ad
ad

Breaking News

News

এক নজরে দিনের সেরা

দিনের সেরা খবর

Best News Of The Day

Bangla Jago Desk : ১। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা মালদায় । এদিন কালিয়াচকে মালদার দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে জনসভা করেন মমতা। এর পরের সভাটি ছিল হাবিবপুরে, তৃণমূল প্রার্থী  প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে।

২। রবিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ১ লা জুন এই লোকসভা কেন্দ্রে রয়েছে ভোট। ভোট প্রচারে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে ছুটে বেড়াচ্ছেন তিনি।

৩। দ্বিতীয় দফার ভোট মিটতেই বাগুইআটিতে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। গোষ্ঠী দ্বন্দ্বের জেরে খুন করা হয় তৃণমূল কর্মীকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই ১৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





৪। ভোট উৎসব মিটলেই গঙ্গাসাগরে নয়া সেতু তৈরি করার পরিকল্পনা রাজ্য সরকারের। সেতু তৈরি করতে খরচা হবে ১২০০ কোটি টাকা।  কেন্দ্রের কাছে কোন সাড়া মেলেনি, তাই রাজ্যের নিজস্ব তহবিল থেকেই সেতু তৈরির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৫। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। এই গরমের দহন জ্বালায় সমান তালে বিদ্যুতের জোগান দিয়ে রেকর্ড গড়ল রাজ্যসরকারের বিদ্যুৎদফতর ও CESC। শুক্রবার বিদ্যুতের জোগান দিয়ে রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ বিদুৎ বণ্টন নিগম।

৬। মণিপুরের নারানসেনা এলাকায় CRPF জাওয়ানদের সঙ্গে কুকি জঙ্গিদের গুলির লড়াইয়ে প্রাণ গেছে সিআরপিএফ ২ জাওয়ানের। তার মধ্যে একজন ছিল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখীর পাঁচাল গ্রামের। শনিবার সেই জাওয়ানের দেহ ফিরল বাঁকুড়ার বাড়িতে। শোকের ছায়া গোটা এলাকায়।

৭। প্রশাসনের বড়সড় সাফল্য। পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে আগ্নেয়াস্ত্র সহ বোমা উদ্ধার। ভোটের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। বীরভূমের ময়ূরেশ্বর থানার প্রজাপড়া গ্রাম থেকে উদ্ধার সেভেন এমএম পিস্তল ও ৭ রাউন্ড গুলি। ঘটনায় নূর মোহাম্মদ মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

৮। ফের পুলিশের হাতে সাফল্য। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১। গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ।  উদ্ধার করা হয়েছে ৭ এমএম পিস্তল ও ৩ রাউন্ড  কার্তুজ। ধৃতকে শনিবার ব্যরাকপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতের ১০দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়।

৯। জলপাইগুড়ি ক্রান্তি ব্লকের দক্ষিণ হাঁসখালি খেরবাড়ি ক্যাম্পের চা বাগান থেকে খাঁচা বন্দি হল চিতাবাঘ। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়  আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা। বনদফতরের কর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।

১০। তীব্র গরমে পুড়ছে গোটা বাংলা। ইতিমধ্যেই ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুয়েছে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনকি মে মাসেও বৃষ্টির কোনও আশা নেই রাজ্যে। ১ লা মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা।

১১। উত্তর ও পশ্চিম ভারতের নির্বাচন পুরোদমে শুরু হতেই পুরনো ফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটপ্রচারে ফের ‘মেরুকরণ’ অস্ত্র মোদিরইন্ডিয়া জোটকে কটাক্ষ করে সাফ বলে দিলেন, “ওরা সনাতন ধর্মকে ধ্বংস করার কথা বলে। সনাতন ধর্মকে অপমান করে।”

১২। দল ভাঙিয়েও বিশেষ লাভ হয়নি। মহারাষ্ট্রে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই এনডিএ। মারাঠাভূমে ভোট প্রক্রিয়া চলাকালীনই স্বীকার করে নিলেন অজিত পওয়ার শিবিরের এনসিপি নেতা ছগন বুজবল।

১৩। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে উত্তরপ্রদেশের হেভিওয়েট দুই কেন্দ্র আমেঠি ও রায়বরেলি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শোনা যাচ্ছে, রাহুলকে আমেঠি থেকে ও প্রিয়াঙ্কাকে রায়বরেলি প্রার্থী হওয়ার ব্যাপারে রাজি করার ভার গিয়ে বর্তেছে মল্লিকার্জুন খাড়গের উপর।

১৪। রাজস্থান ও গুজরাট থেকে উদ্ধার হল ‘মিঁয়াও মিঁয়াও’ মাদক। সব মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে ৭ অভিযুক্তকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

১৫। লোকসভা ভোটের মধ্যেই ফের বড়সড় অস্বস্তিতে কংগ্রেস। আম আদমি পার্টির সঙ্গে জোট মানতে না পেরে এবার দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অরবিন্দর সিং লাভলি । দল না ছাড়লেও প্রদেশ সভাপতি পদে থাকতে চান না তিনি।

১৬। ঘরের মাঠে আজ থেকে প্রচারে নামলেন তিহাড় জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের স্ত্রী সুনীতা। পূর্ব দিল্লির আম আদমি প্রার্থী কুলদীপ কুমারের সমর্থনে কোন্ডলি এলাকায় শোভাযাত্রা করেন সুনীতা।

১৭। মহিলা আম্পায়ারে খেলতে নারাজ তামিম ইকবালরা! লজ্জার ঘটনা বাংলাদেশ ক্রিকেটে। আপত্তি সত্ত্বেও ম্যাচের শেষ পর্যন্ত আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাথিরা জাকির জেসি।

১৮। ফের বিতর্কে জড়ালেন ঈশান কিষাণ। আইপিএলের আচরণবিধির ২.২ ধারায় অভিযুক্ত হয়েছেন ইশান। সেকারণে তাকে তার  ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

১৯। কিছুদিন আগেই রামচন্দ্রর বেশে দেখা গিয়েছিল রণবীরকে। সেই ছবি ভাইরাল হতে না হতেই ভোলবদল রণবীরের। বিমানবন্দরে একেবারে ভিন্ন অবতারে ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেতা।

২০। মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নয়া মোড়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল বলিউড অভিনেতা তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাহিল খানকে। জানা গিয়েছে, ছত্তিসগড় থেকে অভিনেতাকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম।