ad
ad

Breaking News

রাশিফল

মাসের প্রথম সপ্তাহ কেমন যাবে? ভাগ্যের চাকা ঘুরবে কোন রাশির? দেখে নিন আজকের রাশিফল

Bengla Jago Desk: গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। মেষ রাশি.মেষ রাশির জাতকরা অফিসে একের পর এক কাজের দায়িত্ব পাবেন। এর ফলে ব্যস্ততা ও দৌড়ঝাপ বাড়বে।জীবনসঙ্গীকে সময় […]

Bengla Jago Desk: গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল।

মেষ রাশি.মেষ রাশির জাতকরা অফিসে একের পর এক কাজের দায়িত্ব পাবেন। এর ফলে ব্যস্ততা ও দৌড়ঝাপ বাড়বে।জীবনসঙ্গীকে সময় দিতে পারবেন না বলে তিনি রেগে যাবেন।সন্তানের দায়িত্ব পূরণে সফল হবেন।আর্থিক পরিস্থিতি মজবুত করার কোনও পরিকল্পনা থাকলে তা সম্পন্ন হবে।ভাগ্য ৮৪ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সাদা রেশ্মী বস্ত্র দান করুন।

বৃষ রাশি.চাকরিজীবী জাতকদের পদোন্নতি হবে।পরিবারের সদস্যরা আপনাকে সারপ্রাইজ দিতে পারেন।সন্তানের তরফে সুসংবাদ পাবেন।বাবার স্বাস্থ্যের যত্ন নিন।৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শনির দর্শন ও তেল নিবেদন করুন।

মিথুন রাশি.লভ লাইফ খুব ভাল কাটবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। অফিসে কোনও গুরুত্বপূর্ণ মিটিং-এর জন্য হঠাৎ ডাক আসতে পারে। আপনাকে আগে থেকেই এর জন্য প্রস্তুত থাকতে হবে।

কর্কট রাশি.সপ্তাহটি উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। এই সময় কোনও অবস্থাতেই মাথা গরম করবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করলেও খুব একটা ফলপ্রসূ হবে না। ব‌্যবসায়ীরা ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। অত‌্যধিক ঋণের বোঝা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। স্ত্রী সঙ্গে বনিবনা না হলেও সন্তানের কথা ভেবে মানিয়ে চলার চেষ্টা করুন। ৩০ ঊর্ধ্ব জাতক-জাতিকাদের হৃদরোগ ও উচ্চরক্তচাপজনিত সমস‌্যা দেখা দিতে পারে।

সিংহ রাশি.সপ্তাহের শুরুতে পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন‌্য হতে পারে। ব‌্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস‌্যার সম্মুখীন হতে পারেন। কাজের সূত্রে আপনার বিদেশে ভ্রমণের সুযোগ আসবে। আপনার ব‌্যবহারে পারিবারিক সমস‌্যার সমাধান সম্ভব। উচ্চশিক্ষায় সন্তানের সাফল্যের জন‌্য আপনার মুখ উজ্জ্বল হবে ও সুনাম বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজে উন্নতির জন‌্য ভালো কাজের বরাত মিলতে পারে।

কন্যা রাশি.কন্যা রাশির জাতকরা উৎসাহের সঙ্গে সমস্ত কাজ করবেন ও এতে সফল হবেন।আজ কাজ সম্পন্ন করার চেষ্টা করুন।সম্পত্তি বিবাদ চললে তাতে হতাশ হবেন।ব্যবসায় নতুন চুক্তি চূড়ান্ত হওয়ায় লাভ হবে।ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। কৃষ্ণ পুজো করুন

তুলা রাশি.গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই রাশির জাতক-জাতিকাদের জন‌্য সপ্তাহটি সুখদায়ক হবে। অর্থের প্রাচুর্য থাকার জন‌্য বহুদিনের কোনও মনোবাসনা এই সময় পূরণ হওয়ার সম্ভাবনা। বয়স্কদের চলাফেরায় সাবধানতা প্রয়োজন। এই সময় তাদের দুর্ঘটনার যোগ লক্ষ‌ করা যায়। বন্ধুর সহায়তায় ব‌্যবসায় অভূতপূর্ব উন্নতি ঠিকাদারি ব‌্যবসায় ভালো কাজের বরাত আসতে পারে।

বৃশ্চিক রাশি. জাতকদের সামাজিক কাজে রুচি বাড়বে। অর্থ ব্যয় সম্ভব। তবে জনপ্রিয়তা বাড়বে।সামাজিক কাজে অংশগ্রহণ করবেন। জনসমর্থন বাড়বে।পরিবারকে সময় না-দেওয়ায় সন্তান রেগে যেতে পারে।সন্ধ্যা নাগাদ প্রতিবেশীর সঙ্গে বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। পার্বতীর পুজো করুন।

ধনু রাশি.আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। আজ ব্যয় বাড়বে। চাকুরিজীবীরা অফিসে কোনও ভাল খবর পেতে পারেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

মকর রাশি.মকর রাশির জাতকরা নিজের সমাজসেবা মূলক কাজের জন্য সাফল্য লাভ করবেন।আর্থিক পরিস্থিতি মজবুত করতে পারবেন।সন্তানের দায়িত্ব পূরণের ফলে মন আনন্দিত থাকবে।বন্ধুর কাছ থেকে উপহার পাবেন।সন্ধ্যা নাগাদ গুরুত্বপূর্ণ তথ্য লাভ করবেন।ভাগ্য আজ ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। ব্রাহ্মণদের দান করুন।

কুম্ভ রাশি.জাতকদের পরিবারে কোনও সমস্যা চললে তা পুনরায় উৎপন্ন হতে পারে। এর ফলে অবসাদগ্রস্ত হবেন।সন্ধ্যা নাগাদ সমস্যার সমাধান খুঁজে পাবেন।জীবনসঙ্গীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন।ছাত্রছাত্রীরা শিক্ষায় আগত সমস্যার সমাধান খুঁজে পাবেন।ভাগ্য ৭৫ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। দরিদ্রদের খাবার খাওয়ান।

মীন রাশি.কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। তবে এই নিয়ে বিচলিত হবেন না। বেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকাদের কর্ম পরিবর্তনের সুযোগ আসবে। পিতা-মাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও বিশেষ কিছু করতে পারবে না। পারিবারিক ছোটখাটো বিরোধকে গুরুত্ব না দেওয়াই ভালো। সন্তানের বিবাহ বিষয়ে অগ্রসর হতে পারেন।

Free Access