ad
ad

Breaking News

News

এক নজরে দিনের সেরা

দিনের সেরা খবর

Best News Of The Day

Bangla Jago Desk : ১। নির্বাচনের দ্বিতীয় দফা শেষ হতেই আসানসোলে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুটি জনসভা করলেন তিনি। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্‌হার হয়ে আসানসোলে প্রচার মুখ্যমন্ত্রীর। আরও একটি সভা কুলটিতে। এবং অন্যটি ঊষাগ্রাম বয়েজ় স্কুলে।

২। শনিবার জোড়া প্রচারসভা করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমান ও দুবরাজপুরে সভা করেন তিনি। পূর্ব বর্ধমান লোকসভার জামালপুরের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। অন্যদিকে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে তাঁর সভা দুবরাজপুরে সভা করেন অভিষেক।

৩। দ্বিতীয় দফার ভোট মিটতে না মিটতেই সন্দেশখালিতে সিবিআই ও এনেএসজির তল্লাশি অভিযান। এই নিয়ে এবার নির্বাচন কমিশনে দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। একটি চিঠি পাঠানো হয়েছে কমিশনকে যেখানে বলা হয়েছে ভোটের আবহেও রাজ্যের একাধিক জায়গায় কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তল্লাশি করিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে বিজেপি।





৪। রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ার লাগোয়া ফুটপাথে চলছে বেআইনি বিদ্যুৎ সংযোগ। এমনই অভিযোগ পুরসভার বিদ্যুৎ বিভাগের কর্মীদের। হুকিং করে বিদ্যুৎ নিয়ে চালানো হচ্ছে ফ্যান, ওভেন এমনকি এসিও। এই পরিস্থিতিতে বর্ষা কাল আসার আগেই শহরের সমস্ত ল্যাম্প পোস্ট পরীক্ষা করার নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

৫। তীব্র দহনে পুড়ছে বাংলা। এই আবহে এবার রাজ্য জুড়ে সমস্ত সুস্বাস্থ্য ও উপ স্বাস্থ্যকেন্দ্র গুলির খোলা রাখার সময়সূচীর পরিবর্তন করা হল। রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে আগামী ৩১ মে পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র গুলির আউটডোর খোলা থাকবে সকাল ৭ টা থেকে।

৬। তমলুক কেন্দ্রের মহিষাদলে মুখ্যমন্ত্রীর সভা করার পর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে শুভেন্দুর নেতৃত্বে মিছিল। শনিবার বিকেল ৩টে নাগাদ তেরোপেখ্যা মোড় থেকে মিছিল তাদের। বিকেলের দিকে তমলুকের কাকটিয়াতে আরও একটি মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী।

৭। শনিবার পায়ে হেঁটে প্রচার করেলন বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। ১০ নম্বর বহরমপুর লোকসভা খাগড়া এলাকায় প্রচার সারেন তিনি। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে।

৮। ভোটের আগে বোমাবাজিতে উত্তপ্ত বহরমপুর। বহরমপুরের ভরতপুর থানার সরডাঙ্গায় বোমাবাজির ঘটনা। বোমাবাজিতে আহত প্রায় ৮ জন। ঘটনায় আহত হয়েছে অনেকে।  আহতদের স্থানীয় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

৯। রবিবার রয়েছে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা। যে কারণে বাড়তি ট্রেন ঘোষণা করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই এই উদ্যোগ রেল কর্তৃপক্ষের। নির্ধারিত সময়ের আগেই শুরু হবে মেট্রো চলাচল।

১০। গরমে হাঁসফাঁস করছে শহর থেকে জেলা। কলকাতার তাপমাত্রা আগামী কয়েক ঘণ্টায় পৌঁছে যেতে পারে ৪২ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাই তাপপ্রবাহের সতর্কতা। উত্তরের জেলাগুলিতেও বাড়ছে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই রাজ্যে।

১১। ফের রক্তাক্ত মণিপুর। বিষ্ণুপুর জেলার নারানসেনা এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গি গোষ্ঠীর গুলির লড়াই। কুকি জঙ্গিদের হামলায় নিহত ২ সিআরপিএফ জওয়ান। আহত বেশ কয়েকজন। গোটা এলাকা কর্ডন করে সেনা ও আধা সেনার তল্লাশি অভিযান জারি।

