ad
ad

Breaking News

News

এক নজরে দিনের সেরা

দিনের সেরা খবর

Best News Of The Day

Bangla Jago Desk : ১। উত্তরবঙ্গের প্রচার শেষ করে দক্ষিণবঙ্গের লোকসভা আসনগুলিকে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি প্রথম সভাটি করেন বীরভূম লোকসভার অধীন হাসন বিধানসভা এলাকায়। তারাপীঠ মন্দিরের কাছে আয়োজিত সভাটি হবে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ শতাব্দী রায়ের সমর্থনে।

২। মঙ্গলবার হাসন বিধানসভা এলাকায় প্রচার সেরে পূর্ব বর্ধমানের ভাতারে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি প্রচার করেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের সমর্থনে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। বীরভূমে শতাব্দীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর।

৩। উত্তরবঙ্গে জোড়া প্রচারসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার হয়ে প্রথম জনসভাটি করেন অভিষেক। তার পর অভিষেক যান মালদহে। মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের হয়ে প্রচার করেন তিনি।





৪। গত কয়েকদিন ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজরদারি চালাচ্ছিল মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির শাগরেদ রাজারাম রেগে। এর পরই রাজ্যের ডিরেক্টর অফ সিকিওরিটি তড়িঘড়ি বৈঠক করেন।

৫। জঙ্গিদের টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়! এই খবর সামনে আসতেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলে খবর। লালবাজার সূত্রে খবর, দুজনের বাড়ি ও অফিসে আরও কড়াকড়ি করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।

৬। নির্বাচনের দ্বিতীয় দফার আগে ফের তৃণমূলে যোগদান বিরোধীদের। বিজেপি ও সিপিএম দোলের বহু কর্মী যোগদান করলেন তৃণমূলে। মথুরাপুর, রায়দিঘী, ঘোড়াদল, নামখানা সহ একাধিক জায়গা থেকে যোগদান। তৃণমূলে যোগ দেওয়ার পর তারা জানান বিজেপি কুৎসা অপপ্রচার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে কাজ করবেন তারা।

৭। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন। নির্বাচন হবে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে। প্রথম দফার মত দ্বিতীয় দফাতেও থাকছে  বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ। তিনটি লোকসভা কেন্দ্রে মোট কেন্দ্রীয় বাহিনী থাকছে ২৭২ কোম্পানি।

৮। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সংযোগকারী সুড়ঙ্গের নির্মাণকাজ অবশেষে শুরু। দীর্ঘ সময় অপেক্ষার পরে অবশেষে চাঁদনি চক এলাকায় হিন্দ সিনেমার কাছে এমনই একটি সংযোগকারী পথ বা ক্রস প্যাসেজ নির্মাণের কাজে সোমবার থেকে শুরু করে দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

৯। নিজেকে গুলি করে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাকদহ থানার জঙ্গল গ্রামে। পুলিশের প্রাথমিক অনুমান ঋণগ্রস্ত হওয়ায় আত্মঘাতী হয়েছেন ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।

১০। শ্যুটআউটের ঘটনা খড়গপুর শহরে। ব্যবসায়ীকে লক্ষ করে পরপর গুলি। দুই দুষ্কৃতী বাইকে এসে গুলি চালাই বলে অভিযোগ। চারটি গুলি পায়ে লেগে গুরুতর আহত ওই ব্যবসায়ী। আহত ব্যবসায়ী মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কে বা কারা গুলি চালিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

১১। কংগ্রেসের ইস্তাহারের সঙ্গে তিনি মুসলিম লিগের ইস্তাহারের মিল পাচ্ছেন। মোদীর দাবি, কংগ্রেসের ইস্তাহারে দেশের পরিস্থিতি সম্পর্কে ‘বান্ডিল বান্ডিল মিথ্যা কথা’ বলা হয়েছে। মোদীর মন্তব্য নিয়ে তোলপাড় রাজনীতি। রাজস্থানের বাঁশওয়ারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যকে এক বাক্যে ঘৃণাভাষণ আখ্যা দিয়ে তার নিন্দায় সরব হয়েছেন বিরোধী সব নেতা।

