Bangla jago Desk: আজকের রাশিফল। চন্দ্র আজ ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে। এর পাশাপাশি সূর্য ও বুধের যুতির ফলে বুধাদিত্য যোগ তৈরি হবে। চতুর্গ্রহী যোগের প্রভাব থাকবে। আবার আজ অষ্টমী তিথিতে ত্রিপুষ্কর যোগ ও পূর্বাষাঢ় নক্ষত্রের প্রভাব থাকবে। এর পাশাপাশি অমৃত কাল, সুকর্মা যোগ ও ধৃতিমান যোগের প্রভাব থাকবে আজ। অষ্টমী তিথির এই শুভ যোগ কোন রাশির জন্য কেমন, তা জেনে নেওয়া যাক।
মেষ রাশি
কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কোনও আত্মীয়ের সহায়তায় পারিবারিক সমস্যার সমাধান। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না। তবে খেলাধুলায় সাফল্য আসবে। এই সময় লটারি বা শেয়ারে কোনও বিনিয়োগ না করাই শ্রেয়। অনের কথায় প্রভাবিত হয়ে কারওর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। সপ্তাহের অন্তভাগে স্ত্রীর কোনও ভাল কাজের খবর আসতে পারে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকরা উৎসাহ ও একাগ্রতার সঙ্গে সমস্ত কাজ করবেন। এতে সফল হবেন। যা আপনাকে ক্রমশ উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।ব্যবসায়ীরা চুক্তি চূড়ান্ত করার সময় কারও ওপর বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে আপনারই লোকসান হবে।ব্যবসায় নতুন পরিকল্পনা শুরু করার জন্য সময় ভালো।কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা আজ ফিরে পাবেন। এর ফলে আপনাদের পরিস্থিতি মজবুত হবে।৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।
মিথুন রাশি
কর্মক্ষেত্রে পরিশ্রম করলেও উন্নতি সেই অনুপাতে হবে না। ব্যবসায় ঋণবৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। এই সময় পরিবারের সঙ্গে সম্পত্তিজনিত সমস্যার সমাধান সম্ভব। বাবা-মার মধ্যে কারও একজনের শারীরিক অসুস্থতার জন্য অর্থব্যয়ের সম্ভাবনা লক্ষ্য করা যায়। ভোগবিলাসিতায় অতিরিক্ত খরচের জন্য অর্থের টান আসতে পারে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকরা অংশীদারীর ব্যবসায় জড়িত থাকলে পরস্পরের মধ্যে কিছু মতভেদ হতে পারে। এ সময়ে বাণী মাধুর্য বজায় রাখুন।সরকারি কাজ পুরো হওয়ায় আপনার মনোবল বাড়বে।ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগত বাধা দূর করার জন্য বাবার পরামর্শ নিতে পারেন।আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গোরুরে গুড় খাওয়ান।
সিংহ রাশি
কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথামতো কাজ করার চেষ্টা করুন। এই সময় তর্ক-বিতর্কে না যাওয়াই শ্রেয়। জাতকের সন্তানভাব শুভ। স্ত্রীর স্বাস্থ্য এই সময় খুব একটা ভাল যাবে না। চিকিৎসা বিভ্রাটের জন্য বাড়তি অর্থ খরচ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভাল রাখার চেষ্টা করুন। ছোট সন্তানের পরীক্ষার ফল খারাপ হওয়ার জন্য অতিরিক্ত বকাঝকা করবেন না। নতুন গৃহনির্মাণের জন্য ঋণের ব্যবস্থা হয়ে যাবে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা কোনও বন্ধুকে টাকা ধার দিয়ে থাকলে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে।\অন্য কিছুতে মনোনিবেশ করার পরিবর্তে নিজের কাজে মন দিন।সন্ধ্যাবেলা কিছু সৃজনশীল জিনিসে অর্থ ব্যয় করবেন।বিবাহযোগ্য জাতকরা বিয়ের প্রস্তাব পাবেন।ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বজরংবাণ পাঠ করুন।
তুলা রাশি
কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এইসময় চাকির পরিবর্তনের চেষ্টা করবেন না। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময় শেষ হওয়ার সম্ভাবনা। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। পরিবারে ছোটখাট কারণে মাথা গরম করবেন না। যানবাহনে ওঠানামার সময় সতর্ক থাকুন। এই সময় দুর্ঘটনার যোগ লক্ষ্য করা যায়। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকরা নিজের কাজে এগিয়ে এসে অংশগ্রহণ করবেন।প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় লাভান্বিত হবেন।জীবনসঙ্গীর সঙ্গে আর্থিক কারণে বিবাদ হতে পারে।পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় স্থানে ভ্রমণ করার পরিকল্পনা আপাতত বাতিল করুন।আজ ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। হলুদ কাপড়ে ছোলা, গুড় বেঁধে বিষ্ণু মন্দিরে দান করুন।
ধনু রাশি
প্রলোভন বা প্ররোচনায় পা দিয়ে অর্থ নষ্ট করবেন না। সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতিস্বরূপ নামী সংস্থায় কাজের সুযোগ আসবে। বন্ধুর উপকার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এদিক থেকে সাবধানে থাকুন। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল। খেলোয়াড় জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সময়টি শুভ।
মকর রাশি
সংসারে বেহিসাবি খরচের ফলে পরিবারে অশান্তি। সন্তানের ভবিষ্যতের জন্য এখন থেকে সঞ্চয়ে মন দিন। স্ত্রীর প্রচেষ্টায় ব্যবসায় উন্নতি। কর্মক্ষেত্রে পেশাগত কিছু সমস্যা থাকবে তবে তাই নিয়ে অতিরিক্ত চিন্তা করার কারণ নেই। বন্ধুর সঙ্গে পাওনা টাকা আদায় নিয়ে মনোমালিন্য। পশুপালন ও মৎস্যপালনে অতিরিক্ত মুনাফা হাতে আসবে। নিজেদের ব্যক্তিগত জীবনে অন্যদের হস্তক্ষেপ মেনে নেবেন না
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন।যে কাজ করবেন, তাতেই সফল হবেন। তাই প্রিয় কাজ আগে করুন।কারও সঙ্গে তর্ক হলে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন।আত্মীয়ের কাছ থেকে ফোনে কোনও সংবাদ পেতে পারেন।ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।
মীন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের বহুমুখী আয়ের সম্ভাবনা। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। সন্তানের স্বাস্থ্য এই সময় খুব একটা ভাল যাবে না। নতুন গৃহনির্মাণের যোগ। সপ্তাহের মধ্যভাগে পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। নববিবাহিতদের দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। গাড়ি চালানোর সময় অতিরিক্ত সাবধান হওয়া দরকার।
Free Access