ad
ad

Breaking News

News

এক নজরে দিনের সেরা

দিনের সেরা খবর

Best News Of The Day

Bangla Jago Desk : ১। বোলপুর ও বর্ধমানে জোড়া সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই আসনে দলীয় প্রার্থীর প্রচারে তৃণমূল সুপ্রিমো। অসিত মালের সমর্থনে বর্ধমানের আউসগ্রামে জনসভার পর কীর্তি আজাদের সমর্থনে গলসিতে সভা করেন তিনি।

২। বুধবার ভোটের প্রচার সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে রঘুনাথগঞ্জে প্রচার সারেন তিনি। মুর্শিদাবাদ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে জলঙ্গিতে রোড-শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

৩। দ্বিতীয় দফার শেষ দিনের প্রচার। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ আগামী শুক্রবার। দেশের ৮৮টি আসনে হবে ভোটগ্রহণ। বাংলার তিনটি আসন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে নির্বাচন। তিন আসনের প্রচার শেষ হয় বুধবার বিকেল ৫টায়।





৪। নির্বাচনের মধ্যে আবারও বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। বিজেপি পার্টি অফিসে মদের আসরের প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে বেধড়ক মারধর। অভিযোগ বিজেপি মন্ডল সভাপতির বিরুদ্ধে। আহত ব্যক্তি খড়গপুর মহাকুমা হাসপালে চিকিৎসাধীন।

৫। দুবরাজপুরের শাল নদীর ব্রিজে দুটি গাড়ির ধাক্কায় আহত প্রায় ৭জন। ব্রিজের মধ্যেখানে দুটি গাড়ির ধাক্কায় পিকআপ ভ্যানটি ছিটকে পড়ে নদীতে। দুবরাজপুর-খয়রাশোল রাস্তায় দুর্ঘটনার জেরে সেব কিছুক্ষন যান চলাচল ব্যাহত হয়। বালি বোঝাই ঘতক লরির চালক ও খালাসি পলাতক।

৬। বালি ব্রিজের উপর থেকে গঙ্গায় ঝাঁপ আত্মঘাতী যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ। ওই ব্যক্তি নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ।

৭। বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বুধবার সকালে ভাঙরের জাগুলগাছি এলাকায় ট্রাক ও একটি মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয় চারজন। ইট ভর্তি ট্রাকটি ঘটকপুকুর থেকে সোনারপুর যাওয়া পথে দুর্ঘটনা।

৮। ভস্মীভূত হয়ে যাওয়া মেলাবাগান বস্তিতে বাসিন্দাদের ফেরানোর বিষয়ে পরিকল্পনা শুরু করেছে স্থানীয় প্রশাসন। গত ১৩ এপ্রিল বিধ্বংসী আগুনে পুড়ে যায় দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মেলাবাগান বস্তির শতাধিক ঘর। আগুনে ঝলসে ও ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় একাধিক গবাদি পশুর।

৯। ডানকুনিতে ওষুধের গোডাউনে অগ্নিকাণ্ড। দমকলের ১০টি ইঞ্জিনের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। আগুনে ভষ্মীভূত লক্ষাধিক টাকার ওষুধ। হতাহতের কোনও খবর নেই। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান।

১০। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে তাপপ্রবাহ। দুই মেদিনীপুরে বৃহস্পতিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সতর্কতা। দুই জেলাতেই জারি করা হয়েছে লাল সতর্কতা।

১১। কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভাঙার অন্তত ছ’টি অভিযোগ জমা দেওয়ার পরে ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও পর্যন্ত এ নিয়ে কমিশন কোনও পদক্ষেপ করেনি। কংগ্রেস নেতৃত্বের প্রশ্ন, নরেন্দ্র মোদী কি সব অভিযোগের ঊর্ধ্বে? সামান্য শো কজ নোটিস পর্যন্ত কেন পাঠানো হল না প্রধানমন্ত্রীকে?

