ad
ad

Breaking News

news

এক নজরে দিনের সেরা

দিনের সেরা খবর

Best News Of The Day

Bangla Jago Desk : ১। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা মুর্শিদাবাদে। প্রথম সভাটি মুর্শিদাবাদ লোকসভা এলাকার ভাগবানগোলা বিধানসভা এলাকায় প্রার্থী আবু তাহের খান ও প্রার্থী রেয়াত হোসেনের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২। উলুবেড়িয়ায় সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমতা বিধানসভা এলাকায় সভা করেন অভিষেক। সাজদা আহমেদের সমর্থনে প্রচারে নামেন অভিষেক। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শিবপুরে রোড-শো করেন তিনি।

৩। সন্দেশখালি নিয়ে সুপ্রিমকোর্টে শুনানি স্থগিত। সোমবার শুনানির কথা ছিল শীর্ষ আদালতে। শীর্ষ আদালত চায় রাজ্য সরকার জমি দখল সহ নানা ঘটনার তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। শুক্রবারই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য। অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য সময় চায় রাজ্য সরকার। সেই মামলার শুনানি আপাতত ৩মাসের পিছিয়ে গেল।





৪। নির্বাচনের আগে ফের বোমা বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণের ঘটনা ঘটেছে বীরভূমের সিরসা পঞ্চায়েতের বড় নবগ্রামে। একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পেছনে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে পাশে থাকা কংক্রিটের দেওয়াল। কে বা কারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

৫। ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদের রেজিনগরে। রেজিনগরে একটি বাঁধের ধার থেকে উদ্ধার হয় বোমা। বোমা নিষ্ক্রিয় করতে ডাকা হয় বম স্কোয়াড কর্মীদের। কে বা কারা ওই এলাকায় বোমা রেখে যায় তা জানতে তদন্তে পুলিশ।

৬। পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে উত্তাল হয় দুর্গাপুর এনআইটি। দ্বিতীয় বর্ষের এক ছাত্রের দেহ উদ্ধারের পর পড়ুয়াদের বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয় এনআইটি ক্যাম্পাস। তুমুল বিক্ষোভের জেরে পদত্যাগ করেন শিক্ষাপ্রতিষ্ঠানের ডিরেক্টর অরবিন্দ চৌবে।

৭। বড়বাজারের নাখোদা মসজিদের কাছে প্লাস্টিকের গুদামে আগুন। ভোর পাঁচটা নাগাদ একটি বহুতলে থাকা প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। দমকলের দশটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘিঞ্জি এলাকা হাওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু।

৮। ১৮৮-B মানিকতলা মেন রোডে আগুন। বহুতল আবাসনের সাত তলায় অগ্নিকাণ্ড। এসিতে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছয়। দু’ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আসে।

৯। পশ্চিমবঙ্গ সরকার স্কুলগুলিতে গরমের ছুটি দিয়েছে। এবার বিশ্বভারতী কর্তৃপক্ষ তাপপ্রবাহের জন্য বিশ্বভারতীর সমস্ত বিভাগ কেন্দ্র ইউনিট ইত্যাদিতে ক্লাস হবে সকাল ৮:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত। সকাল ৭ টা থেকে সমস্ত কাজকর্ম শুরু হয়েছে চলবে ১১:৩০ পর্যন্ত। মঙ্গলবার, বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার বিশ্বভারতীর পাঠভবন ও শিক্ষাসত্রের বিদ্যমান সময়সূচি অব্যাহত থাকবে।

১০। তীব্র দহনে পুড়ছে গোটা বাংলা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। শহর ও দক্ষিণবঙ্গের জেলায় চলবে তাপপ্রবাহ। উত্তরবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা নেই। আগামী ৫ মে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

