চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: এখনও মানুষের মধ্যে নিজের জনপ্রিয়তা টিকিয়ে রেখেছে পার্লে-জি। অনেকেরই ছেলেবেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই পার্লে জি বিস্কুট। এখনও সমহিমায় বাজারে বিকোচ্ছে সেই কয়েক দশক পুরনো পার্লে জি। তবে এবার প্রায় ৫ শতাংশ দাম বাড়ছে পার্লে-র পণ্যগুলির। ২০২৫ –এর জানুয়ারি থেকে দাম বাড়তে চলেছে বলে জানা গেছে।
সিএমবিসি ১৮-এর একটি রিপোর্টে বলা হয়েছে যে পার্লের বিভিন্ন আইটেমগুলির দাম বৃদ্ধি হবে যার মধ্যে রুটি, বিস্কুট, রাস্ক, কেক পণ্য এবং স্ন্যাকস রয়েছে।
এর পাশাপাশি পার্লে তার ‘এন্ট্রি-লেভেল এবং লো-ইউনিট প্রাইস প্যাক’ পণ্যগুলির ওজন ৫ থেকে ১০ শতাংশ কমানোর কথা বিবেচনা করছে। পার্লে-জি বিস্কুট এবং অন্যান্য এন্ট্রি-লেভেল পণ্যগুলিতে এর প্রভাব দেখা যাবে।চিনি, গম এবং ভোজ্য তেলের ক্রমবর্ধমান দাম পার্লের উৎপাদন খরচকে প্রভাবিত করেছে। পাম তেলের দামের তীব্র বৃদ্ধি এবং এর ওপর আমদানি শুল্ক বৃদ্ধি কোম্পানিটির ওপর অতিরিক্ত বোঝা চাপিয়েছে। এসব কারণেই কোম্পানিকে দাম বাড়াতে হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৪ সালে এক প্যাকেট পার্লে জি বিস্কুটের দাম ছিল ৪ টাকা। ২০২১ সাল অবধি এই দামেই বিক্রি হয়েছে এই বিস্কুট। তবে ২০২২-এতি এর ১ টাকা দাম বেড়ে হয়েছিল প্যাকেট প্রতি ৫ টাকা। মূল্যবৃদ্ধির কোপে দাম বেড়েছে বহু সামগ্রীর। এই আবহে এবার ফের বাড়ছে পার্লে জি-র দাম।