Bangla Jago Desk, মৌ বসু: নবরাত্রি আর দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর গোটা দেশ উত্সুক হয়ে অপেক্ষা করে আলোর উত্সব দীপাবলির জন্য। ধনত্রয়োদশী বা ধনতেরাসের দিন মা লক্ষ্মী ও কুবেরদেবকে প্রসন্ন করার জন্য সোনা-রূপোর গয়না, বাসন বা মুদ্রা, অন্য ধাতু নির্মিত দ্রব্য কেনার চল আছে। অবাঙালি এই অনুষ্ঠান আজ বাঙালির ঘরের উত্সব হয়ে উঠেছে। খবরের কাগজ বা টিভির পর্দায় বিজ্ঞাপনে ছাড়ের বহর দেখলেই তা মালুম হয়। গয়নার দোকানে এদিন তিল ধারণের জায়গা থাকে না।
কিন্তু ধনতেরাসের কেনাকাটা করার আগে কিছু বিষয় খেয়াল রাখবেন নাহলে শুভ হওয়ার বদলে হিতে বিপরীত হবে
১) ধনতেরাসের দিন উপহার দেওয়া-নেওয়া করবেন না।এদিন উপহার দেওয়া নেওয়া করলে তা অশুভ বলে মনে করা হয়। মনে করা হয়, ধনতেরাসের দিন উপহার দিলে অন্যকে নিজের জীবনের শুভত্ব আর সৌভাগ্যকেও দিয়ে দেওয়া হয়।
২) ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পাশাপাশি ধনের দেবতা কুবের দেবতাকেও পুজো করা হয়। লোহা কিনলে কুবের দেবতা ক্ষুব্ধ হন বলে মনে করা হয়। ধনতেরাসের দিন তামা বা পেতলের জিনিস কেনা শুভ।
৩) ধনতেরাসের দিন নতুন বাসন একদম ফাঁকা নিয়ে যাবেন না বাড়িতে। দোকানদার তো আপনাকে নতুন বাসন খাবার ভরতি করে দেবে না। তাই আপনি অল্প পরিমাণে জল ভরতি করে নিন বাসনে।
৪) ধনতেরাসের দিন ভুলেও স্টিল বা ইস্পাত একপ্রকার লোহা তাই স্টিলের বাসনকোসনও ধনতেরাসের দিন কিনবেন না। অ্যালুমিনিয়ামের জিনিসপত্র, বাসনকোসনও একেবারে কিনবেন না এদিন। চূড়ান্ত অশুভ বলে মনে করা হয়।
৫) ধনতেরাসের দিন নতুন গাড়ি একদম কিনবেন না। শুভ দিন বলে অনেকে ওইদিন গাড়ি কিনে বাড়িতে নিয়ে যান। সেক্ষেত্রে আগেভাগে টাকা পেমেন্ট করে রাখুন।
৬)ধনতেরাসের দিন খাবারে বেশি তেল ব্যবহার করবেন না।
৭) ধনতেরাসের দিন কালো রঙের পোশাক পরবেন না। কালো রঙের কোনো কিছু কিনবেন না।
৮) ধনতেরাসের দিন কাচের বাসন, ঘর সাজানোর জিনিস কিনবেন না।
৯) কাচি, ছুরির মতো ধারাল কোনোকিছু কিনবেন না। কোনো ধরনের প্লাস্টিকের জিনিস কিনবেন না। নকল সোনা কেনা উচিত নয়।
১০) এদিন কোনো ভাবেই ঋণ নেওয়া বা পুরোনো ঋণের কিস্তি বা বিল মেটানো উচিত নয়।