাঁর বেবিবাম্প প্রথম চোখে পড়ে।

১৯। একের পর এক বিদেশী খেলোয়াড় এসেছেন ইস্টবেঙ্গলে । তারা সমৃদ্ধ করেছে ইস্টবেঙ্গল কে । এবার  কেরালা ব্লাস্টার্সের  হয়ে খেলা ফুটবলার  দিমিত্রিয়স ডায়ামান্টাকোসকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল । কারণ কেরালা ব্লাস্টার্সের জার্সিতে তিনি  ১৭ ম্যাচে  ১৩ গোল করেছেন তিনি ।

২০। ঘরের মাঠে  ঘরের ছেলের রেকর্ড ভাঙলেন বিপক্ষ টিম । ইডেনে সৌরভের রেকর্ড ভাঙলেন ফিল সল্ট । সাত ম্যাচে ৩৩১ রান ছিল সৌরভের সেই রেকর্ড ভেঙ্গে দিলেন সল্ট । তিনি করলেন ৩৪৪ রান। ‌ সৌরভ যে রানের নজির গড়েছিলেন তা ২০১০ সাল‌ থেকে ছিল রেকর্ড। ১৪ বছর সময় লাগলো সেই রানকে ভাঙতে।