১২। ভয়াবহ আকার নিচ্ছে উত্তরাখণ্ডের দাবানল। দাবানলের আঁচ পৌঁছে যাচ্ছে নৈনিতালের হাইকোর্ট কলোনি পর্যন্ত। বন্ধ নৈনিতালের নৈনি হ্রদে বোটিং। আগুন লাগার কারণ খুঁজছে প্রশাসন। ইতিমধ্যেই গ্রেফতার তিন।

১৩। সক্রিয় রাজনীতিতে পা রাখার ইচ্ছেপ্রকাশ করলেন সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরা। তিনি জানান, গোটা দেশ চায় আমি রাজনীতিতে যোগ দিই। আমেঠি আসন থেকেই লড়াই করতে চান প্রিয়াঙ্কার স্বামী। আমেঠিতে  স্মৃতি ইরানি কোন কাজ করেনি বলে তাঁকে একহাত রবার্ট বঢরা।

১৪। আদালতে ধাক্কা খেলেন কুস্তিগিরদের যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিং। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের আরও তদন্ত করা হোক এই নিয়ে আদালতে আর্জি জানান ব্রিজভূষণ। তবে সেই আর্জি খারিজ করে দিয়েছে। এর ফলে কাইজারগঞ্জ থেকে ফের তাঁর মনোনয়ন জমা দেওয়ার যে সম্ভাবনা তৈরি হচ্ছিল তা প্রশ্নের মুখে পড়ল।

১৫। গুগল এবং ইউটিউবে ১০০ কোটি টাকার বেশি বিজ্ঞাপন দিয়েছে গেরুয়া শিবির।দেশের মধ্যে নয়া নজির গড়ল গেরুয়া শিবির।প্রথম কোনও রাজনৈতিক দল বিজ্ঞাপন বাবদ এত টাকা খরচ করেছে।

১৬। ফের আমেরিকায় মৃত্যু ভারতীয় বংশদ্ভূতর। একটি হামলার মামলায় অভিযুক্ত শচীন শাহুকে গ্রেফতার করতে গেলে পালানোর চেষ্টা করে শচীন। গাড়ি দিয়ে দুই মার্কিন পুলিশকে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই অভিযুক্তের উপর গুলি চালায় পুলিশ।

১৭।  পরিচালক মৃণাল সেনের অনবদ্য সৃষ্টি ‘চালচিত্র’ নির্মাণের কাহিনি এবার বড় পর্দায়। আসছে ‘চালচিত্র এখন’। পরিচালনায় মৃণাল সেনের মানসপুত্র অঞ্জন দত্ত। ১০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পাশাপাশি এই ছবি আসবে ওয়েব প্ল্যাটফর্মেও।

১৮। শুক্রবার মুক্তি পেল টলিউডের নতুন রোমান্টিক ছবি আলাপ। আবির-মিমি অভিনীত এই রোমান্টিক ছবির প্রিমিয়ারে বসে চাঁদের হাট। ছবির কলাকুশলীদের সঙ্গে দেখা মিলল টলিউড সেলেবদেরও। স্টারস্টাডেড প্রিমিয়ারে ছবির তারকাদের সঙ্গে আলাপ জমান সকলে।

১৯। প্লে অফের আশা প্রায় শেষ হলেও, রেকর্ড গড়ে যাচ্ছে পঞ্জাব। টি টোয়েন্টির ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার নজির গড়লো পাঞ্জাব ।  এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই নজির গড়েছিল ।  এবার পাঞ্জাব সেই নজির গড়ল ।

২০। ২৬১ রান করে kkr যখন মনে করছিল তারাই ম্যাচ জিতবে। ডাগ আউটে  থাকা বিপক্ষ টিমের শশাঙ্ক তখন রণকৌশল সাজাচ্ছিলেন। পাঞ্জাবের জয়ের নায়ক দুজন,  শশাঙ্ক ও বেয়ারস্টো । যদিও ইডেনের সব আলো কেড়ে নেন শশাঙ্ক সিং। যে ক্রিকেটারকে নিয়ে নিলামে হইচই হয়েছিল সেই ক্রিকেটারই পাঞ্জাবের জয়ের অন্যতম কারিগর।