১২। দেশে ৩৭০টি আসন পেতে হলে রাজস্থানে এ বারও বিজেপির গত দু’টি লোকসভা ভোটের মতো পঁচিশে পঁচিশ চাই। কিন্তু রাজস্থানে ১৯ এপ্রিলে প্রথম দফার নির্বাচনে বিশেষ ভোট পড়েনি। তাই ২৬ এপ্রিল, দ্বিতীয় দফার আগে বিজেপি আরএসএস ক্যাডারদের চাঙ্গা করতে নরেন্দ্র মোদী রাজস্থানের মাটি থেকে মেরুকরণের কৌশল নিয়েছেন বলে কংগ্রেসের মত।

১৩। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করল বিজেপি। পদ্ম শিবিরের অভিযোগ, দেশের দারিদ্র বৃদ্ধি নিয়ে রাহুল মিথ্যা দাবি করেছেন। কমিশন যেন তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে। গেরুয়া শিবিরের আরও দাবি, রাহুল ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন। ভাষা ও অঞ্চলের ভিত্তিতে দেশে উত্তর দক্ষিণ বিভাজন করছেন তিনি।

১৪। মঙ্গলবারের পর ফের বুধবার। সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনসমক্ষে ক্ষমা চাইলেন যোগগুরু রামদেব। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় সম্প্রতি প্রবল অস্বস্তিতে পড়তে হয়েছে তাঁর সংস্থাকে। বার বার সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করেছে তাঁদের। তাই এবার নতুন করে তাঁদের সংস্থা পতঞ্জলির তরফে ক্ষমা চাইতে দেখা গেল রামদেব ও আচার্য বালকৃষ্ণকে।

১৫। শুক্রবার রয়েছে দ্বিতীয় দফার ভোট। ভোট চলাকালীন ভোটারদের বিশেষ ‘পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশের ইনদওর জেলা প্রশাসন। সকাল সকাল ভোট দিতে গেলেই ভোটারদের দেওয়া হবে আইসক্রিম। তা ও আবার বিনামূল্যে। খাবারের তালিকায় রয়েছে পোহা, জিলিপির পাশাপাশি চাউমিন, মাঞ্চুরিয়ানও।

১৬। কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার প্রাথমিক ছাড়পত্র মিলেছে ওরাল ক্যান্সার স্ক্রিনিং কিটের।দেশে প্রতি বছর অন্তত ৭৭ হাজার মানুয় ওরাল ক্যান্সারে আক্রান্ত হন। অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক অবস্থায় বোঝাই যায় না এই রোগের অস্তিত্ব। তবে এবার বাড়িতে বসে ১০ মিনিটেই জানা যাবে আপনি ক্যান্সারে আক্রান্ত কিনা।

১৭। সলমন খানের ‘গ্যালাক্সি’তে হামলার ঘটনায় একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। এর আগে তাপি নদী থেকে একটি বন্দুক উদ্ধারের খবর জানা গিয়েছিল। এবার খবর, ওই জায়গা থেকেই উদ্ধার হয়েছে দ্বিতীয় বন্দুক। মিলল তিন তিনটি ম্যাগাজিন।

১৮। পাপারাৎজি যেভাবে তাঁর ছবি তোলে, তাতে তিনি রেগে যান না। তাঁর খারাপও লাগে না। তিনি কোনওভাবেই বিরক্তবোধ করেন না। তাঁর শরীর সাজানোগোছানো বলেই পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ তাঁকে দেখলে ঝলসে ওঠে। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন নোরা ফতেহি।

১৯। গত মরশুমে অস্ট্রেলিয়ান ওপেন , ফরাসি ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেন এই  তিনটি প্রধান টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন নোভাক জোকোভিচ । সে কারণে  এবার ক্রীড়া বিশ্বের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়দের পুরস্কার ” লরিয়াস ”  পেলেন নোভাক জোকোভিচ । এবার পঞ্চম বারের মতো এই পুরস্কার উঠল তার হাতে ।

২০। তিনি বরাবরই ঠান্ডা মাথার মানুষ। সেই সুবাদেই ‘ক্যাপ্টেন কুল’ তকমা পেয়েছেন। দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে খুব কম সময়ই তাঁকে মেজাজ হারাতে দেখা গিয়েছে। কিন্তু মঙ্গলবার লখনউ ম্যাচে রেগে আগুন মহেন্দ্র সিং ধোনি। যে মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।