ad
ad

Breaking News

আজকের রাশিফল

শুক্রবার,২৭ অক্টোবর আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? কেমন যাবে আজকের দিন? দেখে নিন আজকের রাশিফল 

Bengla Jago Desk: আ্জ, শুক্রবার,২৭ অক্টোবর আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে। মেষ রাশি […]

Bengla Jago Desk: আ্জ, শুক্রবার,২৭ অক্টোবর আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

মেষ রাশি

চাকরি অপেক্ষা ব‌্যবসায় অর্থলাভ বেশি হবে। জাতকের পুত্রের কর্মক্ষেত্রে কৃতিত্বের জন‌্য আপনার মুখ উজ্জ্বল হবে। আপনার বহু বন্ধু থাকলেও প্রয়োজনের সময় অনেকেরই সহযোগিতা পাবেন না। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও বিশেষ কিছু করতে পারবে না। কথাবার্তায় সংযম বজায় রাখার চেষ্টা করুন। সপ্তাহের শেষান্তে ভ্রমণের সম্ভাবনা থাকলেও সাবধানতা অবলম্বন বাঞ্ছনীয়।

বৃষ রাশি

জাতকদের আজকের দিনটি লাভজনক।বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে।দিনের শুরুতে ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে সুসংবাদ পেতে পারেন।অতীতের ভয়ের কারণে মনের মধ্যে ভয় বজায় থাকবে।কাজ ও ব্যবসায় সন্তোষজনক অর্থ আগমন হবে।অনাবশ্যক ব্যয় বাড়ায় সঞ্চয় করতে পারবেন না।৬৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সরস্বতীর পুজো করুন।

মিথুন রাশি

সপ্তাহটি উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। ব‌্যবসায় উল্লেখযোগ‌্য উন্নতি যোগ নেই। বয়স্ক জাতক-জাতিকারা সমাজ সেবার মাধ‌্যমে সমাজে নিজের পরিচিত বাড়ান। পারিবারিক সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে মতবিরোধের জন‌্য গৃহত‌্যাগ করতে হতে পারে। সপ্তাহের মধ‌্যভাগে ব‌্যয়যোগ বৃদ্ধি পেলেও সঞ্চয়ের দিক ঠিকই থাকবে। মানসিক চাঞ্চল‌্যকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন।

কর্কট রাশি

কর্মব‌্যস্ততার মধ‌্য দিয়ে সপ্তাহটি চলবে। ব‌্যবসায় মুনাফা বৃদ্ধির যোগ লক্ষ‌্য করা যায়। প্রতিদ্বন্দ্বী ব‌্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করুন। স্ত্রীর রূঢ় আচরণের জন‌্য দাম্পত‌্য জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে। নতুন গৃহ নির্মাণের জন‌্য এখন থেকে চেষ্টা চালিয়ে যাওয়া দরকার। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাঁদের কাজের উপযুক্ত মূল‌্য পাবেন।

সিংহ রাশি

জাতকরা বিপরীত পরিস্থিতির মুখোমুখি হবেন। তাই ভেবেচিন্তে সমস্ত কাজ করুন।বেশি কথা বলার চেয়ে ভালো চুপ থাকুন। এর ফলে সমস্যা থেকে মুক্তি পাবেন।আলস্য ও ক্লান্তির কারণে কাজ প্রভাবিত হবে।কর্মক্ষেত্রে অর্থ আগমন হবে। তবে অধিক লেনদেনের কারণে সঞ্চয় করা কঠিন হয়ে পড়বে।৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। লক্ষ্মীর পুজো করুন।

কন্যা রাশি

জাতকদের আজকের দিনটি ঠিকঠাক থাকবে। লাভের একাধিক সুযোগ পাবেন।মন এদিক-ওদিক ছুটবে। টাকা ও বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবেন।মানসিক ব্যাকুলতার কারণে কর্মক্ষেত্রে আর্থিক বিষয়গুলি উপেক্ষা করে যাবেন।সহকর্মী ও পরিবারের সদস্যরা আপনার ব্যবহারের কারণে চিন্তিত হবেন ও আপনাদের মধ্যে তর্ক বাঁধতে পারে।ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।

তুলা রাশি

ভাল-মন্দ মিশিয়ে সপ্তাহটি কাটবে। কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। ব‌্যবসায় বাড়তি বিনিয়োগ করলেও সেই অনুপাতে মুনাফা বৃদ্ধি এখনই হবে না। বয়স্কদের সামাজিক কাজে লিপ্ত থাকার জন‌্য সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। কথাবার্তায় সংযম বজায় রাখুন। সন্তানের ভবিষ‌্যতের জন‌্য এখন থেকেই সঞ্চয়ের ব‌্যবস্থা করুন। বন্ধুর বিপদে সাহায‌্য করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকরা ভোগ-বিলাসিতায় সময় কাটাতে চাইবেন। এর জন্য অর্থ ও সমাজের চিন্তা করবেন না।দুপুর পর্যন্ত কাজ ও ব্যবসা ভালো চলবে। কিন্তু তার পর বাধা সৃষ্টি হবে।অনৈতিক আচরণ করবেন না। কারণ বিবাদ বাড়তে পারে।সন্ধ্যা নাগাদ স্বাস্থ্যোন্নতি হবে।আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।

ধনু রাশি

কর্মে পদোন্নতি, তবে আর্থিক উন্নতি এই সময় খুব একটা ভাল হবে না। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। ব‌্যবসায়ীদের অতিরিক্ত ঋণের জন‌্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। ছোটখাটো সমস‌্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। উচ্চরক্তচাপজনিত সমস‌্যায় অবশ‌্যই চিকিৎসকের পরামর্শ নিন।

মকর রাশি

জাতকদের আজকের দিনটি শুভ।স্বার্থপরতা চরমে থাকবে। শুধু টাকা-পয়সার বিষয়ে চিন্তাভাবনা করবেন।বাণী মধুর হওয়ায় কাজ দ্রুততার সঙ্গে পুরো হবে।দুপুরের পর থেকে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকবে।পারিবারিক কাজ এড়িয়ে যেতে হবে।ভাগ্য আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বিষ্ণুর আরাধনা করুন।

কুম্ভ রাশি

সপ্তাহের শুরুতে আর্থিক চাপ থাকবে। কর্মপ্রার্থীরা নতুন কোনও জীবীকার সন্ধান এই সময় পেতে পারেন। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার জন‌্য পরীক্ষার ফল আশানুরূপ হবে না। নববিবাহিতদের বিবাহিত জীবন সুখের হবে। মায়ের স্বাস্থ্যের অবনতির জন‌্য মানসিক ক্লেশ বৃদ্ধি পেতে পারে। মরসুমি রোগ থেকে এই সময় সাবধানে থাকুন।

মীন রাশি

জাতকরা তাড়াহুড়োয় থাকবেন। প্রথমে নিজের কাজে গাফিলতি করবেন। পরবর্তীকালে তাড়াহুড়ো করায় সমস্যায় পড়ে যেতে পারেন।অন্যের ওপর নির্ভরশীল থাকায় দুপুর পর্যন্ত বিভ্রান্তিতে থাকবেন।সারাদিন যা পরিশ্রম করবেন, তার ফল সন্ধ্যাবেলা পাবেন।অর্থ আগমন বজায় থাকবে।ব্যবসায়ীরা দুপুরের পর আনন্দিত থাকবেন।আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

Free Access