ad
ad

Breaking News

রাশিফল

লক্ষ্মী বারে কী রয়েছে ভাগ্যে? জেনে নিন আজকের রাশিফল

Bengla Jago Desk: আজকের রাশিফল বৃহস্পতিবার ২৬ অক্টোবর চন্দ্র আজ বৃহস্পতির রাশি মীনে সঞ্চার করবে। বৃহস্পতিবার বৃহস্পতির রাশিতে চাঁদ বিচরণ করবে। আবার এ দিন গুরু প্রদোষ ব্রতর শুভ সংযোগ থাকবে। এর পাশাপাশি আজ তৈরি হচ্ছে ধ্রুব যোগ। এ ছাড়াও পূর্বাভাদ্রপদ নক্ষত্রের সংযোগ থাকবে। গ্রহ-নক্ষত্রের এমন সংযোগের কারণে আজকের দিনের মাহাত্ম্য বৃদ্ধি পেয়েছে। লক্ষ্মীবারের দিনটি কোন […]

Bengla Jago Desk: আজকের রাশিফল বৃহস্পতিবার ২৬ অক্টোবর চন্দ্র আজ বৃহস্পতির রাশি মীনে সঞ্চার করবে। বৃহস্পতিবার বৃহস্পতির রাশিতে চাঁদ বিচরণ করবে। আবার এ দিন গুরু প্রদোষ ব্রতর শুভ সংযোগ থাকবে। এর পাশাপাশি আজ তৈরি হচ্ছে ধ্রুব যোগ। এ ছাড়াও পূর্বাভাদ্রপদ নক্ষত্রের সংযোগ থাকবে। গ্রহ-নক্ষত্রের এমন সংযোগের কারণে আজকের দিনের মাহাত্ম্য বৃদ্ধি পেয়েছে। লক্ষ্মীবারের দিনটি কোন রাশির জন্য শুভ কাদের জীবনে সমস্যা সৃষ্টি করবে, তা এখানে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মেষ রাশি

দীর্ঘদিন ধরে কোনও কাজের জন্য চেষ্টা করে থাকলে চলতি সপ্তাহে সাফল্য আসতে পারে। দলগতভাবে কাজ করলে তাতে সাফল্য পাবেন। কোনও কাজে সাফল্য পাওয়ার জন্য সামান্য সমঝোতা করতে পারেন। আপনার সন্তান এবং পরিজনদের সময় দিন। ধৈর্যশক্তি বৃদ্ধির চেষ্টা করুন।

বৃষ রাশি

জাতকদের আধ্যাত্মিক উন্নতি হবে।নিজের কাজ ছেড়ে অন্যের সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন। তবে অধিক সহানুভূতিপারিবারিক কলহের কারণ হয়ে দাঁড়াতে পারে।চাকরিজীবীরা তাড়াহুড়োয় ভুল কাজ করে ফেলবেন।অধিক পরিশ্রমের ফলে আর্থিক লাভ অর্জন করতে পারবেন।বাড়ির পরিবেশ শান্ত থাকবে। তবে সামঞ্জস্যের অভাবের কারণে মনোমালিন্য় হতে পারে।৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। মা-বাবার আশীর্বাদ গ্রহণ করুন।

মিথুন রাশি

সবচেয়ে বেশি বিশ্বস্ত কারও থেকে আঘাত পেতে পারেন। সে আপনার বিশ্বাসভঙ্গ করতে পারে। তবে এই সপ্তাহে জাতক-জাতিকারা জীবনসঙ্গীর খোঁজ পেতে পারেন। আপনার বিশ্রাম প্রয়োজন। তাই অসুস্থতার এড়াতে আগেভাগেই কাজ থেকে বিরতি নিন।

কর্কট রাশি

জাতকদের দুপুর পর্যন্ত লাভ হবে। এর পর পারিবারিক বা ব্যবসায়িক সমস্যা বাড়বে।দুপুরের আগে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করুন। তার পর সাফল্য লাভ না-ও করতে পারেন।ছোটখাটো গাফিলতির কারণে বড়সড় সমস্যা হতে পারে।ব্যবসায়ীরা প্রত্যাশা মতো আর্থিক লাভ করতে পারবেন না। এর ফলে ভবিষ্যৎ প্রকল্প প্রভাবিত হবে।দুপুর পর্যন্ত ছোটখাটো কথা কাটাকাটি হবে, তার পর ভুল বোঝাবুঝির কারণে কলহ বাড়বে।আজ ৬২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অসহায়দের চাল দান করুন।

