চিত্র: প্রতীকী
Bangla Jago Desk: মৌ বসু: বাড়ি আমাদের কাছে শুধু ইট, কাঠ, কনক্রিট, পাথর দিয়ে গাঁথা নয়। আমাদের পরম নির্ভরতার আশ্রয়। বাড়িতে থাকা পজিটিভ বা ইতিবাচক শক্তি আমাদের মনে শক্তি জোগায়। খুশিতে ভরিয়ে রাখে। বাস্তুশাস্ত্র অনুযায়ী মনে করা বাড়িতে থাকা জিনিসপত্রও বাড়িতে ইতিবাচক বা নেতিবাচক শক্তি বয়ে নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু কিছু জিনিস একদম খালি রাখতে নেই নাহলে তীব্র অর্থ কষ্ট আসতে পারে। ব্যক্তিগত সম্পর্কে হানি হতে পারে।
আসুন দেখে নিই কোন কোন জিনিস একদম খালি রাখবেন না
১) জল ভরার কাজ করে বালতি। বাথরুমে কখনো খালি রাখবেন না বালতি। খালি বালতি উন্নতি থমকে দেয় বলে মনে করা হয়। জল বা শস্য ভরে রাখুন বালতিতে। এটা সমৃদ্ধির চিহ্ন।
২) ফুলে ভরা ফুলদানি বাড়িতে ইতিবাচক শক্তি বয়ে আনে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, খালি ফুলদানি অসুখী সম্পর্ককে তুলে ধরে। মানসিক অসম্পূর্ণতাকে তুলে ধরে। ফুল ভর্তি ফুলদানি ইতিবাচক শক্তি, ভালোবাসা বয়ে আনে ও মজবুত সম্পর্ক তৈরি করে।
৩) খালি পার্স বা ওয়ালেট আর্থিক কষ্টকে বোঝায়। মানিব্যাগ কখনো একদম খালি রাখবেন না। কিছু টাকা, পয়সা রাখবেন যতই আপনি সেই মানিব্যাগ ব্যবহার না করুন না কেন।
৪) খালি জলের পাত্র রাখবেন না। জল বা শস্য ভরে রাখুন। নাহলে সুযোগ হারাবেন।
৫) রান্নাঘরের কোনো পাত্র খালি রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী এতে সম্পদ নষ্ট হয়ে যায়। ইতিবাচক শক্তিকে ডেকে আনতে পাত্র সব সময় ভরে রাখুন।