চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: রাহুল চট্টোপাধ্যায়: জেআইএস গ্রুপ এর পক্ষ থেকে এবারের মরণোত্তর জেআইএস মহাসম্মান দেওয়া হল প্রখ্যাত শিল্পপতি রতন টাটাকে। জেআইএস গ্রুপ এর প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান এমেরিটাস সর্দার জোধ সিং, বাবুজির জন্মবার্ষিকী ১ ফেব্রুয়ারি। এবারে তার ১০৫ তম জন্ম বার্ষিকীতে জেআইএস সম্মান তুলে দেওয়া হল বিশিষ্ট ব্যক্তিদের।
টাটা সন্স লিমিটেড-এর কোম্পানি সেক্রেটারি তথা গ্রুপ কোম্পানি সেক্রেটারি এবং গ্রুপ ট্রেজারি হেড ও টাটা সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান সুপ্রকাশ মুখোপাধ্যায়, পদ্মশ্রী প্রাপক নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর ,মার্কিন যুক্তরাষ্ট্রের নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বরিষ্ঠ মহাকাশ বিজ্ঞানী অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায়, ব্রাজিলিয়ান ফুটবলার তারকা রামিরেজ ব্যারেটো, প্রাক্তন হকি খেলোয়াড় গুরুবক্স সিং, শিল্পী তন্ময় ঘোষ এর হাতে এই বিশেষ সম্মান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করেন অরুনিতা কাঞ্জিলাল ও পবনদ্বীপ রাজন জুটি। কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেআইএস গ্রুপ-এর ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং, জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সর্দার হরণজিৎ সিং, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সর্দার অমৃক সিং, ডিরেক্টর সর্দার সীমারপ্রীত সিং, জেআইএস বিশ্ববিদ্যালয় সহ জেআইএস গ্রুপের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যাপক ও কর্মকর্তারা।
শিক্ষা -সংস্কৃতি- ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই বার্ষিক সম্মান দেওয়া হয়ে থাকে। জেআইএস গ্রুপ-এর পক্ষ থেকে এবারের মরণোত্তর জেআইএস মহাসম্মান পেলেন প্রখ্যাত শিল্পপতি রতন টাটা। এই সম্মান গ্রহণ করেন টাটা সন্স এর কোম্পানি সেক্রেটারি সুপ্রকাশ মুখোপাধ্যায়। এছাড়াও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য জেআইএস মহাসম্মান তুলে দেওয়া হয় প্রখ্যাত ফুটবলার ব্যারেটোকে।
অনুষ্ঠানের শুরুতে জেআইএস গ্রুপ এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন সর্দার জোধ সিং, বাবুজি ও পরবর্তী চেয়ারপার্সন মাতাজি সরদারনি শতনাম কোউর এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে জেআইএস-গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর সর্দার ত্বরণজিৎ সিং বলেন ,তারা বাবুজীর আদর্শে জে আইএস গ্রুপকে এগিয়ে নিয়ে চলেছেন বহুবিধ জনকল্যাণে।