ad
ad

Breaking News

Stock Rally

Stock Rally: দীপাবলির আলোয় ঝলমল শেয়ার বাজার! উৎসবের আবহে সেনসেক্সে ৭০০ পয়েন্টের বিশাল লাফ

এই বিপুল আর্থিক লেনদেন এবং ইতিবাচক মনোভাব সরাসরি বাজারে প্রভাব ফেলেছে।

Stock Rally on Diwali: Sensex Jumps 700 Points

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দীপাবলির আলোর মতোই উজ্জ্বল হয়ে উঠল দেশের শেয়ার বাজার। উৎসবের এই মরসুমে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে সোমবার বাজার খোলার সাথে সাথেই সেনসেক্সের সূচক প্রায় ৭০০ পয়েন্ট লাফিয়ে বাড়ল। নিফটিও বাড়ল দু’শো পয়েন্টেরও বেশি (Stock Rally)।

বিশ্লেষকদের মতে, দুর্গাপূজা থেকে শুরু করে কালীপূজা, দীপাবলির দীর্ঘ উৎসবের আবহে কেনাকাটা এখন তুঙ্গে। গত শনিবার ধনতেরস উপলক্ষে সোনা-সহ অন্যান্য মূল্যবান ধাতুর বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এই বিপুল আর্থিক লেনদেন এবং ইতিবাচক মনোভাব সরাসরি বাজারে প্রভাব ফেলেছে। ফলস্বরূপ, সোমবার বাজার খোলার পর সেনসেক্সের সূচক ৬৭৩.৯০ পয়েন্ট বেড়ে ৮৪৬২৬.০৯-এ পৌঁছয়। নিফটি সূচকও বেড়ে দাঁড়ায় ২৫৯১২.৩৫ পয়েন্টে। যদিও বেলা বাড়ার সাথে সাথে সূচক কিছুটা নিম্নমুখী হয়েছে, তবুও একাধিক সংস্থার শেয়ার যথেষ্ট লাভের মুখ দেখেছে (Stock Rally)।

আরও পড়ুনঃ আবারও বোয়িংয়ে অঘটন, আচমকা দশ হাজার ফুট নেমে এল বিমান

এদিন বাজারে রিলায়্যান্সের শেয়ারের মূল্য একলাফে ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বাজাজ ফিনান্স, অ্যাক্সিস ব্যাঙ্ক, টিসিএস, টাটা মোটরস, সান ফার্মা, মারুতি, এইচডিএফসি ব্যাঙ্ক, এশিয়ান পেন্টস, এয়ারটেল, টেক মহিন্দ্রা, টাইটান, এনটিপিসির মতো অসংখ্য শেয়ারে লগ্নিকারীরা বিপুল মুনাফা ঘরে তুলেছেন।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

আগামী বুধবার বাজার বন্ধ থাকবে, তাই মঙ্গলবার বাজারে কিছুটা কম গতি দেখা যেতে পারে। তবে বিশ্লেষকরা মনে করছেন, উৎসবের মরশুম শেষ হলেও শেয়ার বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে। কারণ হিসেবে তাঁরা উল্লেখ করছেন নভেম্বর এবং ডিসেম্বর জুড়ে থাকা বিয়ের মরশুমের কথা। এই সময়েও দেশজুড়ে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, আয়কর ছাড় এবং জিএসটি হ্রাসের কারণে সাধারণ মানুষের হাতে নগদ টাকা বেড়েছে, যা ক্রয়ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে। এই বিষয়গুলিও শেয়ার বাজারে নতুন করে জোয়ার আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের আশা, এই ইতিবাচক পরিস্থিতিতে যদি ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়, তাহলে দালাল স্ট্রিট নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারে (Stock Rally)।