ad
ad

Breaking News

মা দুর্গার প্রিয় চারটি রাশি জানুন মিটবে সব দুঃখ কষ্ট

Bangla Jago Desk: হাতে গোনা আর বেশ কিছু দিন বাকি বাঙালির প্রাণের উত্‍সব দুর্গা পুজো। বাঙালিদের এই দুর্গা পুজো অবাঙালি সম্প্রদায় শারদীয়া নবরাত্রি হিসেবে নয় দিন ধরে পালন করে। মহালয়ার পরের দিন, অর্থাত্‍ দেবীপক্ষের প্রথম দিন থেকে শুরু হয় শারদীয়া নবরাত্রি। এই নয় রাতে দেবীর নটি ভিন্ন রূপের আরাধনা করা হয়। আমরা বাঙালিরা নবরাত্রির ষষ্ঠ, […]

Bangla Jago Desk: হাতে গোনা আর বেশ কিছু দিন বাকি বাঙালির প্রাণের উত্‍সব দুর্গা পুজো। বাঙালিদের এই দুর্গা পুজো অবাঙালি সম্প্রদায় শারদীয়া নবরাত্রি হিসেবে নয় দিন ধরে পালন করে। মহালয়ার পরের দিন, অর্থাত্‍ দেবীপক্ষের প্রথম দিন থেকে শুরু হয় শারদীয়া নবরাত্রি। এই নয় রাতে দেবীর নটি ভিন্ন রূপের আরাধনা করা হয়। আমরা বাঙালিরা নবরাত্রির ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম দিনটি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী হিসেবে পালন করি। দেবীর মহিষাসুর মর্দিনী রূপের আরাধনা এই চারদিন ধরে করা হয় শারদীয়া দুর্গাপুজোয়। অশুভ শক্তির বিনাশকারী দেবী জ্যোতিষ গণনা অনুসারে কোনও কোনও রাশির জাতকদের উপর বিশেষ ভাবে প্রীত থাকেন। এদের সব বিপদ থকে রক্ষা করেন তিনি। দুর্গাপুজো শুরু হওয়ার আগে জেনে নিন মা দুর্গার সবচেয়ে প্রিয় কোন কোন রাশির জাতকরা।

মেষ রাশি
মেষ রাশির জাতকরা জন্ম থেকেই সৌভাগ্যশালী হন। এরা সাধারণত যে কাজই করেন, তাতেই সাফল্য লাভ করেন। কারণ মা দুর্গার আশীর্বাদ এদের উপর সব সময় থাকে। সেই কারণে প্রায় সব পরিস্থিতিতেই সব সময় সৌভাগ্যের সহায়তা পান মেষের জাতকরা। এরা আরাম ও বিলাসিতায় ভরপুর জীবন কাটান। সন্তানের দিক থেকেও সুখবর লাভ করেন এরা।

সিংহ রাশি
মা দুর্গার আশীর্বাদ সব সময় থাকে সিংহ রাশির জাতকদের উপর। বিশেষ করে শারদীয়া দুর্গাপুজোর সময় দেবীর সুনজর এদের উপরেই থাকে। দুর্গার কৃপায় এরা প্রচুর অর্থ লাভ করে থাকেন। পরিবারেও সুখ ও শান্তি লাভ করেন সিংহ রাশির জাতকরা। প্রেমের সম্পর্কেও এদের মাধুর্য বজায় থাকে। কর্মক্ষেত্রে দেবীর আশীর্বাদে প্রচুর উন্নতি করার সুযোগ থাকে সিংহ রাশির জাতকদের।

তুলা রাশি
মা দুর্গার আশীর্বাদে সুখ ও সৌভাগ্য লাভ করেন তুলা রাশির জাতকরা। কোনও রকম আর্থিক কষ্ট কখনোই কাবু করতে পারেন তুলা রাশির জাতকদের। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করারও যোগ থাকে। দেবীর দয়ায় তুলার জাতকদের দাম্পত্য জীবন সুখের হয়। কর্মক্ষেত্রেও এরা সহজে উন্নতি করে থাকেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের উপর সব সময় কৃপাদৃষ্টি থাকে মা দুর্গার। দশ হাত দিয়ে এদের যেন সব বিপদ থেকে আগলে রাখেন মা দুর্গা। দেবীর কৃপায় এরা জীবনে প্রচুর উন্নতি করার সুযোগ পান। আর্থিক ভাবে নানা দিক থেকে এরা লাভবান হন। সমাজে মান সম্মান ও প্রতিপত্তি লাভ করেন বৃশ্চিক রাশির জাতকরা।