Bangla Jago TV Desk : আজ, বুধবার, ৮ নভেম্বর, আজকে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।
১। মেষ রাশি
শারীরিক সমস্যা, ভোগান্তির কারণ হতে পারে। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম দেবে। যেকোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে। প্রতিবেশীর সাথে বিবাদে জড়াবেন না। আয়ের পথে খানিকটা বাঁধা আসবে। জীবিকার ক্ষেত্রে প্রচুর সময় দিলেও ফল ততটা হবে না।
২। বৃষ রাশি
নানান ধরনের শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। কোন দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন। পারিবারিক ভ্রমন হতে পারে। সংসারে মাত্রা ছাড়া ব্যয় হবে। আর্থিক সাফল্য পেতে প্রচন্ড কষ্ট করতে হতে পারে। মা বাবার সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু মানিয়ে চলুন। পেশার কারণে পরিশ্রম বাড়তে পারে।
৩। মিথুন রাশি
স্বাস্থ্য মোটামুটি ভালই যাবে। পরিশ্রমের ফলও পাবেন। পরিবারের বাড়তি অশান্তি মিটে যাবে। অতিরিক্ত কথা বলা নিয়ন্ত্রণে আনুন। সন্তানের ব্যাপারে কোন অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করুন। সংসারের শ্রী বৃদ্ধির সম্ভাবনা। আর্থিক দিক থেকে দিনটা ভালো না। পেশাগত ক্ষেত্রে কষ্ট খুব কম হওয়ার সম্ভাবনা।
৪। কর্কট রাশি
শরীরে বিভিন্ন যন্ত্রণা বৃদ্ধি পাবে। শত্রু ভয় বাড়বে। ব্যবসায় নানান দিক থেকে চাপ বাড়তে পারে। চাকরি স্থানে বন্ধুত্ব শুরু হতে পারে। নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ নইলে ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ। আর্থিক ক্ষেত্র ভালই।
৫। সিংহ রাশি
শরীরের সামান্য দুর্বলতা থাকতে পারে। কর্মক্ষেত্রের সময় আপনার সাথে থাকবে। একসঙ্গে একাধিক কাজ থাকার কারণে চিন্তা বাড়বে। কোন প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পেতে পারেন। পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। পেশাগত ক্ষেত্রে তিনটি আনন্দে কাটবে।
৬। কন্যা রাশি
খাদ্যের উপর লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে। বন্ধুর থেকে সৎ পরামর্শ পাবেন। ব্যবসার ক্ষেত্রে নিজের মনের জোর বাড়ান। টাকা পয়সা সাবধানে রাখুন। বাড়িতে বিবাদ হতে পারে। চাকরি স্থানে কাজের চাপ বাড়বে। পেশাগত ক্ষেত্রে ভাগ্য খুব একটা ভালো নয়।
৭। তুলা রাশি
স্বাস্থ্য মোটামুটি যাবে। লিভারের সমস্যা হতে পারে। অর্থ ব্যয় হবে। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। স্ত্রীর সাথে মতবিরোধ কেটে যাবে। আর্থিক উন্নতির জন্য আরও বেশি চেষ্টা করতে পারেন। পেশাগত বিবাদ বাড়াবেন না।
৮। বৃশ্চিক রাশি
কাজের চাপে শরীর দুর্বল হবে। আমার সাথে জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। শরীরের কারণে ব্যয় বৃদ্ধি পাবে। প্রতিভার বিকাশের জন্য আজকের দিনটি ভালো। যে কোন প্রকার নেশা জাতীয় বিষয়ের থেকে দূরে থাকুন। আয়ের জন্য দিনটি ভালো কাটবে। জীবিকার ব্যাপারে দিনটি শুভ।
৯। ধনু রাশি
শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। বাড়িতে গুরুজনদেরকে নিয়ে ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা পড়তে পারে। প্রেমের জন্য দিনটি ভালো। ঘরের পরিবেশ অনুকূল থাকবে। পেশাগত ক্ষেত্রে লড়াই করতে হতে পারে।
১০। মকর রাশি
স্বাস্থ্য মোটামুটি থাকবে। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। ঋণের পরিমাণ বাড়তে পারে। স্ত্রীর সাথে কোন প্রকার বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসার ক্ষেত্রে বিবাদ হতে পারে। আয়ের ক্ষেত্রে দিনটি শুভ। সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। জীবিকার শ্রমের পরিমাণ বাড়লেও আয় খুব ভালো হবে না।
১১। কুম্ভ রাশি
শরীর খুব একটা ভালো যাবে না। ভেতর থেকে দুর্বল বোধ করতে পারেন। আমার সাথে জাতীয় রোগ কষ্ট দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাঁধা। চাকরি ক্ষেত্রে দিনটি শুভ নয়। সাংসারিক সমস্যা সমাধান হতে পারে। আবেগের বশে কোন কাজ করবেন না।
১২। মীন রাশি
স্বাস্থ্যের দিকে চোখের খানিকটা সমস্যা হতে পারে। উচ্চ শিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন। বাড়িতে আত্মীয় সমাবেশ হতে পারে। ব্যবসায় বাধা কাটবে। আয়ের ক্ষেত্র তেমন সুখ নয়। জীবিকা নিয়ে চিন্তা থাকবে।
FREE ACCESS