ad
ad

Breaking News

Durga Puja 2024

কালনাগিনী নদীবক্ষে মহিলাদের অভিনব তর্পনে উপচে পড়া ভীড়

ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রনব মন্দিরের পরিচালনায় প্রতি বছর মহালয়ার দিনে অনুষ্ঠিত হয় মহিলাদের পরিচালনায় এই তর্পণ।

The Kalnagini river is overflowing with women's fancy tarpans

নিজস্ব চিত্র

Bangla Jago Desk : দক্ষিণ ২৪ পরগনা : মহিলাদের দ্বারা তর্পন অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগনা জেলার কালনাগিনী নদীবক্ষে। মহিলাদের অভিনব তর্পনে উপচে পড়া ভীড় ছিল। ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রনব মন্দিরের পরিচালনায় প্রতি বছর মহালয়ার দিনে অনুষ্ঠিত হয় মহিলাদের পরিচালনায় এই তর্পণ। দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাটের কালনাগিনী নদীবক্ষে কুমারপুর গুন্ডাকাটা খেয়াঘাটে এই তর্পনের আয়োজন করা হয়েছিল।

[ আরও পড়ুন : সুন্দরবনে চলছে ১টাকার পাঠশালা, স্বপ্ন বুনছে রাম-রহিম-সীতারা  ]

এবছরও ভোর থেকেই এই অভিনব তর্পনে আশে পাশে গ্রামের মায়েরা অংশগ্রহণ করেন। স্বামী প্রনবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের পরিকল্পনায় মায়েরা সমূহ রীতি নীতি মেনে তাদের পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনার সাথে সমাজের শান্তি কামনা করেন তর্পনের মাধ্যমে । তর্পনের আগে তারা ওই গ্রামের প্রাচীন ঐতিহ্যবাহী গুন্ডাকাটার শিবকুন্ড প্রদক্ষিণ করেন। এই অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় প্রাক্তন শিক্ষক অজয় কুমার প্রধান স্বামী প্রনবানন্দজী মহারাজের ১২৯তম শুভাবির্ভাব বর্ষ উপলক্ষে ১২৯জন মায়েদের হাতে আলতা, সিঁদুর তুলে দেন। তর্পন শেষে সবার জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয় সঙ্ঘের পক্ষ থেকে।

[ আরও পড়ুন : তামিলনাড়ুতে ট্রেনে অগ্নিকাণ্ড, আতঙ্কে লাফ যাত্রীদের ]

মহালয়ার সকাল থেকেই রাজ্যের সর্বত্রই তর্পণ অনুষ্ঠিত হয়। কলকাতার বাবুঘাটে যেমন ভিড় দেখা যায় তেমনি উত্তরবঙ্গের বিভিন্ন ঘাটেও। দক্ষিণ ২৪ পরগনা জেলার এই কালনাগিনী নদীতে এ ধরনের তর্পণ অভিনব। বিশেষ করে মহিলারা থাকেন নেতৃত্বে। প্রতিবছর এই রেওয়াজ চলে আসছে। আর বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ ভোরবেলা পৌঁছে যান নদীর ঘাটে। একদিকে যেমন নিষ্ঠা ভরেএই তর্পন অনুষ্ঠান হয় অন্যদিকে সাধারণ মানুষের সহযোগিতার জন্য নানান ব্যবস্থা থাকে। সেই সঙ্গে থাকে নিয়ম নিষ্ঠা। কয়েকদিন আগে থেকেই সামগ্রিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। সেই ব্যবস্থাপনা অনুযায়ী মহালয়ার সকাল থেকে কালনাগিনী নদীর ধারে এসে পৌঁছান আয়োজকরা। পিতৃপুরুষের উদ্দেশ্যে যারা তর্পনে অংশগ্রহণ করেন তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।