Bangla Jago TV Desk : আজ, শনিবার, ১১ নভেম্বর, আজকে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।
১। মেষ রাশি
শরীর নিয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করুন। সংসারের ক্ষেত্রে সংযত থাকুন। কর্মস্থানের সহকর্মীদের সাহায্য পাবেন। ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে। উপার্জনের ভাগ্য আজকে ভালো তবে ব্যয় থাকবে। কথা খানিকটা বুঝে বলুন
২। বৃষ রাশি
শারীরিক একটা দুর্বলতা থাকবে। নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ পাবেন। কাজের জায়গায় কোনরকম চালাকি না করাই ভালো। কর্মস্থানে বিবাদ থেকে সাবধান। অর্থ চিন্তা থাকবে। পেশাগত ক্ষেত্রেও চিন্তা বাড়বে।
৩। মিথুন রাশি
শরীর ভালো থাকবে তবে ত্বকের ক্ষেত্রে খানিকটা সমস্যা হতে পারে। কোমরের নিচেও খানিকটা যন্ত্রণা হতে পারে। উচ্চপদস্থ কোন ব্যক্তির অনুগত থাকলে আপনারই লাভ হবে। কাজের চাপে সংসারের সময় দিতে পারবেন না। অর্থ কষ্ট থাকছে। চাকরি ক্ষেত্রে মোটামুটি তবে ব্যবসায় খুব ভালো কিছু হতে পারে।
৪। কর্কট রাশি
স্বাস্থ্য মোটামুটি থাকবে তবে রক্তচাপ বাড়বে। প্রতিযোগিতামূলক কাজে, জয় লাভ করবেন। কুচক্র এড়িয়ে চলুন। কর্মের সফলতা রয়েছে। যেকোনো সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর চেষ্টা করুন। ব্যবসায়ী উন্নতি।
৫। সিংহ রাশি
শরীর ভালো থাকবে। রাস্তাঘাটের সাবধানে চলাফেরা করুন। উচ্চশিক্ষার জন্য দিনটি শুভ। কর্মের জন্যও দিনটি শুভ। যদিও আর্থিক ভাগ্যে ব্যয় বেশি হবে। আর্থিক ঠিকঠাক নিয়ে দুশ্চিন্তা থাকবে। জীবিকার জন্য বিশেষ চিন্তা করতে হবে না।
৬। কন্যা রাশি
স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন। কোন ভালো সুযোগ আসতে পারে। হতাশা এড়িয়ে চলুন। মানুষের সেবায় শান্তি লাভ করবেন। ব্যবসার জন্য। ইচ্ছে পূরণ হওয়ার দিন। পিতার শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।
৭। তুলা রাশি
শরীর ভালো থাকছে। ধর্মীয় স্থান আপনাকে শান্তি দেবে। উচিত পরিশ্রমের উচিত ফল পাবেন। ব্যবসা ভালো যাবে। পরিবারের অশান্তি মিটে যাবে। বাড়তি খরচ হতে পারে। সঞ্চয় কমতে পারে। সম্পর্কের ক্ষেত্রে দিনটি আনন্দের। কাজের জায়গায় আনন্দে দিন কাটবে।
৮। বৃশ্চিক রাশি
শরীর সতেজ থাকবে। ভালো কথা বলতে পারায় সুনাম বাড়বে। প্রেমের ক্ষেত্রে সচেতন থাকুন। প্রতারিত হওয়ার যোগ রয়েছে। গুরুজনের পরামর্শ মত চলার চেষ্টা করুন। কর্ম জগতে জনপ্রিয়তা বাড়বে। সারাদিনের পরিশ্রম হবে। সামাজিক সম্মান ও বৃদ্ধি পাবে।
৯। ধনু রাশি
শরীরে দুর্বলতা থাকছে। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসবে। নতুন কাজের সন্ধান পেতে পারেন। কর্মস্থানের সম্মান বাড়বে। অতিরিক্ত ক্রোধ এড়িয়ে চলুন। পেশাগত ক্ষেত্রে চাপ বাড়বে।
১০। মকর রাশি
সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে শুভ দিন। যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। উপার্জনের ভাগ্য ভালো। আর্থিক উন্নতি বজায় থাকবে। নতুন কোন ব্যবসার চিন্তা করতে পারেন। পেশাগত ক্ষেত্রে দিনটি আনন্দে কাটবে।
১১। কুম্ভ রাশি
শরীরের দুর্বলতা ধীরে ধীরে খানিকটা কাটবে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সমস্যা হবে। উচ্চশিক্ষার জন্য সময়টা ভালো। আয়ের থেকে ব্যয় বেশি হবে। উপার্জনের ক্ষেত্রে পাওনা আটকে থাকবে। ধীরে ধীরে উপার্জন বাড়বে, তবে সেটা এখন নয়। নতুন কাজের ক্ষেত্রে সুযোগ আছে।
১২। মীন রাশি
শরীর নিয়ে চিন্তা থাকবে। ব্যবসার ক্ষেত্রে জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। মা বাবার সাথে বিবাদ ভাবতে পারে। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ। ঋণ পরিশোধ নিয়ে ব্যাঘাত ঘটবে। আর্থিক সমস্যা পিছু ছাড়ছে না। পরিবারের ক্ষেত্রে মনোমালিন্য হতে পারে। পেশাগত ক্ষেত্রে অশান্তি বাড়বে।
FREE ACCESS