Bangla Jago Desk: আজ, শনিবার, ১৮ নভেম্বর, আজকে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।
১। মেষ রাশি
একটু সাবধানে চলাফেরা করুন। নয়তো বিপদ হতে পারে। রক্তচাপ এবং পেটের সমস্যা বাড়তে পারে। নিজের কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে অসুবিধা দেখা যেতে পারে। একাধিক আয়ের পথ খুলতে পারে। ব্যবসার ক্ষেত্রে লাভ হবে।
২। বৃষ রাশি
শরীর ভালো থাকবে তবে মাথা যন্ত্রণা বাড়তে পারে। আর্থিক চাপ থাকবে। পিতা-মাতার চিকিৎসার জন্য খরচ বাড়বে। দাম্পত্যের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন। বিবাদ থেকে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। কর্মস্থানে উন্নতির সুযোগ রয়েছে। ব্যবসায় বেশ পরিবর্তন হবে।
৩। মিথুন রাশি
রক্তচাপ নিয়ে শরীর দুর্বল থাকতে পারে। যে কোন প্রকার অশান্তির থেকে দূরে থাকুন। ব্যয় বাড়বে। চাকরির স্থানে কাজের চাপ দ্বিগুণ বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রে লাভ হবে। প্রিয়জনদের কাছ থেকে কোন আঘাত পেতে পারেন। অর্থ আসবে। তেমনই থাকবে ব্যয় এর চাপ।
৪। কর্কট রাশি
লিভারের সমস্যায় ভুগতে পারেন। চিকিৎসার জন্য খরচ বাড়বে। সংসারেও ব্যয় বৃদ্ধি পাবে। নেশার দ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়বেন। কাউকে খারাপ কথা বলার কারনে অনুতপ্ত হতে হবে। বিবাদ হতে পারে। সম্মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেবামূলক কাজ আপনাকে শান্তি এনে দেবে।
৫। সিংহ রাশি
অর্শ জাতীয় রোগ আপনাকে সমস্যায় ফেলবে। নিজস্ব গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করুন। একটু সাবধানে চলাফেরা করুন আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় সুনাম বাড়বে। সন্তানের জন্য খরচ বাড়বে। ব্যয় বাড়বে
৬। কন্যা রাশি
শরীর গতানুগতিক চলবে। সন্তানের কোন কাজের কারণে গর্ববোধ হবে। ব্যবসার ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। লাভ থাকলেও ঝুঁকি বাড়বে। চাকরি স্থানে উন্নতি রয়েছে। বিলাসিতার জন্য ব্যয় বাড়বে।
৭। তুলা রাশি
বাতের ব্যথা সমস্যা তৈরি করবে। কাজের ব্যাপারে নতুন সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবন আজকের জন্য সুখের হবে। ব্যবসায় চাপ বাড়বে। বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন। অতিরিক্ত লোভ করবেন না।
৮। বৃশ্চিক রাশি
শরীর ভালো থাকলেও সামান্য পিঠের যন্ত্রণা হতে পারে। কর্মস্থানে কাজের চাপের কারণে শরীরের কষ্ট বৃদ্ধি পাবে। পড়াশোনার জন্য উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করুন। ব্যবসার দিকে সুবুদ্ধির কারণে আয় বাড়বে। সেবামূলক কাজে সাফল্য পাবেন। নিজের ভুল সংশোধন করুন।
৯ । ধনু রাশি
শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসবে। পেটের সমস্যায় ভুগতে পারেন দাম্পত্য জীবনে কলহ হতে পারে। সন্তানের কারণে সুখ বাড়বে। পিটার চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে। মানসিক চাপ বাড়বে। ব্যবসার ক্ষেত্রে একটু। নিজের লক্ষ্যের স্থির থাকতে পারলে লাভবান হবেন।
১০। মকর রাশি
শরীর গতানুগতিক চলবে। চাকরি স্থানীয় উন্নতির সুযোগ রয়েছে। ব্যবসায় মহাজনদের সাথে ভালো ব্যবহার করুন। মহিলার প্রতি আসক্তি বাড়বে। বেকারদের কাজের সন্ধান আসবে। খরচ বৃদ্ধি পাওয়ার কারণে মাথা গরম হবে।
১১। কুম্ভ রাশি
শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট হবে। সমস্যার কারণে দুপুরের পর ভোগান্তি হতে পারে। শরীরের কোন যন্ত্রণা বৃদ্ধি পাবে। আলস্য আসতে পারে। কাজের চাপ বাড়বে। কর্মস্থানে বিবাদ বাড়তে পারে। আয় বৃদ্ধি পাবে।
১২। মীন রাশি
শারীরিক কষ্টের কারণে কাজের ক্ষতি হবে। চাকরি স্থানে নতুন পরিবর্তন আসবে। ব্যয় অতিরিক্ত পরিমাণে বাড়বে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। চিকিৎসার জন্য খরচ বাড়বে। কর্মস্থানের সম্মান বাড়বে।
FREE ACCESS