সিংহ রাশি

সপ্তাহের শুরুতে আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ব‌্যবসায়ীদের জন‌্য সময়টি শুভ। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে ও আয়ও বাড়বে। যে কাজটি করতে চান তা মন প্রাণ দিয়ে করুন। এই রাশির জাতকরা প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। ভ্রমণের যোগ রয়েছে। খাওয়াদাওয়ার ক্ষেত্রে অনিয়ম করবেন না।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের দিন ঠিকঠাক কাটবে।পারিবারিক জটিলতার কারণে কর্মক্ষেত্রেও চিন্তিত থাকবেন।মানসিক অস্থিরতার কারণে খোলাখুলি কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না।অর্থ আগমন খুবই নগণ্য। বাধ্য হয়ে ঋণ নেওয়ার কথা চিন্তা করতে পারেন। তবে ঋণ না-নেওয়াই ভালো। আগামিকাল আপনার পরিস্থিতি উন্নত হবে।কারও সামনে নিজের বুদ্ধিমত্তার প্রদর্শন করবেন না।ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। তুলসীকে নিয়মিত জল নিবেদন করুন ও প্রদীপ জ্বালান।

তুলা রাশি

এই রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে কর্মফল ভোগ করতে হবে। তা হতে পারে ভাল আবার মন্দও। অর্থ সমস্যা দেখা দিতে পারে। তবে তা সাময়িক। অর্থ সংকট কাটার পর সঞ্চয়ে মন দিন। এই সময়ে শারীরিক সমস্যাও দেখা দিতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকরা আজ আর্থিক দিক দিয়ে লাভান্বিত হবেন।অসুস্থতার কারণে গাফিলতি করবেন, যার ফলে উচিত লাভ থেকে বঞ্চিত থেকে যাবেন।পরোপকারের স্বভাব থাকলেও মনের মধ্যে স্বার্থ কাজ করবে। স্বার্থপূর্ণ কাজ আপনি বারণ করতে পারবেন না আবার অপ্রয়োজনীয় কাজে আপনার কোনও রুচি থাকবে না।কাজ ও ব্যবসায়ে লাভের সুযোগ পাবেন, তবে স্বল্প লাভেই সন্তুষ্ট থাকতে হবে।আজ ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গুরুজন ও বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন।

ধনু রাশি

অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। জীবনের ছোটখাট সমস্যাকে মিথ্যে প্রমাণ করে শান্তির পথ বেছে নিন। আপনার সৃজনশীলতা বৃদ্ধি পেতে পারে। আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে। এই সময়ে আপনার দীর্ঘদিনের কোনও স্বপ্নপূরণ হতে পারে।

মকর রাশি

পরিবার এবং চাকরির সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করুন। যতই ব্যস্ততা থাকুক না কেন, পরিজনদের সময় দিন। উপার্জনের অন্য রাস্তা বেছে নিতে পারেন। প্রিয়জনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। এলার্জি অথবা হাড়ের ব্যথায় ভুগতে পারেন। তাই সাবধানে থাকুন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের পরিস্থিতি হতাশাজনক।দিনের শুরু থেকেই লোকসানের আশঙ্কায় কাজ করতে ভয় পাবেন।আজ কোনও বড়সড় সিদ্ধান্ত নেবেন না। তাড়াহুড়োয় লোকসান হতে পারে।আপনার বাণী ও ব্যবহার যাতে কাউকে কষ্ট দিতে না-পারে, তা নিশ্চিত করুন।ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সরস্বতীর পুজো করুন।

মীন রাশি

সাফল্য আপনার হাতে মুঠোয়। আপনার সুসময় দোরগোড়ায়। আপনার ভাবনাচিন্তার আরও প্রসার হোক। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। সেখানেও সাফল্য পাবেন। দলগত যেকোনও কাজের ক্ষেত্রে আপনিই সেরা। প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের বিবাহযোগ রয়েছে।

Free Access