১১। লোকসভা নির্বাচনের মাঝেই নয়া বিতর্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে। একটি ভিডিও ভাইরাল হয়েছে তাঁর। যেখানে দেখা যাচ্ছে জনজাতি, উপজাতি ও ওবিসিদের সংরক্ষণ তুলে নেওয়া কথা বলেছেন মন্ত্রী অমিত শাহ। এই নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে। যদিও বিজেপির দাবি সম্পূর্ণ ফেক ভিডিও এটি। এই প্রসঙ্গে দিল্লি পুলিশের কাছে ইতিমধ্যেই দায়ের করা হয়েছে এফআইআর।

১২। লোকসভা ভোটের মরশুমে উতপ্ত মণিপুর। সম্প্রতি কুকি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ সিআরপিএফ জাওয়ানের। এবার গুলির লড়াইয়ে মৃত্যু হল কুকি জো সম্প্রদায়ের এক গ্রামরক্ষীর। কউব্রু হিল এলাকার গ্রামে কিছু দুষ্কৃতি এসে হঠাৎ করেই গুলি চালাতে শুরু করে। সেই গুলি লেগে মারা যায় কুকি জো সম্প্রদায়ের এক গ্রামরক্ষীর।

১৩। এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী দেবাশিস ধর। মনোনয়ন বাতিল সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের প্রাক্তন আইপিএসের। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পর তেমন কোনও সাড়া না পাওয়ায় অবশেষে সুপ্রিম কোর্টে গেলেন তিনি।

১৪। ছত্তিশগড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৮ জনের। মৃতদের মধ্যে রয়েছে শিশু এবং মহিলা। আহত আরও ২৩ জন। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত শোচনীয়।

১৫। ফের রাজস্থানে পড়ুয়া মৃত্যুর ঘটনা। রাজস্থানের কোটায় হোস্টেল থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ। এই নিয়ে ২০২৪ এর জানুয়ারি মাস থেকে নিয়ে এপ্রিল মাস পর্যন্ত কোটায় পড়ুয়া মৃত্যুর সংখ্যা ৮। যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাজস্থান সরকারের কাছে।

১৬। গরমের তীব্র দহনে গা ঝলসে যাওয়ার মত অবস্থা। বৃষ্টির দেখা নেই পশ্চিমবঙ্গ সহ পড়শি রাজ্য দক্ষিণ ভারতের কেরলেও। কেরলের একাধিক জায়গায় চলছে তাপপ্রবাহ। কেরলের তাপমাত্রা ইতিমধ্যেই পার করে ফেলেছে ৪০ ডিগ্রির গণ্ডি। এই পরিস্থিতিতে সানস্ট্রোকে আক্রন্ত হয়ে মৃত্যু হয়েছে দু জনের।

১৭। বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর একটি কনসার্ট চলছিল দুবাইয়ে। সেখানে প্রথম সারিতেই বসে ছিলেন মাহিরা খান। মাহিরা খানকে চিনতে পারেননি গায়ক। পরে পাক অভিনেত্রীর সামনে লজ্জায় পড়ে যান অরিজিৎ সিং।পরে কনসার্ট চলাকালীন মাহিরাকে উদ্দেশ্য করে অনেক কথা বলেন গায়ক। যা দেখে আপ্লুত ভক্তরাও।

১৮। সুস্থ হয়ে ফের অভিনয় জগতে ফিরলেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। গীতা এলএলবি সিরিয়ালের সেটে  শ্যুটিং শুরু করলেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। জমিয়ে শ্যুটিং করছেন তিনি।

১৯। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর মাধ্যমে প্রকাশিত হল টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের ১৫ জনের দল। নিজেদের স্কোয়াড ঘোষণা করে ব্ল্যাক ক্যাপস। ক্রিকেটারদের নাম প্রকাশ্যে আনল দুই খুদে। আগামী জুনে ২ তারিখে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আয়োজক দেশ আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ।

২০। আইপিএলে রবিবাসরীয় দুই ম্যাচে জয় পেল দুই হেভি ওয়েট টিম আরসিবি এবং সিএসকে। গুজরাটের বিরুদ্ধে রান তাড়া করে জয় ছিনিয়ে নেয় আরসিবি। অন্য ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে নিজেদের পঞ্চমতম জয় পেল সিএসকে।