১২। তাপপ্রবাহের জন্য ভোট কম। পাঁচ বছর আগে লোকসভার প্রথম পর্বে ভোট পড়েছিল প্রায় ৭০ শতাংশ। এ বারের প্রথম দফায় ভোট গতবারের তুলনায় কম পড়েছে। শতকরার বিচারে প্রায় চার শতাংশ। ভোটদানের হার কম হওয়ায় বিজেপি যেমন চিন্তিত তেমনি উদ্বিগ্ন নির্বাচন কমিশনও।

১৩। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘অনুরোধ’ অগ্রাহ্য করে কর্নাটকের শিমোগা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছিলেন তিনি। সেই ‘অপরাধে’ সে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পাকে দল থেকে বহিষ্কার করা হল। বিজেপির তরফে প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

১৪। তাঁকে দেখে ‘ভক্তিতে আপ্লুত’ ভোটদাতারা, কেউ পা ছুঁয়ে প্রণাম করছেন, কেউ আবার আরতি করছেন— আজ এমনটাই জানিয়েছেন মিরাটের বিজেপি প্রার্থী তথা রামানন্দ সাগরের ‘রামায়ণ’ টিভি সিরিয়ালের রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল।

১৫। সুগারের মাত্রা ৩০০ পার। দীর্ঘ টালবাহানা শেষে তিহাড়ে প্রথম ইনসুলিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আদালতের নির্দেশে মেডিক্যাল বোর্ড গঠনের পর প্রথমবার ইনসুলিন পেলেন কেজরিওয়াল।

১৬। নির্বাচনী প্রচারে বেরিয়ে এবার বিশেষ ‘মুডে’ ধরা দিলেন প্রবীণ কংগ্রেস সাংসদ শশী থারুর। সোমবার নির্বাচনী প্রচারে বেরিয়ে সমর্থকদের সঙ্গে গানের তালে কোমর দুলিয়ে নাচতে দেখা গেল কংগ্রেস নেতাকে। শশীর নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ‘মোদির ভয়ে নাচ করছেন শশী’, কটাক্ষ নেটিজেনের।

১৭। ৮ ম্যাচ খেলে মাত্র ৩ টি তে জয়লাভ করেছে দিল্লি। এদিকে নতুন সমস্যা এসে হাজির হয়েছে দিল্লি ক্যাপিটালসে। সমস্যায় পড়লেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মিচেল মার্শ। চোট রয়েছে তার। সেকারণে এবার অস্ট্রেলিয়ায় ফিরলেন এই অলরাউন্ডার। এদিকে দিল্লির প্রধান কোচ পন্টিং বলেছেন তিনি আর ফিরবেন না দেশে।

১৮। ভারতীয় ফুটবলের ২০২৩-২৪ মরশুম প্রায় শেষের পথে। (ISL) প্লে অফ এখনও বাকি থাকলেও আই লিগের বিভিন্ন পর্যায়ের ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আর এরই মাঝে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানালেন, আই লিগ ৩ ভারতীয় ফুটবলের উন্নতিতে যুগান্তকারী পদক্ষেপ রাখতে চলেছে।

১৯। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অমিতাভ বচ্চনের ‘কল্কি’ টিজার। চব্বিশ ঘণ্টার মধ্যেই ইউটিউবের ট্রেন্ডিং লিস্টের সেরা জায়গাটি দখল করে নিয়েছে। এর মধ্যেই শুরু হয়েছে তুমুল তর্ক। ‘Kalki 2898 AD’র অশ্বথামা স্পেশাল টিজারে অভিষেক বচ্চন কি আছে? উঠছে এই প্রশ্ন।

২০। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২- দ্য রুল’ ছবির টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকারা। টিজার দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। শুধু হিন্দি তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ভাষাতেই নয়, পুষ্পা ২ মুক্তি পাবে বাংলা ভাষাতেও।